গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনী মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসেনকে ইমামতি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ১৫ আগস্ট জামায়াতের প্রয়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য দোয়া করায় শাস্তি হিসেবে তাঁকে থেকে বরখাস্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া সিদ্দিকা সেতু আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। আজ বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে ইমাম অব্যাহতির চিঠি হাতে পান।
জানা গেছে, মডেল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসেন গত ১৫ আগস্ট নামাজ শেষে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য মোনাজাতে দোয়া করেন। এ ঘটনায় উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী আগস্টের শেষদিকে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসলামিক ফাউন্ডেশনকে নির্দেশ দেওয়া হয়।
এ ব্যাপারে গাংনী উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মনির হোসেন বলেন, গাংনী মডেল মসজিদের ইমাম মাওলানা ইলিয়াস হোসেনের বিরুদ্ধে স্থানীয় এক মুক্তিযোদ্ধা বিতর্কিত মোনাজাতের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দেন। জেলা প্রশাসকের পক্ষ থেকে তদন্ত করে এর সত্যতা পেলে ইমামতি থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। আজ বুধবার সন্ধ্যায় অব্যাহতির চিঠি ইমামের হাতে তুলে দেওয়া হয়।
এ ব্যাপারে মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, ‘আজ বুধবার মাগরিবের পর অব্যাহতির চিঠি হাতে পেয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু বলেন, ইমামের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে ইমামতি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী ইমাম নিয়োগ না হওয়া পর্যন্ত ওই মসজিদের মোয়াজ্জিনকে ইমামতির দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

মেহেরপুরের গাংনী মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসেনকে ইমামতি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ১৫ আগস্ট জামায়াতের প্রয়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য দোয়া করায় শাস্তি হিসেবে তাঁকে থেকে বরখাস্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া সিদ্দিকা সেতু আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। আজ বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে ইমাম অব্যাহতির চিঠি হাতে পান।
জানা গেছে, মডেল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসেন গত ১৫ আগস্ট নামাজ শেষে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য মোনাজাতে দোয়া করেন। এ ঘটনায় উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী আগস্টের শেষদিকে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসলামিক ফাউন্ডেশনকে নির্দেশ দেওয়া হয়।
এ ব্যাপারে গাংনী উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মনির হোসেন বলেন, গাংনী মডেল মসজিদের ইমাম মাওলানা ইলিয়াস হোসেনের বিরুদ্ধে স্থানীয় এক মুক্তিযোদ্ধা বিতর্কিত মোনাজাতের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দেন। জেলা প্রশাসকের পক্ষ থেকে তদন্ত করে এর সত্যতা পেলে ইমামতি থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। আজ বুধবার সন্ধ্যায় অব্যাহতির চিঠি ইমামের হাতে তুলে দেওয়া হয়।
এ ব্যাপারে মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, ‘আজ বুধবার মাগরিবের পর অব্যাহতির চিঠি হাতে পেয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু বলেন, ইমামের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে ইমামতি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী ইমাম নিয়োগ না হওয়া পর্যন্ত ওই মসজিদের মোয়াজ্জিনকে ইমামতির দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
৩ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
২ ঘণ্টা আগে