ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে যুবলীগের নেতা-কর্মীদের হামলায় আব্দুর রাজ্জাক রাকিব (২৪) নামের এক যুবকের মৃত্যু ও দুই বাসচালক আহত হওয়ার ঘটনায় মযমনসিংহে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। গতকাল শনিবার রাতে ময়মনসিংহ-শম্ভুগঞ্জ সড়কে ওই হামলার ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক রাকিব নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি এলাকার ওসমান গণির ছেলে। আহত ব্যক্তিরা হলেন একই এলাকার জায়েদ উদ্দিনের ছেলে সাদেক আলী (৩২) ও ৩৩ নম্বর ওয়ার্ডের চর ঝাউগড়া এলাকার মৃত আক্তার আলীর ছেলে শহিদ মিয়া (৪০)। আহত দুজনই বাসচালক।
ওই ঘটনার প্রতিবাদে আজ রোববার সকাল থেকে ময়মনসিংহের সব আঞ্চলিক সড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ রাখা হয়।
ময়মনসিংহ মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন চানু বলেন, ‘গতকাল শনিবার রাত ৮টার দিকে ময়মনসিংহ-শম্ভুগঞ্জ সড়কের চায়না মোড় এলাকার টুলবক্সে বিনা কারণে আব্দুর রাজ্জাক রাকিব নামের এক যুবককে খুন করা হয়। এ সময় হামলায় বাসচালক সাদেক আলী ও শহিদ মিয়া আহত হন। এ ঘটনায় সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা শ্রমিক ইউনিয়ন এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন করব।’
এ বিষয়ে মাসকান্দা বাস টার্মিনালের এনা পরিবহনের সহকারী ম্যানেজার আলম মিয়া বলেন, শ্রমিক ইউনিয়নের নির্দেশে সকাল থেকে টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। তবে ঢাকা থেকে ছেড়ে আসা বাস টার্মিনালে ঢুকছে। কখন বাস চলবে শ্রমিক ইউনিয়ন বলতে পারবে।
গতকাল শনিবার রাত ৮টার দিকে নগরীর চায়না মোড় এলাকার টুলবক্স এলাকায় নগরীর চরপাড়া এলাকার যুবলীগ নেতা শাওন পারভেজ ও তাঁর নেতা-কর্মীরা সাইড না দেওয়ায় এক ট্রাকচালককে মারধর করছিল। এ সময় স্থানীয় বাস চালকসহ অন্যরা ঝগড়া থামাতে আসেন। তাতে শাওন পারভেজ ও তাঁর কর্মীরা কুপিয়ে ও ছুরিকাঘাত করে আব্দুর রাজ্জাক রাকিব, সাদেক আলী, শহিদ মিয়া নামের তিনজনকে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রাজ্জাক রাকিবকে মৃত ঘোষণা করেন। তবে অপর দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ আজকের পত্রিকাকে বলেন, এই ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করার বিষয়ে শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা হচ্ছে।

ময়মনসিংহে যুবলীগের নেতা-কর্মীদের হামলায় আব্দুর রাজ্জাক রাকিব (২৪) নামের এক যুবকের মৃত্যু ও দুই বাসচালক আহত হওয়ার ঘটনায় মযমনসিংহে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। গতকাল শনিবার রাতে ময়মনসিংহ-শম্ভুগঞ্জ সড়কে ওই হামলার ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক রাকিব নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি এলাকার ওসমান গণির ছেলে। আহত ব্যক্তিরা হলেন একই এলাকার জায়েদ উদ্দিনের ছেলে সাদেক আলী (৩২) ও ৩৩ নম্বর ওয়ার্ডের চর ঝাউগড়া এলাকার মৃত আক্তার আলীর ছেলে শহিদ মিয়া (৪০)। আহত দুজনই বাসচালক।
ওই ঘটনার প্রতিবাদে আজ রোববার সকাল থেকে ময়মনসিংহের সব আঞ্চলিক সড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ রাখা হয়।
ময়মনসিংহ মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন চানু বলেন, ‘গতকাল শনিবার রাত ৮টার দিকে ময়মনসিংহ-শম্ভুগঞ্জ সড়কের চায়না মোড় এলাকার টুলবক্সে বিনা কারণে আব্দুর রাজ্জাক রাকিব নামের এক যুবককে খুন করা হয়। এ সময় হামলায় বাসচালক সাদেক আলী ও শহিদ মিয়া আহত হন। এ ঘটনায় সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা শ্রমিক ইউনিয়ন এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন করব।’
এ বিষয়ে মাসকান্দা বাস টার্মিনালের এনা পরিবহনের সহকারী ম্যানেজার আলম মিয়া বলেন, শ্রমিক ইউনিয়নের নির্দেশে সকাল থেকে টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। তবে ঢাকা থেকে ছেড়ে আসা বাস টার্মিনালে ঢুকছে। কখন বাস চলবে শ্রমিক ইউনিয়ন বলতে পারবে।
গতকাল শনিবার রাত ৮টার দিকে নগরীর চায়না মোড় এলাকার টুলবক্স এলাকায় নগরীর চরপাড়া এলাকার যুবলীগ নেতা শাওন পারভেজ ও তাঁর নেতা-কর্মীরা সাইড না দেওয়ায় এক ট্রাকচালককে মারধর করছিল। এ সময় স্থানীয় বাস চালকসহ অন্যরা ঝগড়া থামাতে আসেন। তাতে শাওন পারভেজ ও তাঁর কর্মীরা কুপিয়ে ও ছুরিকাঘাত করে আব্দুর রাজ্জাক রাকিব, সাদেক আলী, শহিদ মিয়া নামের তিনজনকে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রাজ্জাক রাকিবকে মৃত ঘোষণা করেন। তবে অপর দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ আজকের পত্রিকাকে বলেন, এই ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করার বিষয়ে শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৩ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে