শ্রীমঙ্গল প্রতিনিধি

আগামী ২০ অক্টোবর থেকে সারা দেশেই পালিত হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গোৎসব। এ উপলক্ষে দেশের বিভিন্ন মণ্ডপগুলোতে এখনো প্রতিমা তৈরি ও অলংকরণের কাজ চললেও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি মণ্ডপে শুরু হয়েছে পূজাপালন। বৈদিক রীতি অনুযায়ী দেবী দুর্গার ৯টি রূপের পৃথক পৃথক প্রতিমা তৈরি করে, ৯ দিনব্যাপী পূজা শুরু হয়েছে ওই মণ্ডপে।
আজ রোববার শ্রীমঙ্গলের সাতগাঁও ইউনিয়নের ইছামতি চা বাগানের মঙ্গলচন্ডির থলিতে শুরু হয়েছে এই পূজা।
সরেজমিনে দেখা যায়, পূজায় অংশ নিতে দেখতে ওই মণ্ডপে ভিড় করছেন পুণ্যার্থীরা। ঢাকের বাদ্যে মুখরিত হয়ে উঠেছে মণ্ডপ।
হবিগঞ্জ থেকে এই মন্দিরে আসা ভক্ত রীনা রানী দেব আজকের পত্রিকাকে বলেন, ‘এই মণ্ডপটি খুবই জাগ্রত। এটি প্রায় ৫ শ’ বছরের পুরোনো দেবস্থলী। এখানে একমনে মা দুর্গার কাছে কিছু চাইলে ফল পাওয়া যায়।’
এ পূজার প্রধান পুরোহিত দীপংকর ভট্টাচার্য আজকের পত্রিকাকে বলেন, ‘আজ রোববার দেবীর শৈলপুত্রী রূপে পূজা হয়েছে। আগামীকাল সোমবার হবে ব্রহ্মচারীনি রূপে, এরপর চন্দ্রঘণ্টা, কুষ্মান্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কাল রাত্রি, মহা গৌরী, সিদ্ধিদাত্রী রূপে ৯ দিনব্যাপী পূজার্চনা হবে। দশমীর দিন হবে বিসর্জন।’
এ বিষয়ে নবদুর্গা পূজা কমিটির সভাপতি পরিমল ভৌমিক জানান, বিগত ১৪ বছর ধরে শ্রীমঙ্গলের প্রাচীন দেবস্থলী শ্রী শ্রী মঙ্গল চন্ডীর থলিতে এ আয়োজন করা হয়। এই মণ্ডপে প্রতিদিন মানুষের মধ্যে সৃষ্ট আসুরিক শক্তি দূর হওয়ার পাশাপাশি বিশ্ব শান্তি কামনায় দেবী দুর্গার কাছে বিশেষ প্রার্থনা করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, শ্রীমঙ্গলের প্রত্যেকটি পূজামণ্ডপে সাদা পোশাকে একজন পুলিশ উপপরিদর্শক (এসআই) ও একজন আনসার সদস্য সংযুক্ত করে দেওয়া হয়েছে। এ ছাড়া দেশের একমাত্র এই মণ্ডপেই দেবী দুর্গার ৯টি রূপে আড়ম্বরপূর্ণ পূজার আয়োজন করা হয়। তাই এখানে সারা দেশ থেকে হাজার হাজার মানুষের ভিড় হয়। এখানে নিরাপত্তার বিষয়টি জোরদার রয়েছে।

আগামী ২০ অক্টোবর থেকে সারা দেশেই পালিত হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গোৎসব। এ উপলক্ষে দেশের বিভিন্ন মণ্ডপগুলোতে এখনো প্রতিমা তৈরি ও অলংকরণের কাজ চললেও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি মণ্ডপে শুরু হয়েছে পূজাপালন। বৈদিক রীতি অনুযায়ী দেবী দুর্গার ৯টি রূপের পৃথক পৃথক প্রতিমা তৈরি করে, ৯ দিনব্যাপী পূজা শুরু হয়েছে ওই মণ্ডপে।
আজ রোববার শ্রীমঙ্গলের সাতগাঁও ইউনিয়নের ইছামতি চা বাগানের মঙ্গলচন্ডির থলিতে শুরু হয়েছে এই পূজা।
সরেজমিনে দেখা যায়, পূজায় অংশ নিতে দেখতে ওই মণ্ডপে ভিড় করছেন পুণ্যার্থীরা। ঢাকের বাদ্যে মুখরিত হয়ে উঠেছে মণ্ডপ।
হবিগঞ্জ থেকে এই মন্দিরে আসা ভক্ত রীনা রানী দেব আজকের পত্রিকাকে বলেন, ‘এই মণ্ডপটি খুবই জাগ্রত। এটি প্রায় ৫ শ’ বছরের পুরোনো দেবস্থলী। এখানে একমনে মা দুর্গার কাছে কিছু চাইলে ফল পাওয়া যায়।’
এ পূজার প্রধান পুরোহিত দীপংকর ভট্টাচার্য আজকের পত্রিকাকে বলেন, ‘আজ রোববার দেবীর শৈলপুত্রী রূপে পূজা হয়েছে। আগামীকাল সোমবার হবে ব্রহ্মচারীনি রূপে, এরপর চন্দ্রঘণ্টা, কুষ্মান্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কাল রাত্রি, মহা গৌরী, সিদ্ধিদাত্রী রূপে ৯ দিনব্যাপী পূজার্চনা হবে। দশমীর দিন হবে বিসর্জন।’
এ বিষয়ে নবদুর্গা পূজা কমিটির সভাপতি পরিমল ভৌমিক জানান, বিগত ১৪ বছর ধরে শ্রীমঙ্গলের প্রাচীন দেবস্থলী শ্রী শ্রী মঙ্গল চন্ডীর থলিতে এ আয়োজন করা হয়। এই মণ্ডপে প্রতিদিন মানুষের মধ্যে সৃষ্ট আসুরিক শক্তি দূর হওয়ার পাশাপাশি বিশ্ব শান্তি কামনায় দেবী দুর্গার কাছে বিশেষ প্রার্থনা করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, শ্রীমঙ্গলের প্রত্যেকটি পূজামণ্ডপে সাদা পোশাকে একজন পুলিশ উপপরিদর্শক (এসআই) ও একজন আনসার সদস্য সংযুক্ত করে দেওয়া হয়েছে। এ ছাড়া দেশের একমাত্র এই মণ্ডপেই দেবী দুর্গার ৯টি রূপে আড়ম্বরপূর্ণ পূজার আয়োজন করা হয়। তাই এখানে সারা দেশ থেকে হাজার হাজার মানুষের ভিড় হয়। এখানে নিরাপত্তার বিষয়টি জোরদার রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
১ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে