বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম তারা (৫২) ও আবুল হোসেন (৬০) নামে দুজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ও রাত ৯টার দিকে দুর্ঘটনা দুটি ঘটেছে।
নিহত আব্দুল আলিম তারা মেরুচর ইউনিয়নের খেওয়ার চর গ্রামের মৃত দৌলত হোসেন দালানের ছেলে। অপর নিহত আবুল হোসেন পৌর এলাকার চন্দের বনে গ্রামের মৃত তছিম উদ্দিনের ছেলে।
জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে আব্দুল আলিম ইসলামপুরে উপজেলার মোশারফগঞ্জ এলাকায় একটি পেট্রলপাম্প থেকে তেল নিয়ে হাইওয়ে রাস্তার ওপর ওঠার সঙ্গে সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে, পরে ময়মনসিংহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়। এ সময় ময়মনসিংহে নিয়ে যাওয়ার পথে জামালপুরের নান্দিনা এলাকায় মারা যান তিনি।
ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত আব্দুল আলিম তারাকে ময়মনসিংহ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।
অন্যদিকে একই দিনে রাত ৯টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় হাইওয়ে থানার সামনে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী আবুল হোসেন (৬০) নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, গতকাল রাত ৯টার দিকে বাড়ি থেকে সাইকেল চালিয়ে বকশীগঞ্জ বাজারে যাওয়ার পথে আবুল হোসেনকে পেছন থেকে মোটরসাইকেল ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় তাঁকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম তারা (৫২) ও আবুল হোসেন (৬০) নামে দুজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ও রাত ৯টার দিকে দুর্ঘটনা দুটি ঘটেছে।
নিহত আব্দুল আলিম তারা মেরুচর ইউনিয়নের খেওয়ার চর গ্রামের মৃত দৌলত হোসেন দালানের ছেলে। অপর নিহত আবুল হোসেন পৌর এলাকার চন্দের বনে গ্রামের মৃত তছিম উদ্দিনের ছেলে।
জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে আব্দুল আলিম ইসলামপুরে উপজেলার মোশারফগঞ্জ এলাকায় একটি পেট্রলপাম্প থেকে তেল নিয়ে হাইওয়ে রাস্তার ওপর ওঠার সঙ্গে সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে, পরে ময়মনসিংহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়। এ সময় ময়মনসিংহে নিয়ে যাওয়ার পথে জামালপুরের নান্দিনা এলাকায় মারা যান তিনি।
ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত আব্দুল আলিম তারাকে ময়মনসিংহ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।
অন্যদিকে একই দিনে রাত ৯টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় হাইওয়ে থানার সামনে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী আবুল হোসেন (৬০) নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, গতকাল রাত ৯টার দিকে বাড়ি থেকে সাইকেল চালিয়ে বকশীগঞ্জ বাজারে যাওয়ার পথে আবুল হোসেনকে পেছন থেকে মোটরসাইকেল ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় তাঁকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
৪৩ মিনিট আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে