গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে আগুনে পুড়ে গেছে নয়টি ঘর ও দুটি গরু। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চুড়ালী গ্রামে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, গোয়াল ঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন ওই গ্রামের আবুল কাসেম ও তাঁর ছোট ভাই আব্দুস ছালাম। এ ছাড়া আগুন থেকে বাঁচতে ভাঙতে হয়েছে তাঁদের ভাতিজা সারোয়ার ও ফারুকের বসত ও গোয়াল ঘর। খবর পেয়ে গৌরীপুর ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই সব পুড়ে শেষ হয়ে যায়।
আবুল কাসেম বলেন, রাত ১১টার দিকে মানুষের চিৎকার-চেঁচামেচি শুনে তাঁদের ঘুম ভাঙে। দেখেন ধোঁয়ায় ঘর ভরে আছে আর চালে আগুন জ্বলছে। জীবন বাঁচাতে স্ত্রীকে নিয়ে তিনি ঘর থেকে বের হয়ে যান। কাপড়চোপড়, ধান-চাল কিছুই রক্ষা করতে পারেননি। প্রতিবেশীরা গোয়াল ঘরে থাকা ছয়টি গরুর মধ্যে চারটি বাঁচাতে পেরেছে। একটি গর্ভবতী গাভিসহ দুটি গরু পুড়ে গেছে।
প্রতিবেশী সাইদুল ইসলাম বলেন, তিনি ঘুমাচ্ছিলেন। মানুষের আগুন আগুন চিৎকার শুনে তাঁর ঘুম ভাঙে। ঘর থেকে বের হয়ে দেখেন আবুল কাসেমের ঘরে আগুন জ্বলছে। তিনি দৌড়ে গিয়ে গোয়াল ঘর থেকে গরুগুলো বের করেন। দুটি গরুর শরীরে আগেই আগুন ধরে গেছে। তাই সেগুলো বের করতে পারেননি।
এ বিষয়ে জানতে চাইলে গৌরীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. শাহজাদা আজকের পত্রিকাকে বলেন, ৯৯৯-এ কল পেয়ে তিনি তাৎক্ষণিক দুটি ইউনিট নিয়ে বের হন। কিন্তু লোকেশন ট্র্যাকিং করতে সময় লাগে। এ ছাড়া সরু সড়ক হওয়ায় বড় গাড়িটি অনেক দূরে রেখে যেতে হয়েছে। যে কারণে ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে ঘরগুলো পুড়ে যায়। দুটি টিনের বসতঘর, দুটি রান্না ঘর ও দুটি গোয়াল ঘর, তিনটি ছোট ঘর ও দুটি গাভি আগুনে পুড়ে গেছে। তাতে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, গোয়াল ঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

ময়মনসিংহের গৌরীপুরে আগুনে পুড়ে গেছে নয়টি ঘর ও দুটি গরু। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চুড়ালী গ্রামে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, গোয়াল ঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন ওই গ্রামের আবুল কাসেম ও তাঁর ছোট ভাই আব্দুস ছালাম। এ ছাড়া আগুন থেকে বাঁচতে ভাঙতে হয়েছে তাঁদের ভাতিজা সারোয়ার ও ফারুকের বসত ও গোয়াল ঘর। খবর পেয়ে গৌরীপুর ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই সব পুড়ে শেষ হয়ে যায়।
আবুল কাসেম বলেন, রাত ১১টার দিকে মানুষের চিৎকার-চেঁচামেচি শুনে তাঁদের ঘুম ভাঙে। দেখেন ধোঁয়ায় ঘর ভরে আছে আর চালে আগুন জ্বলছে। জীবন বাঁচাতে স্ত্রীকে নিয়ে তিনি ঘর থেকে বের হয়ে যান। কাপড়চোপড়, ধান-চাল কিছুই রক্ষা করতে পারেননি। প্রতিবেশীরা গোয়াল ঘরে থাকা ছয়টি গরুর মধ্যে চারটি বাঁচাতে পেরেছে। একটি গর্ভবতী গাভিসহ দুটি গরু পুড়ে গেছে।
প্রতিবেশী সাইদুল ইসলাম বলেন, তিনি ঘুমাচ্ছিলেন। মানুষের আগুন আগুন চিৎকার শুনে তাঁর ঘুম ভাঙে। ঘর থেকে বের হয়ে দেখেন আবুল কাসেমের ঘরে আগুন জ্বলছে। তিনি দৌড়ে গিয়ে গোয়াল ঘর থেকে গরুগুলো বের করেন। দুটি গরুর শরীরে আগেই আগুন ধরে গেছে। তাই সেগুলো বের করতে পারেননি।
এ বিষয়ে জানতে চাইলে গৌরীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. শাহজাদা আজকের পত্রিকাকে বলেন, ৯৯৯-এ কল পেয়ে তিনি তাৎক্ষণিক দুটি ইউনিট নিয়ে বের হন। কিন্তু লোকেশন ট্র্যাকিং করতে সময় লাগে। এ ছাড়া সরু সড়ক হওয়ায় বড় গাড়িটি অনেক দূরে রেখে যেতে হয়েছে। যে কারণে ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে ঘরগুলো পুড়ে যায়। দুটি টিনের বসতঘর, দুটি রান্না ঘর ও দুটি গোয়াল ঘর, তিনটি ছোট ঘর ও দুটি গাভি আগুনে পুড়ে গেছে। তাতে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, গোয়াল ঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৪ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৪ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৪ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৪ ঘণ্টা আগে