Ajker Patrika

আদালতে জামিন পেয়ে ভারতে যাওয়ার চেষ্টা, কুলাউড়ায় নারী-শিশু আটক ৪

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  
আদালতে জামিন পেয়ে ভারতে যাওয়ার চেষ্টা, কুলাউড়ায় নারী-শিশু আটক ৪
প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়ায় গত বৃহস্পতিবার দুপুরে ভারতে পাচারের সময় আটক হওয়ার পর আদালতে জামিন পাওয়া দুই শিশুসহ দুই নারীকে আবার আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে আদালত থেকে জামিন পাওয়ার পর ভারতে যাওয়ার চেষ্টা করলে রাতে তাঁদের আবার আটক করা হয়।

বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জামাল হোসেন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ভারতে পাচারের চেষ্টা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক এলাকার মানব পাচারকারী মো. ওয়াসকুরুনীর বাড়ি থেকে আট বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। পরে তাঁদের থানায় হস্তান্তর করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গতকাল সকালে ওই আটজনকে পুলিশ আদালতে সোপর্দ করে। আদালত দুই শিশুসহ দুই নারীর জামিন মঞ্জুর করেন।

জামাল হোসেন আরও বলেন, গতকাল আদালত থেকে জামিন পাওয়ার পর দুই শিশুসহ আটক দুই নারী হলেন ফুলি (৩৫) ও সাথী (২৫)।

এ বিষয়ে জানতে চাইলে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, আটক দুই নারীকে দুই শিশুসহ আজ শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত