মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষের মধ্যে রোজিনা বেগম (৪০) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন।
আজ সোমবার (২৬ মে) সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাষাণীগাঁও এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত নারী একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা। তিনি একই এলাকার মৃত নিজাম মিয়ার মেয়ে।
আহত ব্যক্তিরা হলেন ধলাইরপার এলাকার মৃত চেরাগ মিয়ার ছেলে জালাল মিয়া, ভাষাণীগাঁও গ্রামের মৃত নিজাম উদ্দীনের ছেলে হারুন মিয়া, তাঁর স্ত্রী নুরুন নাহার লুবনা, আব্দুর রহিমের ছেলে রেজাউল আহমেদ সাগর ও সাগরের মামা আজবর মিয়া।
স্থানীয় ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও আজ সকালে ভাষাণীগাঁও গ্রামে ভেকু মেশিন দিয়ে একটি কৃষিজমির মাটি কাটাচ্ছিলেন আব্দুর রহিম। খবর পেয়ে জালাল আহমেদ মাটি কাটায় বাধা দেন। পরে আব্দুর রহিমের ছেলে সাগর তাঁর মামা আজবর মিয়া, মনির মিয়াসহ কয়েকজনকে নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। হামলায় জালাল আহমেদের পায়ের রগ কাটা পড়ে। কুপিয়ে রক্তাক্ত করা হয় রোজিনা বেগমকে। অপরদিকে রক্তাক্ত হন সাগর ও তাঁর মামা আজবর। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষণা করেন। অন্য আহত ব্যক্তিদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। মাধবপুর ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য মোতাহের আলী বিষয়টি নিশ্চিত করেছেন। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীদের আটকের চেষ্টা চলছে।

মৌলভীবাজারের কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষের মধ্যে রোজিনা বেগম (৪০) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন।
আজ সোমবার (২৬ মে) সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাষাণীগাঁও এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত নারী একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা। তিনি একই এলাকার মৃত নিজাম মিয়ার মেয়ে।
আহত ব্যক্তিরা হলেন ধলাইরপার এলাকার মৃত চেরাগ মিয়ার ছেলে জালাল মিয়া, ভাষাণীগাঁও গ্রামের মৃত নিজাম উদ্দীনের ছেলে হারুন মিয়া, তাঁর স্ত্রী নুরুন নাহার লুবনা, আব্দুর রহিমের ছেলে রেজাউল আহমেদ সাগর ও সাগরের মামা আজবর মিয়া।
স্থানীয় ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও আজ সকালে ভাষাণীগাঁও গ্রামে ভেকু মেশিন দিয়ে একটি কৃষিজমির মাটি কাটাচ্ছিলেন আব্দুর রহিম। খবর পেয়ে জালাল আহমেদ মাটি কাটায় বাধা দেন। পরে আব্দুর রহিমের ছেলে সাগর তাঁর মামা আজবর মিয়া, মনির মিয়াসহ কয়েকজনকে নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। হামলায় জালাল আহমেদের পায়ের রগ কাটা পড়ে। কুপিয়ে রক্তাক্ত করা হয় রোজিনা বেগমকে। অপরদিকে রক্তাক্ত হন সাগর ও তাঁর মামা আজবর। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষণা করেন। অন্য আহত ব্যক্তিদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। মাধবপুর ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য মোতাহের আলী বিষয়টি নিশ্চিত করেছেন। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীদের আটকের চেষ্টা চলছে।

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষে উপজেলা বিএনপির প্রচার সম্পাদকসহ দুই পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় বিএনপি সমর্থকদের চারটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। আজ সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা ও মুন্সিরহাট বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।
২ মিনিট আগে
তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
১৮ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
২১ মিনিট আগে
পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা নদীর সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকার একটি টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। আজ সোমবার বেলা ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার গাজীর ঘাটে নদী পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
২১ মিনিট আগে