ময়মনসিংহ প্রতিনিধি

প্রথমবারের মতো ময়মনসিংহের দুই উপজেলার সীমান্ত দিয়ে বাংলাভাষী ২২ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
গতকাল সোমবার রাত ২টা থেকে ৩টার মধ্যে জেলার ধোবাউড়া ও হালুয়াঘাট সীমান্ত দিয়ে তাঁদের পুশইন করা হয়। তাঁদের মধ্যে রয়েছে ১২ জন নারী, দুই শিশু ও ৮ জন পুরুষ।
বিজিবি জানায়, ধোবাউড়ার মুন্সিপাড়া এলাকার সীমান্ত দিয়ে এক শিশু ও তিন নারীসহ ১২ জনকে পুশইন করলে আটক করে বিজিবি। অন্যদিকে হালুয়াঘাট উপজেলার সূর্যপুর সীমান্ত দিয়ে এক শিশু ও ৯ নারীকে পুশইনের পর আটক করে বিজিবি।
আটককৃতদের দাবি, গত ২৪ মে গুজরাট থেকে সেখানকার পুলিশ তাঁদের আটক করে। এরপর বিভিন্ন সময় তাঁদের মারধর করা হয়। এমনকি তাঁদের কাছ থেকে মোবাইল ফোন, আইডি কার্ড, আধার কার্ডসহ যাবতীয় মালামাল রেখে দেয়।
তাঁরা জানান, তাঁদের বাড়ি বাংলাদেশের নড়াইল, সিরাজগঞ্জ ও খুলনা জেলায়। ২০০৪ সালে দালালের মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে চলে যান তাঁরা। গুজরাটে বিভিন্ন দোকানে কাজ ও ব্যবসা-বাণিজ্য করেন। একপর্যায়ে ভারতীয় নাগরিকত্বও পান। তবে হুট করেই অভিযান চালিয়ে বস্তি ও বিভিন্ন দোকান থেকে তাঁদের আটক করে গুজরাট পুলিশ। কিছুদিন আটকে রেখে সোমবার রাতে মুন্সিপাড়া সীমান্ত দিয়ে তাঁদের বাংলাদেশে পুশইন করেছে। পরে বিজিবি তাঁদের আটক করে।
এ ব্যাপারে বিজিবির ময়মনসিংহ সেক্টরের কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় ভোররাতেই বিএসএফের কাছে আমরা প্রতিবাদলিপি পাঠিয়েছি। আটক ব্যক্তিদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রথমবারের মতো ময়মনসিংহের দুই উপজেলার সীমান্ত দিয়ে বাংলাভাষী ২২ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
গতকাল সোমবার রাত ২টা থেকে ৩টার মধ্যে জেলার ধোবাউড়া ও হালুয়াঘাট সীমান্ত দিয়ে তাঁদের পুশইন করা হয়। তাঁদের মধ্যে রয়েছে ১২ জন নারী, দুই শিশু ও ৮ জন পুরুষ।
বিজিবি জানায়, ধোবাউড়ার মুন্সিপাড়া এলাকার সীমান্ত দিয়ে এক শিশু ও তিন নারীসহ ১২ জনকে পুশইন করলে আটক করে বিজিবি। অন্যদিকে হালুয়াঘাট উপজেলার সূর্যপুর সীমান্ত দিয়ে এক শিশু ও ৯ নারীকে পুশইনের পর আটক করে বিজিবি।
আটককৃতদের দাবি, গত ২৪ মে গুজরাট থেকে সেখানকার পুলিশ তাঁদের আটক করে। এরপর বিভিন্ন সময় তাঁদের মারধর করা হয়। এমনকি তাঁদের কাছ থেকে মোবাইল ফোন, আইডি কার্ড, আধার কার্ডসহ যাবতীয় মালামাল রেখে দেয়।
তাঁরা জানান, তাঁদের বাড়ি বাংলাদেশের নড়াইল, সিরাজগঞ্জ ও খুলনা জেলায়। ২০০৪ সালে দালালের মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে চলে যান তাঁরা। গুজরাটে বিভিন্ন দোকানে কাজ ও ব্যবসা-বাণিজ্য করেন। একপর্যায়ে ভারতীয় নাগরিকত্বও পান। তবে হুট করেই অভিযান চালিয়ে বস্তি ও বিভিন্ন দোকান থেকে তাঁদের আটক করে গুজরাট পুলিশ। কিছুদিন আটকে রেখে সোমবার রাতে মুন্সিপাড়া সীমান্ত দিয়ে তাঁদের বাংলাদেশে পুশইন করেছে। পরে বিজিবি তাঁদের আটক করে।
এ ব্যাপারে বিজিবির ময়মনসিংহ সেক্টরের কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় ভোররাতেই বিএসএফের কাছে আমরা প্রতিবাদলিপি পাঠিয়েছি। আটক ব্যক্তিদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৪ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারিত রয়েছে ২১ জানুয়ারি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ওই তারিখের আগে কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তাঁদের পক্ষে কেউ প্রচারে অংশ নিতে পারবেন না।
৪ ঘণ্টা আগে