Ajker Patrika

গফরগাঁওয়ে ‘মাদকাসক্তের’ হামলায় যুবক নিহত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ১২ মার্চ ২০২৫, ১৪: ৫৮
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘মাদকাসক্ত’ যুবকের হামলায় ইমরান মিয়া (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে পৌরসভার চর শিলাসী কড়ইতলা আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমরান শিলাসী কড়ইতলা আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা। অভিযুক্ত সানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের একটি রোগ নির্ণয় কেন্দ্রের কর্মচারী।

নিহতের পরিবারের অভিযোগ, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে কড়ইতলা আশ্রয়ণ কেন্দ্রের সামনে মাদকসেবী সানি মোটরসাইকেলে বসে ইয়াবা সেবন করে স্থানীয়দের গালাগাল করছিলেন। ইমরান এর প্রতিবাদ করলে সানী ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল থেকে ধাতব কিছু হাতে নিয়ে ইমরানের কাছে পাওনা টাকা দাবি করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে ইমরানকে এলোপাতাড়ি পেটাতে থাকেন সানী। এলাকাবাসী এগিয়ে এলে সানী মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। স্থানীয়রা ইমরানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সানী ও তাঁর লোকজন আবারও মারধর করেন এবং সেই হাসপাতালে চিকিৎসা নিতে বাধা দেন। পরে ইমরানের পরিবারের লোকজন তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তাঁর মৃত্যু হয়।

ইমরানের বোন চম্পা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আবারও মারধর না করলে হয়তো ইমরানকে বাঁচানো যেত।

এ বিষয়ে জানতে চাইলে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ শিবিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন একজন, কার কথা বললেন এনবিআর চেয়ারম্যান

অতিরিক্ত দায়িত্ব পালনে খাওয়ার খরচ চায় পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত