Ajker Patrika

গৌরীপুরে গভীর রাতে আগুনে পুড়ল ৯ ঘর, ২ গরু

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১৫: ৪৩
গৌরীপুরে গভীর রাতে আগুনে পুড়ল ৯ ঘর, ২ গরু

ময়মনসিংহের গৌরীপুরে আগুনে পুড়ে গেছে নয়টি ঘর ও দুটি গরু। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চুড়ালী গ্রামে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, গোয়াল ঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন ওই গ্রামের আবুল কাসেম ও তাঁর ছোট ভাই আব্দুস ছালাম। এ ছাড়া আগুন থেকে বাঁচতে ভাঙতে হয়েছে তাঁদের ভাতিজা সারোয়ার ও ফারুকের বসত ও গোয়াল ঘর। খবর পেয়ে গৌরীপুর ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই সব পুড়ে শেষ হয়ে যায়।

আবুল কাসেম বলেন, রাত ১১টার দিকে মানুষের চিৎকার-চেঁচামেচি শুনে তাঁদের ঘুম ভাঙে। দেখেন ধোঁয়ায় ঘর ভরে আছে আর চালে আগুন জ্বলছে। জীবন বাঁচাতে স্ত্রীকে নিয়ে তিনি ঘর থেকে বের হয়ে যান। কাপড়চোপড়, ধান-চাল কিছুই রক্ষা করতে পারেননি। প্রতিবেশীরা গোয়াল ঘরে থাকা ছয়টি গরুর মধ্যে চারটি বাঁচাতে পেরেছে। একটি গর্ভবতী গাভিসহ দুটি গরু পুড়ে গেছে।

প্রতিবেশী সাইদুল ইসলাম বলেন, তিনি ঘুমাচ্ছিলেন। মানুষের আগুন আগুন চিৎকার শুনে তাঁর ঘুম ভাঙে। ঘর থেকে বের হয়ে দেখেন আবুল কাসেমের ঘরে আগুন জ্বলছে। তিনি দৌড়ে গিয়ে গোয়াল ঘর থেকে গরুগুলো বের করেন। দুটি গরুর শরীরে আগেই আগুন ধরে গেছে। তাই সেগুলো বের করতে পারেননি।

এ বিষয়ে জানতে চাইলে গৌরীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. শাহজাদা আজকের পত্রিকাকে বলেন, ৯৯৯-এ কল পেয়ে তিনি তাৎক্ষণিক দুটি ইউনিট নিয়ে বের হন। কিন্তু লোকেশন ট্র্যাকিং করতে সময় লাগে। এ ছাড়া সরু সড়ক হওয়ায় বড় গাড়িটি অনেক দূরে রেখে যেতে হয়েছে। যে কারণে ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে ঘরগুলো পুড়ে যায়। দুটি টিনের বসতঘর, দুটি রান্না ঘর ও দুটি গোয়াল ঘর, তিনটি ছোট ঘর ও দুটি গাভি আগুনে পুড়ে গেছে। তাতে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, গোয়াল ঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে না যাওয়ার সিদ্ধান্ত যদি বদলাতে হয় তখন, বিসিবিকে তামিমের প্রশ্ন

ঋণখেলাপিতে আটকে যেতে পারেন কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল

তরুণ অফিসাররা র‍্যাব থেকে এমন চরিত্র নিয়ে ফিরত যেন পেশাদার খুনি: ইকবাল করিম ভূঁইয়া

আইসিসিকে নতুন করে চিঠিতে কী লিখেছে বিসিবি

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত