হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাটে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘরে আগুন লেগেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, প্রয়োজনীয় কাগজ, আসবাবপত্রসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলা সদর ইউনিয়নের গড়পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে হালুয়াঘাট ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। এ তথ্য নিশ্চিত করেছেন হালুয়াঘাট ফায়ার সার্ভিসের টিম লিডার কামরুজ্জামান।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, গড়পাড়া এলাকার সঞ্জিত বসাক তাঁর স্ত্রী সুমা বসাক তাঁর সন্তান এবং বৃদ্ধ মাকে নিয়ে থাকতেন। গতকাল রোববার রাতে রান্না শেষে ভুলবশত সুমা বসাক গ্যাসের চুলার সুইচ বন্ধ না করেই এভাবেই রেখে দেন।
আজ সকালে রান্না করতে গিয়ে চুলার গ্যাস চালু দেখতে পেয়ে বন্ধ করে পুনরায় চালু করে দেশলাই দিতেই আগুন ধরে যায়। আগুন দেখে দৌড়ে ঘর থেকে বের হয় সুমা বসাক। বের হওয়া মাত্রই বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ঘরে আগুন ধরে যায়। তবে এ সময় বৃদ্ধ মা এবং তাঁর সন্তান ঘরে ছিল না।
প্রতিবেশীরা হালুয়াঘাট ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে ফায়ার সার্ভিস এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনলে ঘরে থাকা প্রয়োজনীয় সরঞ্জাম, আসবাবপত্র, ফ্রিজ, টিভি পুড়ে ছাই যায়। এতে প্রায় পাঁচ লাখটাকার ক্ষতি হয়েছে।
সঞ্জিত বসাক বলেন, ‘ভুলবশত চুলার গ্যাসের সুইচ অন ছিল। চুলা জ্বালাতেই ঘরে আগুন জ্বলে ওঠে। আমার স্ত্রী আগুন দেখে দৌড়ে ঘর থেকে বের হলেই সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে আমার পরিবারের অন্য কেউ ঘরে না থাকায় বেঁচে যায়। আমার অনেক ক্ষতি হয়ে গেলে। সব পুড়ে ছাই হয়ে গেলে।’
হালুয়াঘাট ফায়ার সার্ভিস অফিসের টিম লিডার কামরুজ্জামান বলেন, একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘরে পরিবারের কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ময়মনসিংহের হালুয়াঘাটে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘরে আগুন লেগেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, প্রয়োজনীয় কাগজ, আসবাবপত্রসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলা সদর ইউনিয়নের গড়পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে হালুয়াঘাট ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। এ তথ্য নিশ্চিত করেছেন হালুয়াঘাট ফায়ার সার্ভিসের টিম লিডার কামরুজ্জামান।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, গড়পাড়া এলাকার সঞ্জিত বসাক তাঁর স্ত্রী সুমা বসাক তাঁর সন্তান এবং বৃদ্ধ মাকে নিয়ে থাকতেন। গতকাল রোববার রাতে রান্না শেষে ভুলবশত সুমা বসাক গ্যাসের চুলার সুইচ বন্ধ না করেই এভাবেই রেখে দেন।
আজ সকালে রান্না করতে গিয়ে চুলার গ্যাস চালু দেখতে পেয়ে বন্ধ করে পুনরায় চালু করে দেশলাই দিতেই আগুন ধরে যায়। আগুন দেখে দৌড়ে ঘর থেকে বের হয় সুমা বসাক। বের হওয়া মাত্রই বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ঘরে আগুন ধরে যায়। তবে এ সময় বৃদ্ধ মা এবং তাঁর সন্তান ঘরে ছিল না।
প্রতিবেশীরা হালুয়াঘাট ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে ফায়ার সার্ভিস এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনলে ঘরে থাকা প্রয়োজনীয় সরঞ্জাম, আসবাবপত্র, ফ্রিজ, টিভি পুড়ে ছাই যায়। এতে প্রায় পাঁচ লাখটাকার ক্ষতি হয়েছে।
সঞ্জিত বসাক বলেন, ‘ভুলবশত চুলার গ্যাসের সুইচ অন ছিল। চুলা জ্বালাতেই ঘরে আগুন জ্বলে ওঠে। আমার স্ত্রী আগুন দেখে দৌড়ে ঘর থেকে বের হলেই সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে আমার পরিবারের অন্য কেউ ঘরে না থাকায় বেঁচে যায়। আমার অনেক ক্ষতি হয়ে গেলে। সব পুড়ে ছাই হয়ে গেলে।’
হালুয়াঘাট ফায়ার সার্ভিস অফিসের টিম লিডার কামরুজ্জামান বলেন, একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘরে পরিবারের কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মিজানুর গাজী (৫০) নামে এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নড়াইল-লোহাগড়া সড়কের হাওয়াইখালী সেতুর সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর গাজী যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর ছেলে।
৭ মিনিট আগে
২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই আন্দোলনে শহীদরা হলেন...
১৩ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাহেল হোসেন বিএনপিতে যোগদান করেছেন। সম্প্রতি মৌলভীবাজার-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান রাহেল হোসেনের গলায় ফুলের মালা পরিয়ে তাঁকে বিএনপিতে বরণ করে নেন।
১৯ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
১ ঘণ্টা আগে