মৌলভীবাজার প্রতিনিধি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নির্বাচনী হলফনামায় যে সম্পদের বিবরণ দিয়েছেন, তা আমরা পরীক্ষা করে দেখেছি। তিনি অনেকাংশেই সম্পদের বিবরণে তথ্য গোপন রেখেছেন। শেখ হাসিনা ও তাঁর সন্তান এবং বোনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আরও দু-একটি মামলা অনুসন্ধানে রয়েছে।’
আজ রোববার দুপুরে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক গণশুনানি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. মোহাম্মদ আবদুল মোমেন এ কথা বলেন। দুদক গণশুনানির আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে আলোচনা পর্বে দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, ‘১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর একটা বাহিনীর ভুয়া মুক্তিযোদ্ধার আবির্ভাব হয়েছিল। ঠিক একইভাবে ৫ আগস্টের পরে ভুয়া সমন্বয়ক বের হয়েছে। একইভাবে দুদকের ভুয়া চেয়ারম্যান সেজে অভিযান করতে গিয়ে ধরা খেয়েছে। দুদকের ভুয়া চেয়ারম্যান পেলে তাঁদের ধরবেন।’
মোহাম্মদ আবদুল মোমেন আরও বলেন, ‘আমাদের সমাজে মিথ্যাচার দিয়ে শুরু হয়ে আস্তে আস্তে দুর্নীতি ঢুকে যায়। আমাদের কমিশনের জনবল অনেক কম। আমাদের জনবল বাড়লে সেবা বাড়বে। আমরা অস্বীকার করি না যে আমাদের মধ্যে কমবেশি কিছুটা দুর্নীতি হচ্ছে। দুর্নীতির সাপ্লাই সাইট আগে বন্ধ করতে হবে। সাপ্লাই সাইট বন্ধ হলে ডিমান্ড সাইট এমনিতেই বন্ধ হবে।’
দুদকের চেয়ারম্যান আরও বলেন, ‘আমাদের গণশুনানির উদ্দেশ্য কাউকে ছোট করা নয়। আমরা বিশাল পরিবর্তনের মাধ্যমে এখানে এসেছি। আমাদের বৈষম্য দূর করতে হবে। মৌলভীবাজার জেলাকে দুর্নীতিমুক্ত করতে পারলে আমাদের আনন্দ লাগবে। সব অফিসেই দুর্বৃত্ত আছে। প্রতিটি অফিসে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে একবার গণশুনানি করবেন। দেখবেন এমনিতেই দুর্নীতি বন্ধ হয়ে যাবে।’
মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরায়েলের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদক কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ, দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হুসাইন, মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, দুদক সমন্বিত হবিগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মো. এরশাদ মিয়া ও দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক রাফি মো. নাজমুস্ সা’দাৎ।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নির্বাচনী হলফনামায় যে সম্পদের বিবরণ দিয়েছেন, তা আমরা পরীক্ষা করে দেখেছি। তিনি অনেকাংশেই সম্পদের বিবরণে তথ্য গোপন রেখেছেন। শেখ হাসিনা ও তাঁর সন্তান এবং বোনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আরও দু-একটি মামলা অনুসন্ধানে রয়েছে।’
আজ রোববার দুপুরে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক গণশুনানি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. মোহাম্মদ আবদুল মোমেন এ কথা বলেন। দুদক গণশুনানির আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে আলোচনা পর্বে দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, ‘১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর একটা বাহিনীর ভুয়া মুক্তিযোদ্ধার আবির্ভাব হয়েছিল। ঠিক একইভাবে ৫ আগস্টের পরে ভুয়া সমন্বয়ক বের হয়েছে। একইভাবে দুদকের ভুয়া চেয়ারম্যান সেজে অভিযান করতে গিয়ে ধরা খেয়েছে। দুদকের ভুয়া চেয়ারম্যান পেলে তাঁদের ধরবেন।’
মোহাম্মদ আবদুল মোমেন আরও বলেন, ‘আমাদের সমাজে মিথ্যাচার দিয়ে শুরু হয়ে আস্তে আস্তে দুর্নীতি ঢুকে যায়। আমাদের কমিশনের জনবল অনেক কম। আমাদের জনবল বাড়লে সেবা বাড়বে। আমরা অস্বীকার করি না যে আমাদের মধ্যে কমবেশি কিছুটা দুর্নীতি হচ্ছে। দুর্নীতির সাপ্লাই সাইট আগে বন্ধ করতে হবে। সাপ্লাই সাইট বন্ধ হলে ডিমান্ড সাইট এমনিতেই বন্ধ হবে।’
দুদকের চেয়ারম্যান আরও বলেন, ‘আমাদের গণশুনানির উদ্দেশ্য কাউকে ছোট করা নয়। আমরা বিশাল পরিবর্তনের মাধ্যমে এখানে এসেছি। আমাদের বৈষম্য দূর করতে হবে। মৌলভীবাজার জেলাকে দুর্নীতিমুক্ত করতে পারলে আমাদের আনন্দ লাগবে। সব অফিসেই দুর্বৃত্ত আছে। প্রতিটি অফিসে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে একবার গণশুনানি করবেন। দেখবেন এমনিতেই দুর্নীতি বন্ধ হয়ে যাবে।’
মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরায়েলের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদক কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ, দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হুসাইন, মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, দুদক সমন্বিত হবিগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মো. এরশাদ মিয়া ও দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক রাফি মো. নাজমুস্ সা’দাৎ।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
৪৪ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
২ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২ ঘণ্টা আগে