হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় তামিম (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই ছাত্র।
আজ বুধবার দুপুরে উপজেলার ধারা ইউনিয়নের হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের দরিনগুয়া মিলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার তদন্ত (পরিদর্শক) আবুল হাসেম।
নিহত তামিম উপজেলার নড়াইল ইউনিয়নের খরমা এলাকার মুজিবুর রহমান এমএলের ছেলে। তামিমের এ বছর খরমা এলাকার খরমা বি কে কে উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
আহতেরা একই ইউনিয়নের বাঘমার এলাকার দুদু মিয়ার ছেলে রাতুল (১৬) ও একই এলাকার জয়নাল আবেদিনের পুত্র লিটন (১৬)। তাদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয়ের শিক্ষক সূত্রে জানা গেছে, তামিমসহ তিন বন্ধু মিলে বুধবার বিকেলে মোটরসাইকেলে খরমা থেকে উপজেলা সদরের দিকে যাচ্ছিল। এ সময় ধারা এলাকার দরিনগুয়া এলাকার মিলগেট স্থানে পৌঁছালে তাদের মোটরসাইকেলের সামনে থাকা একটি অটোরিকশা যাত্রী তোলার জন্য আচমকা থামালে নিয়ন্ত্রণ হারিয়ে ওই অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগলে তিনজনই ছিটেকে সড়কের মাঝে পড়ে যায়। এ সময় পেছন থেকে হালুয়াঘাটগামী একটি সিএনজিচালিত অটোরিকশা মুহূর্তে চলে আসায় নিয়ন্ত্রণ না রাখতে পেরে তাদের ওপর দিয়ে উঠিয়ে দিয়ে পৃষ্ট করে চলে যায়।
ঘটনাস্থলে তামিম মারা যায়। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় মমেক হাসপাতালে পাঠান চিকিৎসক।
খরমা বি কে কে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন বলেন, তামিম এসএসসি পরীক্ষার্থী ছিল। আহত দুজনকে মমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিদর্শক আবুল হাসেম জানান, খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ময়মনসিংহের হালুয়াঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় তামিম (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই ছাত্র।
আজ বুধবার দুপুরে উপজেলার ধারা ইউনিয়নের হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের দরিনগুয়া মিলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার তদন্ত (পরিদর্শক) আবুল হাসেম।
নিহত তামিম উপজেলার নড়াইল ইউনিয়নের খরমা এলাকার মুজিবুর রহমান এমএলের ছেলে। তামিমের এ বছর খরমা এলাকার খরমা বি কে কে উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
আহতেরা একই ইউনিয়নের বাঘমার এলাকার দুদু মিয়ার ছেলে রাতুল (১৬) ও একই এলাকার জয়নাল আবেদিনের পুত্র লিটন (১৬)। তাদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয়ের শিক্ষক সূত্রে জানা গেছে, তামিমসহ তিন বন্ধু মিলে বুধবার বিকেলে মোটরসাইকেলে খরমা থেকে উপজেলা সদরের দিকে যাচ্ছিল। এ সময় ধারা এলাকার দরিনগুয়া এলাকার মিলগেট স্থানে পৌঁছালে তাদের মোটরসাইকেলের সামনে থাকা একটি অটোরিকশা যাত্রী তোলার জন্য আচমকা থামালে নিয়ন্ত্রণ হারিয়ে ওই অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগলে তিনজনই ছিটেকে সড়কের মাঝে পড়ে যায়। এ সময় পেছন থেকে হালুয়াঘাটগামী একটি সিএনজিচালিত অটোরিকশা মুহূর্তে চলে আসায় নিয়ন্ত্রণ না রাখতে পেরে তাদের ওপর দিয়ে উঠিয়ে দিয়ে পৃষ্ট করে চলে যায়।
ঘটনাস্থলে তামিম মারা যায়। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় মমেক হাসপাতালে পাঠান চিকিৎসক।
খরমা বি কে কে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন বলেন, তামিম এসএসসি পরীক্ষার্থী ছিল। আহত দুজনকে মমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিদর্শক আবুল হাসেম জানান, খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রাকের চাপায় মো. মোতালেব মুন্সি (১৯) নামের ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। গতকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালাইয়া ইউনিয়নের পঞ্চায়েত বাড়ি মসজিদের সামনে বাউফল-দশমিনা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির কাছ থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধ না করেই ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি গোপনে ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স জয়নব ট্রেডিং লিমিটেডের বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের এক পাশে সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার কক্ষ (ওটি)। অন্য পাশের একটি কক্ষে রাখা হয় প্রসূতিদের। কিন্তু প্রসূতি ও নবজাতকদের সংক্রমণ ঝুঁকিতে ফেলে স্পর্শকাতর এই ওয়ার্ডের মধ্যেই নিয়মিত রান্নাবান্না ও খাওয়া-দাওয়া করছেন হাসপাতালের নার্সরা।
৫ ঘণ্টা আগে
ঢাকা শহরের উত্তর থেকে দক্ষিণে নির্বিঘ্নে যান চলাচলের লক্ষ্য নিয়ে ৪৬.৭৩ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ ১৪ বছর ধরে চলমান। ২০২৩ ও ২০২৪ সালে আংশিকভাবে যান চলাচলের জন্য চালু হলেও নানা জটিলতায় প্রকল্পের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।
৬ ঘণ্টা আগে