মৌলভীবাজার প্রতিনিধি

অনুপ্রবেশের দায়ে তিন দফা গণপিটুনি দিয়ে দুই বাংলাদেশিকে মৌলভীবাজারের জুড়ী সীমান্তে ফেলে গেছে বিএসএফ। আজ সোমবার ভোরে উপজেলার লাঠিটিলা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ সীমান্তে ফেলে যায় তাঁদের।
ওই দুই বাংলাদেশির মধ্যে জাহাঙ্গীর আলমের (২৪) বাড়ি খুলনার রূপসী থানার নতুন বাজার এলাকায়, অপরজন হৃদয় শেখ (২৪) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী দুজনের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২১ জুলাই জাহাঙ্গীর আলম ও হৃদয় শেখ খাগড়াছড়ির রামগড় এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে ট্রেনে আগরতলা যাওয়ার পথে টিকিট না থাকায় কাঞ্চন কর্নার নামক স্টেশনে নামিয়ে বাংলাদেশি জেনে গণপিটুনি দেওয়া হয়। তারপর স্থানীয় থানায় হস্তান্তর করা হয় তাঁদের। সেখানে দুই রাত রেখে আরেক দফা পিটুনির পর গতকাল রোববার বিএসএফের কাছে হস্তান্তর করে পুলিশ।
বিএসএফ তাঁদের ক্যাম্পে আটকে রেখে তৃতীয় দফা পিটুনির পর আজ সোমবার ভোরে মৌলভীবাজারের জুড়ীর লাঠিটিলা সীমান্তের ১৮০০ থেকে ১৮০১ নম্বর পিলার দাগ নালাপুঞ্জি নামক গেট দিয়ে বাংলাদেশ সীমান্তে ফেলে যায়। আজ সোমবার ভোরে লাঠিটিলা কচুরগুল এলাকার লোকজন তাঁদের দেখে স্থানীয় বিজিবি ও পুলিশকে খবর দেয়। পরে তাঁদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
লাঠিটিলা বিজিবি ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ গাউস ঘটনার সত্যতা স্বীকার করলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বক্তব্য দিতে রাজি হননি।
এ বিষয়ে জানতে চাইলে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, বিজিবির অভিযোগ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে তাঁদের অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালে চিকিৎসা চলছে।

অনুপ্রবেশের দায়ে তিন দফা গণপিটুনি দিয়ে দুই বাংলাদেশিকে মৌলভীবাজারের জুড়ী সীমান্তে ফেলে গেছে বিএসএফ। আজ সোমবার ভোরে উপজেলার লাঠিটিলা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ সীমান্তে ফেলে যায় তাঁদের।
ওই দুই বাংলাদেশির মধ্যে জাহাঙ্গীর আলমের (২৪) বাড়ি খুলনার রূপসী থানার নতুন বাজার এলাকায়, অপরজন হৃদয় শেখ (২৪) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী দুজনের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২১ জুলাই জাহাঙ্গীর আলম ও হৃদয় শেখ খাগড়াছড়ির রামগড় এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে ট্রেনে আগরতলা যাওয়ার পথে টিকিট না থাকায় কাঞ্চন কর্নার নামক স্টেশনে নামিয়ে বাংলাদেশি জেনে গণপিটুনি দেওয়া হয়। তারপর স্থানীয় থানায় হস্তান্তর করা হয় তাঁদের। সেখানে দুই রাত রেখে আরেক দফা পিটুনির পর গতকাল রোববার বিএসএফের কাছে হস্তান্তর করে পুলিশ।
বিএসএফ তাঁদের ক্যাম্পে আটকে রেখে তৃতীয় দফা পিটুনির পর আজ সোমবার ভোরে মৌলভীবাজারের জুড়ীর লাঠিটিলা সীমান্তের ১৮০০ থেকে ১৮০১ নম্বর পিলার দাগ নালাপুঞ্জি নামক গেট দিয়ে বাংলাদেশ সীমান্তে ফেলে যায়। আজ সোমবার ভোরে লাঠিটিলা কচুরগুল এলাকার লোকজন তাঁদের দেখে স্থানীয় বিজিবি ও পুলিশকে খবর দেয়। পরে তাঁদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
লাঠিটিলা বিজিবি ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ গাউস ঘটনার সত্যতা স্বীকার করলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বক্তব্য দিতে রাজি হননি।
এ বিষয়ে জানতে চাইলে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, বিজিবির অভিযোগ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে তাঁদের অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালে চিকিৎসা চলছে।

পিরোজপুরে একটি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালত। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পিরোজপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এ রায় দেন।
৫ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন নগরীর মাদ্রাসা কোয়ার্টার এলাকার সেলিম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৭); অপরজনের নাম রাকিব মিয়া, তবে তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
২০ মিনিট আগে
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ে সাদিয়া মালেক ও সিনথিয়া মালেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
৩৭ মিনিট আগে
কুষ্টিয়া-৩ আসনে জামায়াত প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে ডাকা সমাবেশে বক্তৃতার সময় অসুস্থ হয়ে পড়েন দলের জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে