ময়মনসিংহ প্রতিনিধি

চাকরিতে কোটাবিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। আজ বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ঢাকা থেকে জামালপুরগামী আন্তনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি দুই ঘণ্টা আটকে রাখেন। শিক্ষার্থীরা বলেন, কোটা পদ্ধতি বাতিল না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলছে চলবেই। পরে বেলা ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শিক্ষার্থী তাইমুল হক বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। কোটাবিরোধী আন্দোলনে আমি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি। আমি নিজেও চাই না কোটার দোহাই দিয়ে কেউ চাকরিতে আসুক। মুক্তিযুদ্ধের এত বছর পরেও কেন কোটা থাকবে। সেটা অবশ্যই সরকারকে বাতিল করতে হবে; না হয় আন্দোলন চলবেই।’
আরেক শিক্ষার্থী ইরান মিয়া বলেন, ‘আমরা দ্বিতীয় দিনের মতো ট্রেন অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। কারণ, আদালত আমাদের বিষয়টি হেয়ালিপণার স্বরূপ দেখছে। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না পূরণ হবে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়া হবে। সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে দুই ঘণ্টা ট্রেন অবরোধ রেখে ছেড়ে দেওয়া হয়েছে।’
ট্রেনের যাত্রী সাইদুল হক বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছা অনেকটাই দুষ্কর হয়ে পড়েছে। সাধারণ যাত্রী হিসেবে আমাদের কেন এত ভোগান্তি পোহাতে হবে। আমার মনে হয় সরকারকে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় সঠিক সিদ্ধান্ত হবে।’
ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক দীপক পাল বলেন, বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে বেলা ১টা ১০ মিনিটের দিকে শিক্ষার্থীরা ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ হয়ে জামালপুর এক্সপ্রেস আন্তনগর ট্রেনটি আটকে বিক্ষোভ করেন। পরে ৩টা ১০ মিনিটের দিকে বিক্ষোভ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বেশ কয়েকটি স্টেশনে ট্রেন আটকে থাকায় এতে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ যাত্রীদের।
এর আগে গতকাল বুধবার ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ শেষে জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করেন বাকৃবি। এতে প্রায় এক ঘণ্টা আটকে থাকে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন।

চাকরিতে কোটাবিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। আজ বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ঢাকা থেকে জামালপুরগামী আন্তনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি দুই ঘণ্টা আটকে রাখেন। শিক্ষার্থীরা বলেন, কোটা পদ্ধতি বাতিল না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলছে চলবেই। পরে বেলা ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শিক্ষার্থী তাইমুল হক বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। কোটাবিরোধী আন্দোলনে আমি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি। আমি নিজেও চাই না কোটার দোহাই দিয়ে কেউ চাকরিতে আসুক। মুক্তিযুদ্ধের এত বছর পরেও কেন কোটা থাকবে। সেটা অবশ্যই সরকারকে বাতিল করতে হবে; না হয় আন্দোলন চলবেই।’
আরেক শিক্ষার্থী ইরান মিয়া বলেন, ‘আমরা দ্বিতীয় দিনের মতো ট্রেন অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। কারণ, আদালত আমাদের বিষয়টি হেয়ালিপণার স্বরূপ দেখছে। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না পূরণ হবে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়া হবে। সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে দুই ঘণ্টা ট্রেন অবরোধ রেখে ছেড়ে দেওয়া হয়েছে।’
ট্রেনের যাত্রী সাইদুল হক বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছা অনেকটাই দুষ্কর হয়ে পড়েছে। সাধারণ যাত্রী হিসেবে আমাদের কেন এত ভোগান্তি পোহাতে হবে। আমার মনে হয় সরকারকে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় সঠিক সিদ্ধান্ত হবে।’
ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক দীপক পাল বলেন, বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে বেলা ১টা ১০ মিনিটের দিকে শিক্ষার্থীরা ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ হয়ে জামালপুর এক্সপ্রেস আন্তনগর ট্রেনটি আটকে বিক্ষোভ করেন। পরে ৩টা ১০ মিনিটের দিকে বিক্ষোভ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বেশ কয়েকটি স্টেশনে ট্রেন আটকে থাকায় এতে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ যাত্রীদের।
এর আগে গতকাল বুধবার ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ শেষে জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করেন বাকৃবি। এতে প্রায় এক ঘণ্টা আটকে থাকে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন।

ঢাকার কেরানীগঞ্জে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন লাখিরচর মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রোহিতপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য বশির উদ্দিন ওরফে বশির মেম্বার (৪৫)
১৫ মিনিট আগে
সাদুল্লাপুরে শারমিন সুলতানা (৩৭) নামের এক নারীকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার ভুক্তভোগী আহত নারীর মামলায় তাঁর সাবেক স্বামী আতাউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২৪ মিনিট আগে
সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নামে থাকা জমি-গাড়ি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
২৯ মিনিট আগে
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার আগরওয়ালার স্ত্রী সবিতা আগরওয়ালার ১ কোটি ১০ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের বাণিজ্যিক স্পেস, দোকান ও জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
৩২ মিনিট আগে