নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ধর্ষণচেষ্টাকারীকে দা দিয়ে কুপিয়ে থানায় গিয়ে মামলা করেছেন এক নারী। গত শনিবার দিবাগত রাতে নালিতাবাড়ী থানায় এই মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম নুরুল আমীন (৫০)। তিনি উপজেলার চেল্লাখালী গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।
এদিকে দা দিয়ে কোপানোর অভিযোগে ভুক্তভোগী ওই নারীও হয়েছেন আরেক মামলার আসামি। আজ রোববার সকালে অভিযুক্ত নুরুল আমীনের ছেলে ফরহাদ আমীন বাদী হয়ে তাঁর বাবাকে দা দিয়ে কোপানোর অভিযোগে ওই নারীর বিরুদ্ধে মামলা করেন।
মামলার এজাহার এবং পুলিশ ও ভুক্তভোগী ওই নারীর সঙ্গে কথা বলে জানা গেছে, ওই নারীর স্বামী ঢাকায় থাকেন। তিন সন্তান নিয়ে তিনি বাড়িতেই থাকেন। এই সুযোগে উপজেলার চেল্লাখালী গ্রামের নুরুল আমীন কয়েক দিন ধরে ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। শনিবার রাতে তিনি দুই সন্তানকে রাতের খাবার খাইয়ে ঘুম পাড়ান ও কোলের সন্তানকে নিয়ে জেগে ছিলেন। এ সময় নুরুল আমীন ওই নারীর ঘরে ঢুকে তাঁকে জাপটে ধরেন। ধস্তাধস্তির একপর্যায়ে ওই নারী দা নিয়ে কোপ দেন নুরুল আমীনের শরীরে। তখন আহত অবস্থায় নুরুল আমীন পালিয়ে যান।
রাতে ওই নারী বাদী হয়ে নুরুল আমীনকে আসামি করে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরুল আমীনকে আটক করে।
অপর দিকে রোববার সকালে অভিযুক্ত নুরুল আমীনের ছেলে ফরহাদ আমীন বাদী হয়ে তাঁর বাবাকে দা দিয়ে কোপানোর অভিযোগে ওই নারীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বলেন, নারীর করা মামলার আসামি শেরপুর সদর হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন। সুস্থ হলে তাঁকে আদালতে পাঠানো হবে। অপর দিকে ওই নারীর বিরুদ্ধে মামলা করায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ধর্ষণচেষ্টাকারীকে দা দিয়ে কুপিয়ে থানায় গিয়ে মামলা করেছেন এক নারী। গত শনিবার দিবাগত রাতে নালিতাবাড়ী থানায় এই মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম নুরুল আমীন (৫০)। তিনি উপজেলার চেল্লাখালী গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।
এদিকে দা দিয়ে কোপানোর অভিযোগে ভুক্তভোগী ওই নারীও হয়েছেন আরেক মামলার আসামি। আজ রোববার সকালে অভিযুক্ত নুরুল আমীনের ছেলে ফরহাদ আমীন বাদী হয়ে তাঁর বাবাকে দা দিয়ে কোপানোর অভিযোগে ওই নারীর বিরুদ্ধে মামলা করেন।
মামলার এজাহার এবং পুলিশ ও ভুক্তভোগী ওই নারীর সঙ্গে কথা বলে জানা গেছে, ওই নারীর স্বামী ঢাকায় থাকেন। তিন সন্তান নিয়ে তিনি বাড়িতেই থাকেন। এই সুযোগে উপজেলার চেল্লাখালী গ্রামের নুরুল আমীন কয়েক দিন ধরে ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। শনিবার রাতে তিনি দুই সন্তানকে রাতের খাবার খাইয়ে ঘুম পাড়ান ও কোলের সন্তানকে নিয়ে জেগে ছিলেন। এ সময় নুরুল আমীন ওই নারীর ঘরে ঢুকে তাঁকে জাপটে ধরেন। ধস্তাধস্তির একপর্যায়ে ওই নারী দা নিয়ে কোপ দেন নুরুল আমীনের শরীরে। তখন আহত অবস্থায় নুরুল আমীন পালিয়ে যান।
রাতে ওই নারী বাদী হয়ে নুরুল আমীনকে আসামি করে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরুল আমীনকে আটক করে।
অপর দিকে রোববার সকালে অভিযুক্ত নুরুল আমীনের ছেলে ফরহাদ আমীন বাদী হয়ে তাঁর বাবাকে দা দিয়ে কোপানোর অভিযোগে ওই নারীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বলেন, নারীর করা মামলার আসামি শেরপুর সদর হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন। সুস্থ হলে তাঁকে আদালতে পাঠানো হবে। অপর দিকে ওই নারীর বিরুদ্ধে মামলা করায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
৩ ঘণ্টা আগে