Ajker Patrika

দুর্গাপুরে বাল্যবিবাহ, মাদককে লাল কার্ড দেখাল শিক্ষার্থীরা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 
দুর্গাপুরে বাল্যবিবাহ, মাদককে লাল কার্ড দেখাল শিক্ষার্থীরা
দুর্গাপুরে বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার দুর্গাপুরে বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেছে আগাড় অনির্বাণ শিক্ষানিকেতনের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিকেলে বিদ্যালয়টিতে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এ লাল কার্ড প্রদর্শনী হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি সৈকত সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ রেজওয়ানুল কবীর। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন।

এ ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।

ইউএনও বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই বড় হয়ে একদিন দেশের নেতৃত্ব দেবে। দেশ ও সমাজকে ভালো রাখতে হলে জঙ্গিবাদ, মাদক, ইভ টিজিং, বাল্যবিবাহ এবং দুর্নীতিকে না বলে সর্বদা লাল কার্ড প্রদর্শন করে যাবে। সত্যবাদিতা, দেশপ্রেম ও মানবতাকে সবুজ কার্ড প্রদর্শন করে শপথ নিতে হবে। নিয়মিত পড়াশোনা করে, নিজকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে, সব সময় সত্য কথা বলবে, মাদক সেবনে না করবে।

অনুষ্ঠানে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ করার শপথ নিয়ে শিক্ষার্থীরা এসব বিষয়কে লাল কার্ড দেখায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জ-৩: বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারে সাবেক বিএনপি নেতা হাবিব

বাংলাদেশে জামায়াতকে ‘বন্ধু’ হিসেবে চায় যুক্তরাষ্ট্র, মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি

নির্বাচন ঘিরে টানা চার দিন ছুটি

নবম বেতন কমিশন: সরকারি চাকরিজীবীদের কোন পে স্কেলে বেতন বেড়ে কত হচ্ছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত