Ajker Patrika

বাংলাদেশি যুবককে হত্যা করে লাশ নিয়ে গেছে বিএসএফ

মৌলভীবাজার প্রতিনিধি
বাংলাদেশি যুবককে হত্যা করে লাশ নিয়ে গেছে বিএসএফ
প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে প্রদীপ বৈদ্য নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে স্থানীয় এক জনপ্রতিনিধি দাবি করেছেন। গতকাল শনিবার রাতে উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ৫৭ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

কুলাউড়ার শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য জয়নুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বিএসএফের গুলিতে নিহত প্রদীপ বৈদ্য কুলাউড়া উপজেলার দত্তগ্রাম এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে।

ইউপি সদস্য জয়নুল ইসলাম বলেন, ‘প্রদীপ বৈদ্য লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজ করত। তাকে সীমান্তের কাঁটাতারের পাশে বিএসএফ গুলি করে হত্যা করে লাশ নিয়ে যায়। রাতে আমরা চেষ্টা করেও কিছু করতে পারিনি। বিএসএফ তার পায়ে গুলি করে।’

ইউপি সদস্য জানান, বর্তমানে প্রদীপের পরিবারের সদস্য নিয়ে তিনি কুলাউড়া থানায় আছেন। ঘটনাটি নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন। পরে বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গেলাম আপছার বলেন, ‘নিহত ব্যক্তির ভাই আমাদের বিষয়টি অবগত করেছেন। এখনো বিজিবির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।’ ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, ঘটনাটি তাঁরা লোকমুখে শুনেছেন। তবে এ ব্যাপারে কোনো জিডি বা মিসিংয়ের অভিযোগ কেউ করেনি। বিএসএফের পক্ষ থেকেও তাঁদের কিছু জানানো হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত