সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জোয়ারে নদীর পানি বেড়ে জামালপুরের সরিষাবাড়ীতে যমুনার পূর্ব পাড়ে ভাঙন দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে পড়েছে সরিষাবাড়ী-ভুয়াপুর মহাসড়কসহ বিভিন্ন স্থাপনা। ভাঙন রোধে শিগগিরই ব্যবস্থা নেওয়া জরুরি বলে জানান স্থানীয়রা।
আজ রোববার দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের কাওয়ামারা গ্রামের বটতলা এলাকায় গিয়ে দেখা গেছে, হঠাৎ জোয়ারে যমুনার পানি বেড়ে নদীর পূর্বপাড়ে ভাঙন দেখা দিয়েছে। যমুনার এ ভাঙনে পূর্বপাড়ের ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ সরিষাবাড়ী-ভুয়াপুর মহাসড়ক ঝুঁকিতে পড়েছে।
তীরে বসবাসকারীরা পানি বাড়ায় দুশ্চিন্তায় পড়েছেন। শিগগিরই এ ভাঙনরোধে ব্যবস্থা না নিলে ভরা মৌসুমে ভাঙন আরও তীব্র হয়ে উঠবে। এতে বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাবে। ফলে নদীর পূর্বপাড়ে বসবাসকারীরা আশ্রয়হীন হয়ে পড়বে বলে আশঙ্কা তাঁদের। এ ছাড়াও পাড় ভেঙে যাওয়ায় নদী পথে চলাচলকারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কাওয়ামারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. কাশেম আলী, পোলট্রি খাদ্য ও ওষুধ ব্যবসায়ী মামুনুর রশিদ মিন্টু, ব্যবসায়ী হায়দার আলী, নিজাম উদ্দিন, হারুন, ময়নাল হকসহ স্থানীয়রা জানান, গত কয়েক দিনের জোয়ারে যমুনার পানি বেড়ে গেছে। এতে যমুনার পূর্বপাড়ের কাওয়ামারা এলাকার বটতলায় ভাঙন দেখা দিয়েছে। এতে তাঁদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
এ ভাঙন তীব্র আকার ধারণ করলে সরিষাবাড়ী-ভূয়াপুর মহাসড়ক ভেঙে যান চলাচল বন্ধ হয়ে পড়বে। নদীর পাড়ে ভাঙন ধরায় নদী পথে চলাচল করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান তাঁরা।
এ বিষয়ে পিংনা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ড সদস্য জামাল উদ্দিন বলেন, ভাঙনের বিষয়টি ইউনিয়ন পরিষদে আলোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ভাঙনের বিষয়টি তার জানা ছিল না। ভাঙনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জোয়ারে নদীর পানি বেড়ে জামালপুরের সরিষাবাড়ীতে যমুনার পূর্ব পাড়ে ভাঙন দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে পড়েছে সরিষাবাড়ী-ভুয়াপুর মহাসড়কসহ বিভিন্ন স্থাপনা। ভাঙন রোধে শিগগিরই ব্যবস্থা নেওয়া জরুরি বলে জানান স্থানীয়রা।
আজ রোববার দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের কাওয়ামারা গ্রামের বটতলা এলাকায় গিয়ে দেখা গেছে, হঠাৎ জোয়ারে যমুনার পানি বেড়ে নদীর পূর্বপাড়ে ভাঙন দেখা দিয়েছে। যমুনার এ ভাঙনে পূর্বপাড়ের ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ সরিষাবাড়ী-ভুয়াপুর মহাসড়ক ঝুঁকিতে পড়েছে।
তীরে বসবাসকারীরা পানি বাড়ায় দুশ্চিন্তায় পড়েছেন। শিগগিরই এ ভাঙনরোধে ব্যবস্থা না নিলে ভরা মৌসুমে ভাঙন আরও তীব্র হয়ে উঠবে। এতে বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাবে। ফলে নদীর পূর্বপাড়ে বসবাসকারীরা আশ্রয়হীন হয়ে পড়বে বলে আশঙ্কা তাঁদের। এ ছাড়াও পাড় ভেঙে যাওয়ায় নদী পথে চলাচলকারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কাওয়ামারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. কাশেম আলী, পোলট্রি খাদ্য ও ওষুধ ব্যবসায়ী মামুনুর রশিদ মিন্টু, ব্যবসায়ী হায়দার আলী, নিজাম উদ্দিন, হারুন, ময়নাল হকসহ স্থানীয়রা জানান, গত কয়েক দিনের জোয়ারে যমুনার পানি বেড়ে গেছে। এতে যমুনার পূর্বপাড়ের কাওয়ামারা এলাকার বটতলায় ভাঙন দেখা দিয়েছে। এতে তাঁদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
এ ভাঙন তীব্র আকার ধারণ করলে সরিষাবাড়ী-ভূয়াপুর মহাসড়ক ভেঙে যান চলাচল বন্ধ হয়ে পড়বে। নদীর পাড়ে ভাঙন ধরায় নদী পথে চলাচল করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান তাঁরা।
এ বিষয়ে পিংনা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ড সদস্য জামাল উদ্দিন বলেন, ভাঙনের বিষয়টি ইউনিয়ন পরিষদে আলোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ভাঙনের বিষয়টি তার জানা ছিল না। ভাঙনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৬ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে