মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে শতাধিক ব্যক্তিকে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার অনুপ্রবেশের দায়ে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জানা গেছে, জেলার কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত দিয়ে ১৫ জন, পাল্লাতল ও লাতু সীমান্ত দিয়ে ৫৫-৫৮ জন ও কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ২৫-৩০ জন অনুপ্রবেশ করেছে বলে খবর পাওয়া গেছে। কমলগঞ্জের ধলই সীমান্তে ১৫ জন আটক ব্যক্তিদের মধ্যে ৯ জন পুরুষ, ৩ নারী ও ৩টি শিশু রয়েছে। এদিকে মুরইছড়া সীমান্ত দিয়ে আসা অনেকে বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়েছে।
ধলই সীমান্তে আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, পাঁচ বছর ধরে তাঁরা ভারতের আসামে বসবাস করেছেন। হঠাৎ পুলিশ তাঁদের ঘরবাড়ি ভেঙে দিয়ে হেলিকপ্টারে করে ত্রিপুরার মানিক ভান্ডার এলাকায় নিয়ে এসে বিএসএফের হাতে তুলে দেয়। তাঁদের বাড়ি নড়াইল, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় বলে দাবি করেছেন তাঁরা।
আটক ব্যক্তিরা আরও জানান, তাঁদের সঙ্গে অনেকে ছিল। এই সংখ্যা তিন শতাধিক হবে। বিএসএফ তাঁদের কয়েকজনকে ধলই সীমান্ত দিয়ে গেট খুলে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। অন্যদের কোন সীমান্তে নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে তাঁরা কিছু বলতে পারেননি।
জানতে চাইলে মাধবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী সদস্য বিনা রানী দেব আজকের পত্রিকাকে জানান, ধলই সীমান্তে আটক লোকদের প্রথমে বিজিবি ক্যাম্প থেকে থানায় নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলার সময় তিনি উপস্থিত ছিলেন। তবে পরবর্তী সময়ে তাঁদের আর থানায় নেওয়া হয়নি।
মাধবপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শীব নারায়ণ শীল বলেন, বিএসএফ ১৫ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে। বিজিবি তাদের আটক করে নিয়ে গেছে। এদিকে সীমান্তে অনুপ্রবেশের জন্য অনেক লোক জড়ো হয়েছে বলে খবর পাওয়া গেছে।
উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লাতু সীমান্ত থেকে ৩২ জনকে শ্রমিকেরা আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে। এ ছাড়া পাল্লাতাল সীমান্ত দিয়ে শুনেছি আরও ২৩ জন এসেছে।’
কুলাউড়ার কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হেলাল আহমদ বলেন, ‘আমরা শুনেছি, মুরইছড়া সীমান্তবর্তী পাহাড় দিয়ে ২৫-৩০ জন এসেছে। কেউ নির্দিষ্ট সংখ্যা বলতে পারছে না। সিসিটিভি ক্যামেরায় এক জায়গায় আমরা চারজনকে দেখেছি।’
এ বিষয়ে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকারিয়া বলেন, আটক ব্যক্তিরা সবাই বাংলা ভাষায় কথা বলছে। যাচাই-বাছাই করে তাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার পর মৌলভীবাজার জেলার সব সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কুলাউড়ার কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হেলাল আহমদ বলেন, ‘আমরা শুনেছি, মুরইছড়া সীমান্তবর্তী পাহাড় দিয়ে ২৫-৩০ জন এসেছে। কেউ নির্দিষ্ট সংখ্যা বলতে পারছে না। সিসিটিভি ক্যামেরায় এক জায়গায় আমরা চারজনকে দেখেছি।’

মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে শতাধিক ব্যক্তিকে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার অনুপ্রবেশের দায়ে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জানা গেছে, জেলার কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত দিয়ে ১৫ জন, পাল্লাতল ও লাতু সীমান্ত দিয়ে ৫৫-৫৮ জন ও কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ২৫-৩০ জন অনুপ্রবেশ করেছে বলে খবর পাওয়া গেছে। কমলগঞ্জের ধলই সীমান্তে ১৫ জন আটক ব্যক্তিদের মধ্যে ৯ জন পুরুষ, ৩ নারী ও ৩টি শিশু রয়েছে। এদিকে মুরইছড়া সীমান্ত দিয়ে আসা অনেকে বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়েছে।
ধলই সীমান্তে আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, পাঁচ বছর ধরে তাঁরা ভারতের আসামে বসবাস করেছেন। হঠাৎ পুলিশ তাঁদের ঘরবাড়ি ভেঙে দিয়ে হেলিকপ্টারে করে ত্রিপুরার মানিক ভান্ডার এলাকায় নিয়ে এসে বিএসএফের হাতে তুলে দেয়। তাঁদের বাড়ি নড়াইল, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় বলে দাবি করেছেন তাঁরা।
আটক ব্যক্তিরা আরও জানান, তাঁদের সঙ্গে অনেকে ছিল। এই সংখ্যা তিন শতাধিক হবে। বিএসএফ তাঁদের কয়েকজনকে ধলই সীমান্ত দিয়ে গেট খুলে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। অন্যদের কোন সীমান্তে নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে তাঁরা কিছু বলতে পারেননি।
জানতে চাইলে মাধবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী সদস্য বিনা রানী দেব আজকের পত্রিকাকে জানান, ধলই সীমান্তে আটক লোকদের প্রথমে বিজিবি ক্যাম্প থেকে থানায় নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলার সময় তিনি উপস্থিত ছিলেন। তবে পরবর্তী সময়ে তাঁদের আর থানায় নেওয়া হয়নি।
মাধবপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শীব নারায়ণ শীল বলেন, বিএসএফ ১৫ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে। বিজিবি তাদের আটক করে নিয়ে গেছে। এদিকে সীমান্তে অনুপ্রবেশের জন্য অনেক লোক জড়ো হয়েছে বলে খবর পাওয়া গেছে।
উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লাতু সীমান্ত থেকে ৩২ জনকে শ্রমিকেরা আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে। এ ছাড়া পাল্লাতাল সীমান্ত দিয়ে শুনেছি আরও ২৩ জন এসেছে।’
কুলাউড়ার কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হেলাল আহমদ বলেন, ‘আমরা শুনেছি, মুরইছড়া সীমান্তবর্তী পাহাড় দিয়ে ২৫-৩০ জন এসেছে। কেউ নির্দিষ্ট সংখ্যা বলতে পারছে না। সিসিটিভি ক্যামেরায় এক জায়গায় আমরা চারজনকে দেখেছি।’
এ বিষয়ে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকারিয়া বলেন, আটক ব্যক্তিরা সবাই বাংলা ভাষায় কথা বলছে। যাচাই-বাছাই করে তাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার পর মৌলভীবাজার জেলার সব সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কুলাউড়ার কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হেলাল আহমদ বলেন, ‘আমরা শুনেছি, মুরইছড়া সীমান্তবর্তী পাহাড় দিয়ে ২৫-৩০ জন এসেছে। কেউ নির্দিষ্ট সংখ্যা বলতে পারছে না। সিসিটিভি ক্যামেরায় এক জায়গায় আমরা চারজনকে দেখেছি।’

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে