প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে চারজন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছে তিনজন। মৃতদের মধ্যে ময়মনসিংহের বাসিন্দা পাঁচজন এবং জামালপুর জেলার দুজন রয়েছেন।
বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩ জন নারী এবং ৪ জন পুরুষ। চলতি আগষ্ট মাসে এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৩৭৮ জনের মৃত্যু হয়েছে। গড়ে প্রতিদিন এখানে প্রায় ১৫ জন করে মারা যাচ্ছে। এর পূর্বে জুলাই মাসে করোনা ও উপসর্গে ৪৮২ জনের মৃত্যু হয়েছিল।
করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের জাহাঙ্গীর (৫৮), তারাকান্দার রওশন আরা (৫৫), ত্রিশালের আমেনা খাতুন (৭০) এবং জামালপুর সদরের রাবেয়া (৬৫)।
এছাড়াও ময়মনসিংহের গৌরিপুর উপজেলার আব্দুর রহমান (৬৫), ফুলপুরের উসমান আলী (৬৫) এবং জামালপুর সদরের আজিজুল হক (৫৫) বিভিন্ন রকমের করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।
এসব তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান। তিনি জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৯ জন ভর্তিসহ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৯১ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ১২ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া বুধবার সুস্থ হয়ে ২১ জন হাসপাতাল ছেড়ে গেছেন এবং ৫৬ জন ওয়ানস্টপ ফ্লু কর্ণারে সেবা নিয়েছেন।
সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৫৯১টি নমুনা পরীক্ষায় ১১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ৪৬ শতাংশ। বুধবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২০ হাজার ৬৬৫ জন এবং সুস্থ হয়েছেন ১৭ হাজার ৪৯৬ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট ২৬৪ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ২ হাজার ৮১৮ জন হোম আইসোলেশনে রয়েছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে চারজন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছে তিনজন। মৃতদের মধ্যে ময়মনসিংহের বাসিন্দা পাঁচজন এবং জামালপুর জেলার দুজন রয়েছেন।
বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩ জন নারী এবং ৪ জন পুরুষ। চলতি আগষ্ট মাসে এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৩৭৮ জনের মৃত্যু হয়েছে। গড়ে প্রতিদিন এখানে প্রায় ১৫ জন করে মারা যাচ্ছে। এর পূর্বে জুলাই মাসে করোনা ও উপসর্গে ৪৮২ জনের মৃত্যু হয়েছিল।
করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের জাহাঙ্গীর (৫৮), তারাকান্দার রওশন আরা (৫৫), ত্রিশালের আমেনা খাতুন (৭০) এবং জামালপুর সদরের রাবেয়া (৬৫)।
এছাড়াও ময়মনসিংহের গৌরিপুর উপজেলার আব্দুর রহমান (৬৫), ফুলপুরের উসমান আলী (৬৫) এবং জামালপুর সদরের আজিজুল হক (৫৫) বিভিন্ন রকমের করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।
এসব তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান। তিনি জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৯ জন ভর্তিসহ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৯১ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ১২ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া বুধবার সুস্থ হয়ে ২১ জন হাসপাতাল ছেড়ে গেছেন এবং ৫৬ জন ওয়ানস্টপ ফ্লু কর্ণারে সেবা নিয়েছেন।
সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৫৯১টি নমুনা পরীক্ষায় ১১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ৪৬ শতাংশ। বুধবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২০ হাজার ৬৬৫ জন এবং সুস্থ হয়েছেন ১৭ হাজার ৪৯৬ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট ২৬৪ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ২ হাজার ৮১৮ জন হোম আইসোলেশনে রয়েছেন।

দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
৮ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে