হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাটে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘরে আগুন লেগেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, প্রয়োজনীয় কাগজ, আসবাবপত্রসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলা সদর ইউনিয়নের গড়পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে হালুয়াঘাট ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। এ তথ্য নিশ্চিত করেছেন হালুয়াঘাট ফায়ার সার্ভিসের টিম লিডার কামরুজ্জামান।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, গড়পাড়া এলাকার সঞ্জিত বসাক তাঁর স্ত্রী সুমা বসাক তাঁর সন্তান এবং বৃদ্ধ মাকে নিয়ে থাকতেন। গতকাল রোববার রাতে রান্না শেষে ভুলবশত সুমা বসাক গ্যাসের চুলার সুইচ বন্ধ না করেই এভাবেই রেখে দেন।
আজ সকালে রান্না করতে গিয়ে চুলার গ্যাস চালু দেখতে পেয়ে বন্ধ করে পুনরায় চালু করে দেশলাই দিতেই আগুন ধরে যায়। আগুন দেখে দৌড়ে ঘর থেকে বের হয় সুমা বসাক। বের হওয়া মাত্রই বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ঘরে আগুন ধরে যায়। তবে এ সময় বৃদ্ধ মা এবং তাঁর সন্তান ঘরে ছিল না।
প্রতিবেশীরা হালুয়াঘাট ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে ফায়ার সার্ভিস এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনলে ঘরে থাকা প্রয়োজনীয় সরঞ্জাম, আসবাবপত্র, ফ্রিজ, টিভি পুড়ে ছাই যায়। এতে প্রায় পাঁচ লাখটাকার ক্ষতি হয়েছে।
সঞ্জিত বসাক বলেন, ‘ভুলবশত চুলার গ্যাসের সুইচ অন ছিল। চুলা জ্বালাতেই ঘরে আগুন জ্বলে ওঠে। আমার স্ত্রী আগুন দেখে দৌড়ে ঘর থেকে বের হলেই সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে আমার পরিবারের অন্য কেউ ঘরে না থাকায় বেঁচে যায়। আমার অনেক ক্ষতি হয়ে গেলে। সব পুড়ে ছাই হয়ে গেলে।’
হালুয়াঘাট ফায়ার সার্ভিস অফিসের টিম লিডার কামরুজ্জামান বলেন, একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘরে পরিবারের কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ময়মনসিংহের হালুয়াঘাটে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘরে আগুন লেগেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, প্রয়োজনীয় কাগজ, আসবাবপত্রসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলা সদর ইউনিয়নের গড়পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে হালুয়াঘাট ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। এ তথ্য নিশ্চিত করেছেন হালুয়াঘাট ফায়ার সার্ভিসের টিম লিডার কামরুজ্জামান।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, গড়পাড়া এলাকার সঞ্জিত বসাক তাঁর স্ত্রী সুমা বসাক তাঁর সন্তান এবং বৃদ্ধ মাকে নিয়ে থাকতেন। গতকাল রোববার রাতে রান্না শেষে ভুলবশত সুমা বসাক গ্যাসের চুলার সুইচ বন্ধ না করেই এভাবেই রেখে দেন।
আজ সকালে রান্না করতে গিয়ে চুলার গ্যাস চালু দেখতে পেয়ে বন্ধ করে পুনরায় চালু করে দেশলাই দিতেই আগুন ধরে যায়। আগুন দেখে দৌড়ে ঘর থেকে বের হয় সুমা বসাক। বের হওয়া মাত্রই বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ঘরে আগুন ধরে যায়। তবে এ সময় বৃদ্ধ মা এবং তাঁর সন্তান ঘরে ছিল না।
প্রতিবেশীরা হালুয়াঘাট ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে ফায়ার সার্ভিস এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনলে ঘরে থাকা প্রয়োজনীয় সরঞ্জাম, আসবাবপত্র, ফ্রিজ, টিভি পুড়ে ছাই যায়। এতে প্রায় পাঁচ লাখটাকার ক্ষতি হয়েছে।
সঞ্জিত বসাক বলেন, ‘ভুলবশত চুলার গ্যাসের সুইচ অন ছিল। চুলা জ্বালাতেই ঘরে আগুন জ্বলে ওঠে। আমার স্ত্রী আগুন দেখে দৌড়ে ঘর থেকে বের হলেই সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে আমার পরিবারের অন্য কেউ ঘরে না থাকায় বেঁচে যায়। আমার অনেক ক্ষতি হয়ে গেলে। সব পুড়ে ছাই হয়ে গেলে।’
হালুয়াঘাট ফায়ার সার্ভিস অফিসের টিম লিডার কামরুজ্জামান বলেন, একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘরে পরিবারের কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কিশোরগঞ্জের ভৈরবে ভুল চিকিৎসায় ঝুমা বেগম (২০) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শহরের ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত্যুর পর আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে গৃহবধূর লাশ নেওয়া হয় ভৈরব থানায়। থানায় লাশ রেখেই বিকেলে ৪ লাখ টাকায় রফাদফা হয়েছে বলে জানান রোগীর স্বজন রাশেদ মিয়া।
৬ মিনিট আগে
কুমিল্লার হোমনায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার শ্রীমদ্দি গ্রামের নাথবাড়ির প্রয়াত সানু দাসের ঘরে এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতেরা ঘর থেকে ১০ ভরি স্বর্ণালংকার, ১২ ভরি রুপা ও ২০ হাজার টাকা লুটে নিয়েছে।
১১ মিনিট আগে
সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ করেছে সশস্ত্র বনদস্যু বাহিনী। গতকাল শুক্রবার বিকেলে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকার কেনুর খাল থেকে তাঁদের অপহরণ করা হয়। শনিবার (৩ জানুয়ারি) রাতে বিষয়টি জানাজানি হয়।
১৫ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে এমপি প্রার্থী আলোচিত ভিক্ষুক আবুল মুনসুর ফকিরের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে