শেরপুর প্রতিনিধি
শেরপুর জেলা কারাগার চার মাসের বেশি সময় পর সীমিত পরিসরে চালু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চালু হওয়ার পর ১৩ জন বন্দীকে কারাগারে রাখা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর শেরপুর জেলা কারাগারে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় কারাগারটি অচল হয়ে পড়ে।
নবাগত জেল সুপার মো. শফিউল আলম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হামলা-ভাঙচুরের পর জেলা কারাগারের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে গণপূর্ত বিভাগের মাধ্যমে কারাগারের সংস্কার কাজ শুরু হয়। প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সংস্কার কাজের ৮০ ভাগ শেষ হয়েছে। তবে সিসি ক্যামেরা স্থাপনসহ আরও কিছু কাজ এখনো বাকি রয়েছে।
শফিউল আলম আরও বলেন, শেরপুর জেলা কারাগারে জামালপুর থেকে বন্দীদের আনা-নেওয়ার সমস্যার কারণে সম্পূর্ণ সংস্কার কাজ শেষ না হওয়া সত্ত্বেও কারাগারটি সীমিতভাবে চালু করা হয়েছে। নতুন ও পুরোনো মামলায় গ্রেপ্তার আসামিদের শেরপুর কারাগারে আনা হবে এবং ধীরে ধীরে জামালপুরে থাকা বন্দীদেরও শেরপুরে স্থানান্তর করা হবে।
এর আগে গতকাল বৃহস্পতিবার শেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদসহ অন্যান্য বিচারকেরা সংস্কারকৃত কারাগার পরিদর্শন করেন।
এদিকে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-আন্দোলনের পর শেরপুর জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ১০-১২ হাজার লোক লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র নিয়ে কারাগারের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। হামলাকারীরা কারাগারের ৯টি অস্ত্র, চায়নিজ রাইফেলের ৮৬৪টি গুলি, শটগানের ৩৩৬টি গুলি, টাকা-পয়সা, খাদ্যসামগ্রী ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে এবং কারাগারের গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র ও বিভিন্ন স্থাপনা আগুনে পুড়িয়ে দেয়। এ হামলার ফলে কারাগারটি অচল হয়ে পড়ে।
শেরপুর জেলা কারাগার চার মাসের বেশি সময় পর সীমিত পরিসরে চালু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চালু হওয়ার পর ১৩ জন বন্দীকে কারাগারে রাখা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর শেরপুর জেলা কারাগারে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় কারাগারটি অচল হয়ে পড়ে।
নবাগত জেল সুপার মো. শফিউল আলম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হামলা-ভাঙচুরের পর জেলা কারাগারের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে গণপূর্ত বিভাগের মাধ্যমে কারাগারের সংস্কার কাজ শুরু হয়। প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সংস্কার কাজের ৮০ ভাগ শেষ হয়েছে। তবে সিসি ক্যামেরা স্থাপনসহ আরও কিছু কাজ এখনো বাকি রয়েছে।
শফিউল আলম আরও বলেন, শেরপুর জেলা কারাগারে জামালপুর থেকে বন্দীদের আনা-নেওয়ার সমস্যার কারণে সম্পূর্ণ সংস্কার কাজ শেষ না হওয়া সত্ত্বেও কারাগারটি সীমিতভাবে চালু করা হয়েছে। নতুন ও পুরোনো মামলায় গ্রেপ্তার আসামিদের শেরপুর কারাগারে আনা হবে এবং ধীরে ধীরে জামালপুরে থাকা বন্দীদেরও শেরপুরে স্থানান্তর করা হবে।
এর আগে গতকাল বৃহস্পতিবার শেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদসহ অন্যান্য বিচারকেরা সংস্কারকৃত কারাগার পরিদর্শন করেন।
এদিকে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-আন্দোলনের পর শেরপুর জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ১০-১২ হাজার লোক লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র নিয়ে কারাগারের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। হামলাকারীরা কারাগারের ৯টি অস্ত্র, চায়নিজ রাইফেলের ৮৬৪টি গুলি, শটগানের ৩৩৬টি গুলি, টাকা-পয়সা, খাদ্যসামগ্রী ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে এবং কারাগারের গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র ও বিভিন্ন স্থাপনা আগুনে পুড়িয়ে দেয়। এ হামলার ফলে কারাগারটি অচল হয়ে পড়ে।
আজ রোববার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বপ্নপুরীর জীবন্ত চিড়িয়াখানার বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালানো হয়। এতে অংশ নেন দিনাজপুর সামাজিক বন বিভাগ ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তারা।
৬ মিনিট আগেপ্রজনন মৌসুমে সৈকতে ডিম পাড়তে এসে মারা পড়েছে অলিভ রিডলি বা জলপাই রঙা সামুদ্রিক কচ্ছপ। কক্সবাজার সমুদ্র উপকূলের সেন্ট মার্টিন, সোনাদিয়া কুতুবদিয়াসহ বিভিন্ন উপকূলে মৃত কচ্ছপ ভেসে আসছে। গত দুই দিনে সমুদ্র উপকূলের টেকনাফের সাবরাং থেকে হিমছড়ি পর্যন্ত বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা সরেজমিন
৬ মিনিট আগেকক্সবাজারের চকরিয়া উপজেলায় বাগান পরিষ্কারের সময় বন্য হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া একজন আহত হয়েছেন। আজ রোববার (২৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে খুটাখালীর পূর্বপাড়ার সংরক্ষিত বনের ভেতর এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেশহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে টাকার বিনিময়ে ময়নাতদন্তের রিপোর্ট পরিবর্তনের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ রোববার দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের সদস্যরা অভিযান পরিচালনা করে এ সত্যতা পান। এ সময় তারা ঘুষের বিনিময়ে ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তনের কিছু কাগজপত্র জব্দ করেন।
২৮ মিনিট আগে