Ajker Patrika

শ্রীমঙ্গলের এক মণ্ডপে ৫ দিন আগেই শুরু হলো দুর্গাপূজা

শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলের এক মণ্ডপে ৫ দিন আগেই শুরু হলো দুর্গাপূজা

আগামী ২০ অক্টোবর থেকে সারা দেশেই পালিত হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গোৎসব। এ উপলক্ষে দেশের বিভিন্ন মণ্ডপগুলোতে এখনো প্রতিমা তৈরি ও অলংকরণের কাজ চললেও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি মণ্ডপে শুরু হয়েছে পূজাপালন। বৈদিক রীতি অনুযায়ী দেবী দুর্গার ৯টি রূপের পৃথক পৃথক প্রতিমা তৈরি করে, ৯ দিনব্যাপী পূজা শুরু হয়েছে ওই মণ্ডপে।

আজ রোববার শ্রীমঙ্গলের সাতগাঁও ইউনিয়নের ইছামতি চা বাগানের মঙ্গলচন্ডির থলিতে শুরু হয়েছে এই পূজা।

সরেজমিনে দেখা যায়, পূজায় অংশ নিতে দেখতে ওই মণ্ডপে ভিড় করছেন পুণ্যার্থীরা। ঢাকের বাদ্যে মুখরিত হয়ে উঠেছে মণ্ডপ।

হবিগঞ্জ থেকে এই মন্দিরে আসা ভক্ত রীনা রানী দেব আজকের পত্রিকাকে বলেন, ‘এই মণ্ডপটি খুবই জাগ্রত। এটি প্রায় ৫ শ’ বছরের পুরোনো দেবস্থলী। এখানে একমনে মা দুর্গার কাছে কিছু চাইলে ফল পাওয়া যায়।’

এ পূজার প্রধান পুরোহিত দীপংকর ভট্টাচার্য আজকের পত্রিকাকে বলেন, ‘আজ রোববার দেবীর শৈলপুত্রী রূপে পূজা হয়েছে। আগামীকাল সোমবার হবে ব্রহ্মচারীনি রূপে, এরপর চন্দ্রঘণ্টা, কুষ্মান্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কাল রাত্রি, মহা গৌরী, সিদ্ধিদাত্রী রূপে ৯ দিনব্যাপী পূজার্চনা হবে। দশমীর দিন হবে বিসর্জন।’

এ বিষয়ে নবদুর্গা পূজা কমিটির সভাপতি পরিমল ভৌমিক জানান, বিগত ১৪ বছর ধরে শ্রীমঙ্গলের প্রাচীন দেবস্থলী শ্রী শ্রী মঙ্গল চন্ডীর থলিতে এ আয়োজন করা হয়। এই মণ্ডপে প্রতিদিন মানুষের মধ্যে সৃষ্ট আসুরিক শক্তি দূর হওয়ার পাশাপাশি বিশ্ব শান্তি কামনায় দেবী দুর্গার কাছে বিশেষ প্রার্থনা করা হয়। 

আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, শ্রীমঙ্গলের প্রত্যেকটি পূজামণ্ডপে সাদা পোশাকে একজন পুলিশ উপপরিদর্শক (এসআই) ও একজন আনসার সদস্য সংযুক্ত করে দেওয়া হয়েছে। এ ছাড়া দেশের একমাত্র এই মণ্ডপেই দেবী দুর্গার ৯টি রূপে আড়ম্বরপূর্ণ পূজার আয়োজন করা হয়। তাই এখানে সারা দেশ থেকে হাজার হাজার মানুষের ভিড় হয়। এখানে নিরাপত্তার বিষয়টি জোরদার রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত