বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম তারা (৫২) ও আবুল হোসেন (৬০) নামে দুজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ও রাত ৯টার দিকে দুর্ঘটনা দুটি ঘটেছে।
নিহত আব্দুল আলিম তারা মেরুচর ইউনিয়নের খেওয়ার চর গ্রামের মৃত দৌলত হোসেন দালানের ছেলে। অপর নিহত আবুল হোসেন পৌর এলাকার চন্দের বনে গ্রামের মৃত তছিম উদ্দিনের ছেলে।
জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে আব্দুল আলিম ইসলামপুরে উপজেলার মোশারফগঞ্জ এলাকায় একটি পেট্রলপাম্প থেকে তেল নিয়ে হাইওয়ে রাস্তার ওপর ওঠার সঙ্গে সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে, পরে ময়মনসিংহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়। এ সময় ময়মনসিংহে নিয়ে যাওয়ার পথে জামালপুরের নান্দিনা এলাকায় মারা যান তিনি।
ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত আব্দুল আলিম তারাকে ময়মনসিংহ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।
অন্যদিকে একই দিনে রাত ৯টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় হাইওয়ে থানার সামনে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী আবুল হোসেন (৬০) নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, গতকাল রাত ৯টার দিকে বাড়ি থেকে সাইকেল চালিয়ে বকশীগঞ্জ বাজারে যাওয়ার পথে আবুল হোসেনকে পেছন থেকে মোটরসাইকেল ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় তাঁকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম তারা (৫২) ও আবুল হোসেন (৬০) নামে দুজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ও রাত ৯টার দিকে দুর্ঘটনা দুটি ঘটেছে।
নিহত আব্দুল আলিম তারা মেরুচর ইউনিয়নের খেওয়ার চর গ্রামের মৃত দৌলত হোসেন দালানের ছেলে। অপর নিহত আবুল হোসেন পৌর এলাকার চন্দের বনে গ্রামের মৃত তছিম উদ্দিনের ছেলে।
জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে আব্দুল আলিম ইসলামপুরে উপজেলার মোশারফগঞ্জ এলাকায় একটি পেট্রলপাম্প থেকে তেল নিয়ে হাইওয়ে রাস্তার ওপর ওঠার সঙ্গে সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে, পরে ময়মনসিংহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়। এ সময় ময়মনসিংহে নিয়ে যাওয়ার পথে জামালপুরের নান্দিনা এলাকায় মারা যান তিনি।
ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত আব্দুল আলিম তারাকে ময়মনসিংহ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।
অন্যদিকে একই দিনে রাত ৯টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় হাইওয়ে থানার সামনে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী আবুল হোসেন (৬০) নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, গতকাল রাত ৯টার দিকে বাড়ি থেকে সাইকেল চালিয়ে বকশীগঞ্জ বাজারে যাওয়ার পথে আবুল হোসেনকে পেছন থেকে মোটরসাইকেল ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় তাঁকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে