ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলেরঘাট এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা পাথর ভর্তি ড্রাম ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় সাতজন যাত্রী নিহতের ঘটনায় পলাতক ওই বাস চালককে গ্রেপ্তার করেছে সিআইডি। আজ সোমবার সিআইডি হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার সকালে নরসিংদী জেলার মনোহরদী থানার গোতাশিয়া এলাকায় অভিযান চালিয়ে স্যাপার এম. এ রহিম (ঢাকা মেট্রো ব-১১-০১৪৮) বাসের চালক মো. আনসার আলীকে গ্রেপ্তার করে সিআইডি। তাঁর বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলায়। বাবার নাম মৃত লাল মামুন।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত বাসচালক সিআইডিকে জানান, তাঁর বাসটি গত ১৬ অক্টোবর ঢাকার মহাখালী টার্মিনাল থেকে সকাল সাড়ে ১১টার দিকে ৪২ জন যাত্রী নিয়ে শেরপুরের ঝিনাইগাতী বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে ছেড়ে যায়। একই সময়ে একই স্থান হতে সৌখিন পরিবহনের একটি বাস প্রায় ৫০ জন যাত্রী নিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়। তারা প্রতিযোগিতা করে গাড়ি চালাতে থাকে। বাস দুটি ত্রিশাল থানাধীন চেলেরঘাট এলাকায় পৌঁছালে সৌখিন পরিবহন ও স্যাপার এম. এ রহিম বাসের মধ্যে প্রতিযোগিতার একপর্যায়ে স্যাপার এম. এ রহিম পরিবহনের বাসটি রাস্তায় দাঁড়িয়ে থাকা বিকল ড্রাম্প ট্রাকটিতে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তেই বাসটি দুমড়ে মুচড়ে যায়।
সিআইডি জানায়, এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহত আরও ১০ থেকে ১২ জনকে হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনসহ মোট সাতজন মারা যান। ঘটনার সঙ্গে সঙ্গেই ঘাতক বাসচালক আনসার আলী পালিয়ে যান। এ ঘটনায় নিহতদের মধ্যে দুজন শিশু, দুজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন।
নিহতরা হলেন, আজমল মণ্ডল (হজু) (৩০), তাঁর স্ত্রী ফাতেমা বেগম (২৮), ছেলে আব্দুল্লাহ মণ্ডল (৬) ও মেয়ে মারিয়া বেগম (০৮)। তারা সবাই একই পরিবারের। এ ছাড়া অপর নিহতেরা হলেন, ভালুকা উপজেলার নিশিন্দা এলাকার হেলেনা আক্তার (৪০), শেরপুরের নকলা উপজেলার নজরুল (৫৫) ও মিরাজ (৩৫)।
এ ঘটনায় গত ১৭ অক্টোবর নিহতদের পক্ষে মো. তাজ উদ্দিন (৪৮) নামের এক ব্যক্তি ত্রিশাল থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলেরঘাট এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা পাথর ভর্তি ড্রাম ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় সাতজন যাত্রী নিহতের ঘটনায় পলাতক ওই বাস চালককে গ্রেপ্তার করেছে সিআইডি। আজ সোমবার সিআইডি হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার সকালে নরসিংদী জেলার মনোহরদী থানার গোতাশিয়া এলাকায় অভিযান চালিয়ে স্যাপার এম. এ রহিম (ঢাকা মেট্রো ব-১১-০১৪৮) বাসের চালক মো. আনসার আলীকে গ্রেপ্তার করে সিআইডি। তাঁর বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলায়। বাবার নাম মৃত লাল মামুন।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত বাসচালক সিআইডিকে জানান, তাঁর বাসটি গত ১৬ অক্টোবর ঢাকার মহাখালী টার্মিনাল থেকে সকাল সাড়ে ১১টার দিকে ৪২ জন যাত্রী নিয়ে শেরপুরের ঝিনাইগাতী বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে ছেড়ে যায়। একই সময়ে একই স্থান হতে সৌখিন পরিবহনের একটি বাস প্রায় ৫০ জন যাত্রী নিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়। তারা প্রতিযোগিতা করে গাড়ি চালাতে থাকে। বাস দুটি ত্রিশাল থানাধীন চেলেরঘাট এলাকায় পৌঁছালে সৌখিন পরিবহন ও স্যাপার এম. এ রহিম বাসের মধ্যে প্রতিযোগিতার একপর্যায়ে স্যাপার এম. এ রহিম পরিবহনের বাসটি রাস্তায় দাঁড়িয়ে থাকা বিকল ড্রাম্প ট্রাকটিতে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তেই বাসটি দুমড়ে মুচড়ে যায়।
সিআইডি জানায়, এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহত আরও ১০ থেকে ১২ জনকে হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনসহ মোট সাতজন মারা যান। ঘটনার সঙ্গে সঙ্গেই ঘাতক বাসচালক আনসার আলী পালিয়ে যান। এ ঘটনায় নিহতদের মধ্যে দুজন শিশু, দুজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন।
নিহতরা হলেন, আজমল মণ্ডল (হজু) (৩০), তাঁর স্ত্রী ফাতেমা বেগম (২৮), ছেলে আব্দুল্লাহ মণ্ডল (৬) ও মেয়ে মারিয়া বেগম (০৮)। তারা সবাই একই পরিবারের। এ ছাড়া অপর নিহতেরা হলেন, ভালুকা উপজেলার নিশিন্দা এলাকার হেলেনা আক্তার (৪০), শেরপুরের নকলা উপজেলার নজরুল (৫৫) ও মিরাজ (৩৫)।
এ ঘটনায় গত ১৭ অক্টোবর নিহতদের পক্ষে মো. তাজ উদ্দিন (৪৮) নামের এক ব্যক্তি ত্রিশাল থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন।

গাজীপুর মহানগরীর পুবাইল এলাকায় ‘ডাইরেক্ট স্পোর্টস অ্যান্ড লেজারওয়্যার (বিডি) লিমিটেড’ নামের একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার (৭ জানুয়ারি) সকালে কারখানার প্রধান ফটকে এ-সংক্রান্ত নোটিশ দেখতে পেয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা।
১১ মিনিট আগে
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মোকাররম হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ঋণের নামে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও দেশের বাইরে অর্থ পাচারের অপরাধে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তাঁর স্ত্রী রুকমীলা জামান, ইউসিবিএল ব্যাংকের একাধিক কর্মকর্তাসহ ৩৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছিলেন
৩১ মিনিট আগে
ভেজাল গুড় বিক্রি ও খাদ্যে ভেজাল থাকার অভিযোগে সিরাজগঞ্জ শহরের এসএস রোড ও বাজার স্টেশন এলাকায় পাঁচটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৯৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ভেজাল প্রমাণিত হওয়ায় সাত শতাধিক কেজি গুড় জব্দ করে ধ্বংস করা হয়।
৪০ মিনিট আগে
বগুড়ার আদমদীঘিতে শাহানুর খান মিলন নামের এক ব্যবসায়ীর বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার দুপুরে ওই ব্যবসায়ীর স্ত্রী তাসলিমা বেগম আদমদীঘি থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন।
৪২ মিনিট আগে