মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে মো. হাসান আলী নামে এক বীর মুক্তিযোদ্ধা মারা গেছেন। সরকারি ভাতা পাঁচ মাস বন্ধ হওয়ায় অর্থকষ্টে হতাশায় স্ট্রোক করে মারা গেছেন বলে দাবি করেছে তাঁর পরিবার। এ নিয়ে গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বকেয়া ভাতাসহ যাবতীয় পাওনা উত্তরাধিকারী হিসেবে পাওয়ার জন্য আবেদন করেছেন ওই মুক্তিযোদ্ধার স্ত্রী মোছাম্মৎ মরিয়ম বেগম।
আবেদন সূত্রে জানা যায়, ১৬ জুন সকালে পৌরসভার বানীকুঞ্জ বেপারিপাড়ার নিজ বাড়ি মারা যান ওই মুক্তিযোদ্ধা। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে ওই দিন বিকেলে দাফন করা হয়। পাঁচ মাস ধরে ভাতা বন্ধ হওয়ায় হতাশা ও অর্থকষ্টে ছিলেন ওই মুক্তিযোদ্ধা। এতে তিনি স্ট্রোক করে মারা যান বলে উল্লেখ করেছেন।
এ বিষয়ে মুক্তিযোদ্ধার স্ত্রী মোছাম্মৎ মরিয়ম বেগম বলেন, ‘আমার স্বামী দেশের জন্য যুদ্ধ করেছেন। যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। আজ তাঁর সম্মানী ভাতা বন্ধ হওয়ায় তিনি অর্থকষ্টে হতাশায় স্ট্রোক করে মারা গেলেন। এখন আমি পাঁচ মাসের বকেয়াসহ যাবতীয় পাওনা উত্তরাধিকারী হিসেবে পাওয়ার দাবি জানাই।’
এ নিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার ইলিশায় রিছিল বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা মো. হাসান আলী পাঁচ মাস ধরে সরকারি সম্মানী ভাতা পাচ্ছিলেন না। বিষয়টি আমি অবগত ছিলাম না। তিনি বা তাঁর পরিবারের কেউ অভিযোগ করেননি। বিষয়টি অবগত হলে কী কারণে তাঁর ভাতা বন্ধ হলো, সেটি সমাধান করতাম। তাঁর মৃত্যুর খবরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করতে গিয়ে বিষয়টি আমরা জানতে পেরেছি। বীর মুক্তিযোদ্ধা মো. হাসান আলীর পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’

জামালপুরের মাদারগঞ্জে মো. হাসান আলী নামে এক বীর মুক্তিযোদ্ধা মারা গেছেন। সরকারি ভাতা পাঁচ মাস বন্ধ হওয়ায় অর্থকষ্টে হতাশায় স্ট্রোক করে মারা গেছেন বলে দাবি করেছে তাঁর পরিবার। এ নিয়ে গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বকেয়া ভাতাসহ যাবতীয় পাওনা উত্তরাধিকারী হিসেবে পাওয়ার জন্য আবেদন করেছেন ওই মুক্তিযোদ্ধার স্ত্রী মোছাম্মৎ মরিয়ম বেগম।
আবেদন সূত্রে জানা যায়, ১৬ জুন সকালে পৌরসভার বানীকুঞ্জ বেপারিপাড়ার নিজ বাড়ি মারা যান ওই মুক্তিযোদ্ধা। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে ওই দিন বিকেলে দাফন করা হয়। পাঁচ মাস ধরে ভাতা বন্ধ হওয়ায় হতাশা ও অর্থকষ্টে ছিলেন ওই মুক্তিযোদ্ধা। এতে তিনি স্ট্রোক করে মারা যান বলে উল্লেখ করেছেন।
এ বিষয়ে মুক্তিযোদ্ধার স্ত্রী মোছাম্মৎ মরিয়ম বেগম বলেন, ‘আমার স্বামী দেশের জন্য যুদ্ধ করেছেন। যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। আজ তাঁর সম্মানী ভাতা বন্ধ হওয়ায় তিনি অর্থকষ্টে হতাশায় স্ট্রোক করে মারা গেলেন। এখন আমি পাঁচ মাসের বকেয়াসহ যাবতীয় পাওনা উত্তরাধিকারী হিসেবে পাওয়ার দাবি জানাই।’
এ নিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার ইলিশায় রিছিল বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা মো. হাসান আলী পাঁচ মাস ধরে সরকারি সম্মানী ভাতা পাচ্ছিলেন না। বিষয়টি আমি অবগত ছিলাম না। তিনি বা তাঁর পরিবারের কেউ অভিযোগ করেননি। বিষয়টি অবগত হলে কী কারণে তাঁর ভাতা বন্ধ হলো, সেটি সমাধান করতাম। তাঁর মৃত্যুর খবরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করতে গিয়ে বিষয়টি আমরা জানতে পেরেছি। বীর মুক্তিযোদ্ধা মো. হাসান আলীর পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’

নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছে। আজ শনিবার বিকেলে ফতুল্লার শিহাচর হাজিবাড়ি মোড় এলাকায় এ সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে
দক্ষিণ বনশ্রীর এল-ব্লকের প্রীতম ভিলা নামের একটি ভবন থেকে আজ শনিবার বিকেলে ফাতেমার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম।
১ ঘণ্টা আগে
কক্সবাজারে টেকনাফে জেলেদের জালে ধরা পড়েছে ১০৯ মণ ছুরি মাছ। আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সাগর থেকে এই বিপুল পরিমাণ মাছ ধরেন তাঁরা। একসঙ্গে এত মাছ ধরা পড়ায় টেকনাফ মহেশখালীয়াপাড়া নৌকা ঘাটে জেলে, নৌকার মালিক ও মাছ ব্যবসায়ীদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুরে রিয়াদ খান নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা প্যারোলে মুক্তি পেয়ে তাঁর বাবার জানাজা পড়িয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার উয়ার্শী ইউনিয়নের উয়ার্শী কবরস্থানে বাবার জানাজা পড়ান তিনি।
২ ঘণ্টা আগে