শ্রীমঙ্গল প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক চা শ্রমিক ও এক সিকিউরিটি গার্ডের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে ও আজ শনিবার বিকেলে উপজেলার পৃথক স্থান থেকে লাশ দুটি উদ্ধারের ঘটনা ঘটে।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‘স্থানীয় লোক মারফত খবর পেয়ে আজ বিকেলে শ্রীমঙ্গলের ভুরভুরিয়া ছড়া থেকে রাম রতন রবি দাশ (৩৫) এক চা শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি জেলার কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানে।’
পুলিশ জানায়, রাম রতন শ্রীমঙ্গল কাকিয়াছড়া চা বাগানে আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন।
শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘লাশের সুরতহাল প্রতিবেদনে আঘাতের চিহ্ন নেই। তবে শরীরের বেশ কিছু অংশ নীল হয়ে গেছে। ঘটনাস্থল এলাকায় একটি সাপ দেখেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, রাম রতনকে সাপেও কামড় দিতে পারে। তবে লাশের ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।’
এদিকে গতকাল রাতে শ্রীমঙ্গল ভুনবীর ইউনিয়নের আলিসারকুল এলাকায় অবস্থিত অলিলা গ্লাস ইন্ডাস্ট্রিজের একটি ভবন থেকে ওই প্রতিষ্ঠানটির সিকিউরিটি ইনচার্জ মো. আব্দুর রউফের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ওই ভবনের একটি কক্ষে গলায় লুঙ্গি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলছিল মরদেহ। এ সময় একটি চিরকুট পাওয়া যায়, সেখানে লিখা আছে-আর্থিকভাবে ঋণগ্রস্ত ও স্ত্রীর সঙ্গে মনোমালিন্য থাকায় তিনি স্বেচ্ছায় আত্মহত্যা করেছেন। আব্দুর রউফের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার থাওইল গ্রামে। তাঁর বাবার নাম মো. নওশের আলী। এ বিষয়ে শ্রীমঙ্গল থানায় একটি অপমৃত্যুর মামলা হলেও বিষয়টি তদন্তাধীন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক চা শ্রমিক ও এক সিকিউরিটি গার্ডের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে ও আজ শনিবার বিকেলে উপজেলার পৃথক স্থান থেকে লাশ দুটি উদ্ধারের ঘটনা ঘটে।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‘স্থানীয় লোক মারফত খবর পেয়ে আজ বিকেলে শ্রীমঙ্গলের ভুরভুরিয়া ছড়া থেকে রাম রতন রবি দাশ (৩৫) এক চা শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি জেলার কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানে।’
পুলিশ জানায়, রাম রতন শ্রীমঙ্গল কাকিয়াছড়া চা বাগানে আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন।
শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘লাশের সুরতহাল প্রতিবেদনে আঘাতের চিহ্ন নেই। তবে শরীরের বেশ কিছু অংশ নীল হয়ে গেছে। ঘটনাস্থল এলাকায় একটি সাপ দেখেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, রাম রতনকে সাপেও কামড় দিতে পারে। তবে লাশের ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।’
এদিকে গতকাল রাতে শ্রীমঙ্গল ভুনবীর ইউনিয়নের আলিসারকুল এলাকায় অবস্থিত অলিলা গ্লাস ইন্ডাস্ট্রিজের একটি ভবন থেকে ওই প্রতিষ্ঠানটির সিকিউরিটি ইনচার্জ মো. আব্দুর রউফের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ওই ভবনের একটি কক্ষে গলায় লুঙ্গি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলছিল মরদেহ। এ সময় একটি চিরকুট পাওয়া যায়, সেখানে লিখা আছে-আর্থিকভাবে ঋণগ্রস্ত ও স্ত্রীর সঙ্গে মনোমালিন্য থাকায় তিনি স্বেচ্ছায় আত্মহত্যা করেছেন। আব্দুর রউফের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার থাওইল গ্রামে। তাঁর বাবার নাম মো. নওশের আলী। এ বিষয়ে শ্রীমঙ্গল থানায় একটি অপমৃত্যুর মামলা হলেও বিষয়টি তদন্তাধীন।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
৬ মিনিট আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে