নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

পারিবারিক এক মামলায় ১৪ দিন কারাগারে ছিলেন নান্দাইলের যুবদল নেতা শফিকুল ইসলাম (৩৪)। কারাগারে থাকা অবস্থায় পুলিশের বাদী হয়ে নাশকতা মামলার আসামি করা হয় তাঁকে। এমন ঘটনায় হতবাক শফিকুল ও তাঁর পরিবার।
শফিকুল ইসলাম উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের হাবিবুল্লাহর ছেলে।
শফিকুলের পারিবারিক সূত্রে জানা গেছে, শফিকুল রামজীবপুর গ্রামের একটি পারিবারিক মামলায় গত ৮ নভেম্বর মাসহ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। এ ঘটায় ১৪ দিন কারাগারে থেকে ২২ নভেম্বর জামিনে মাসহ শফিকুল মুক্তি পান।
এদিকে শফিকুল ইসলাম কারাগারে থাকা অবস্থায় গত ১৫ নভেম্বর ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঝালুয়া ব্রিজে টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুরসহ জনমনে আতঙ্ক সৃষ্টির নাশকতামূলক কর্মকাণ্ড করার অভিযোগে নান্দাইল থানার উপপরিদর্শক এসআই শফিউল্লাহ মির্জা বাদী হয়ে বিএনপির ৮৫ নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করেন। মামলায় শফিকুল ইসলামকে ১০ নম্বর আসামি করা হয়।
শফিকুল ইসলাম বলেন, ‘কারাগারে থেকেও মামলার আসামি হয়েছি, এটা ভেবে পাচ্ছি না। এভাবে যাচাই-বাছাই না করে কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা ঠিক নয়। এই মামলা থেকে আমি অব্যাহতি চাই।’
মামলার বাদী নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) শফিউল্লাহ মির্জা বলেন, নাশকতার ওই ঘটনায় কয়েকজনকে ধরা হয়েছিল। তাঁরা যাদের নাম বলেছেন, তাঁদের আসামি করা হয়েছে। এভাবেই শফিকুলের নামও এজাহারভুক্ত হয়েছে। তবে তদন্তে জড়িত থাকার প্রমাণ না পেলে অভিযোগপত্র থেকে তাঁর নাম বাদ দেওয়া হবে।

পারিবারিক এক মামলায় ১৪ দিন কারাগারে ছিলেন নান্দাইলের যুবদল নেতা শফিকুল ইসলাম (৩৪)। কারাগারে থাকা অবস্থায় পুলিশের বাদী হয়ে নাশকতা মামলার আসামি করা হয় তাঁকে। এমন ঘটনায় হতবাক শফিকুল ও তাঁর পরিবার।
শফিকুল ইসলাম উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের হাবিবুল্লাহর ছেলে।
শফিকুলের পারিবারিক সূত্রে জানা গেছে, শফিকুল রামজীবপুর গ্রামের একটি পারিবারিক মামলায় গত ৮ নভেম্বর মাসহ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। এ ঘটায় ১৪ দিন কারাগারে থেকে ২২ নভেম্বর জামিনে মাসহ শফিকুল মুক্তি পান।
এদিকে শফিকুল ইসলাম কারাগারে থাকা অবস্থায় গত ১৫ নভেম্বর ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঝালুয়া ব্রিজে টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুরসহ জনমনে আতঙ্ক সৃষ্টির নাশকতামূলক কর্মকাণ্ড করার অভিযোগে নান্দাইল থানার উপপরিদর্শক এসআই শফিউল্লাহ মির্জা বাদী হয়ে বিএনপির ৮৫ নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করেন। মামলায় শফিকুল ইসলামকে ১০ নম্বর আসামি করা হয়।
শফিকুল ইসলাম বলেন, ‘কারাগারে থেকেও মামলার আসামি হয়েছি, এটা ভেবে পাচ্ছি না। এভাবে যাচাই-বাছাই না করে কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা ঠিক নয়। এই মামলা থেকে আমি অব্যাহতি চাই।’
মামলার বাদী নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) শফিউল্লাহ মির্জা বলেন, নাশকতার ওই ঘটনায় কয়েকজনকে ধরা হয়েছিল। তাঁরা যাদের নাম বলেছেন, তাঁদের আসামি করা হয়েছে। এভাবেই শফিকুলের নামও এজাহারভুক্ত হয়েছে। তবে তদন্তে জড়িত থাকার প্রমাণ না পেলে অভিযোগপত্র থেকে তাঁর নাম বাদ দেওয়া হবে।

পাবনার সুজানগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
১৬ মিনিট আগে
সিআইডিপ্রধান জানান, পাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকা থেকে ভুক্তভোগীদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরে তাঁদের অবৈধভাবে লিবিয়া পাঠানো হয়। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙি নৌকায় তোলা হয়।
২৩ মিনিট আগে
রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
১ ঘণ্টা আগে