গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে আজ শনিবার ভোরে একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনের ঘটনায় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত ওই বিদ্যালয়ের চারটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ভোটকেন্দ্রের পাশ থেকে পেট্রলসহ একটি প্লাস্টিকের বোতল উদ্ধার করেছে।
স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ৮৩ নম্বর পড়শীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়টি সংসদ নির্বাচনে ৫০ নম্বর ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত। এই কেন্দ্রের ৯টি বুথে নারী ও পুরুষসহ ৪ হাজার ৬৫৮ জন ভোটার রয়েছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের বিষয়ে জরুরি সেবা ৯৯৯-এ কল করে স্থানীয়রা। পরে শনিবার ভোর ৫টায় ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান।
পুলিশের ধারণা, বিদ্যালয়ের পেছনের জানালা দিয়ে কে বা কারা পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে আধা পাকা এই বিদ্যালয় ভবনের চারটি কক্ষের ওপরের টিনের চালা ও বাঁশের সিলিং আগুনে পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, শনিবার ভোরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান ফায়ার সার্ভিসের কর্মীরা। ধারণা করা হচ্ছে, দাহ্য পদার্থ দিয়ে আগুন দেওয়া হয়েছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে স্থানীয়রা অগ্নিকাণ্ডের ঘটনা জানান।
গফরগাঁও থানার পুলিশ শনিবার ভোর ৫টার দিকে ঘটনাস্থলে যায়। বিজিবি, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁদের ধারণা, নির্বাচন বানচালে অগ্নিকাণ্ডের মাধ্যমে ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টির জন্য এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও শফিকুল ইসলাম বলেন, ভোট গ্রহণে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সে জন্য এই কেন্দ্রের পুড়ে যাওয়া বিদ্যালয় কক্ষগুলো দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া সব ভোটকেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

ময়মনসিংহের গফরগাঁওয়ে আজ শনিবার ভোরে একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনের ঘটনায় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত ওই বিদ্যালয়ের চারটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ভোটকেন্দ্রের পাশ থেকে পেট্রলসহ একটি প্লাস্টিকের বোতল উদ্ধার করেছে।
স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ৮৩ নম্বর পড়শীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়টি সংসদ নির্বাচনে ৫০ নম্বর ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত। এই কেন্দ্রের ৯টি বুথে নারী ও পুরুষসহ ৪ হাজার ৬৫৮ জন ভোটার রয়েছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের বিষয়ে জরুরি সেবা ৯৯৯-এ কল করে স্থানীয়রা। পরে শনিবার ভোর ৫টায় ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান।
পুলিশের ধারণা, বিদ্যালয়ের পেছনের জানালা দিয়ে কে বা কারা পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে আধা পাকা এই বিদ্যালয় ভবনের চারটি কক্ষের ওপরের টিনের চালা ও বাঁশের সিলিং আগুনে পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, শনিবার ভোরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান ফায়ার সার্ভিসের কর্মীরা। ধারণা করা হচ্ছে, দাহ্য পদার্থ দিয়ে আগুন দেওয়া হয়েছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে স্থানীয়রা অগ্নিকাণ্ডের ঘটনা জানান।
গফরগাঁও থানার পুলিশ শনিবার ভোর ৫টার দিকে ঘটনাস্থলে যায়। বিজিবি, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁদের ধারণা, নির্বাচন বানচালে অগ্নিকাণ্ডের মাধ্যমে ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টির জন্য এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও শফিকুল ইসলাম বলেন, ভোট গ্রহণে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সে জন্য এই কেন্দ্রের পুড়ে যাওয়া বিদ্যালয় কক্ষগুলো দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া সব ভোটকেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
১ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
১ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
১ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
২ ঘণ্টা আগে