গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে আবারও গরম পেঁয়াজের বাজার। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। গত হাটেও পেঁয়াজের দাম কেজিপ্রতি ছিল ৪০ টাকা। রসুন ছিল ১০০ টাকা কেজি, এখন বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি। ক্রেতারা বলছেন, দাম কমার চেয়ে বাড়ে বেশি। দাম যখন কমে, তখন ৫ থেকে ১০ টাকা কমে। আর বেড়ে গেলে ২০ থেকে ৩০ টাকা। এর মূল কারণ সিন্ডিকেট ছাড়া আর কিছুই নয়।
ক্রেতারা বলছেন, বাজার মনিটরিং আরও বাড়াতে হবে, না হলে ক্রেতারা প্রতিনিয়ত ঠকছে। উপজেলা প্রশাসন বলছে, বাজার মনিটরিং আরও বাড়াতে হবে। কোনো অসাধু ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। সমস্ত সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে।
গতকাল শুক্রবার সকালে উপজেলার বামন্দী বাজারে দেখা গেছে, পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, রসুন ১২০ টাকা এবং আলু ১০০ টাকায় পাঁচ কেজি। আলুর দামে স্বস্তি রয়েছে ক্রেতাদের। সবজির দামও কিছুটা বেড়েছে। ব্যবসায়ী ও বাজার করতে আসা বিভিন্ন ক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
বাজার করতে আসা মো. ইলিয়াস হোসেন বলেন, ‘বাজারে এসে দেখি হঠাৎ পেঁয়াজের কেজি ৬০ টাকা। গত হাটেও পেঁয়াজের দাম ছিল ৪০ টাকা কেজি। রসুন ১৩০ টাকা কেজি, যা গত হাটে ছিল ১০০ টাকা কেজি। বাজারে আলু খুবই সস্তা—১০০ টাকায় পাঁচ কেজি। হঠাৎ পেঁয়াজ ও রসুনের দাম এত বেড়ে গেল কেন বুঝতে পারছি না।’
বাজার করতে আসা আক্কাস আলী বলেন, আমরা নিম্ন আয়ের মানুষ। মাঝে মাঝে কিছু জিনিসের দাম বাড়ে কেন জানি না। চাষিরা কোনো কিছু বিক্রি করতে গেলেই দাম থাকে না আর কিনতে গেলে দাম বেড়ে যায়। আজ বাজার করতে এসে দেখছি পেঁয়াজ ও রসুনের দাম বেড়েছে।
তেরাইল মাঠের পেঁয়াজচাষি আলফাজ উদ্দিন বলেন, আমার পেঁয়াজ বাড়ি থেকে গ্রামের মানুষ কিনে নিয়ে গেছে। ৪০ টাকা কেজি বিক্রি করেছি। এখন থাকলে দাম একটু বেশি পেতাম।
বামন্দী বাজারের ব্যবসায়ী ফারুক আহমেদ বলেন, বাজারে কেজিপ্রতি পেঁয়াজ ৬০ টাকা, রসুন ১৩০ টাকা, মরিচ ৬০ টাকা, আলু ১০০ টাকায় পাঁচ কেজি। আমরা বেশি দামে কিনলে বেশি দামে বিক্রি করি। মনে হচ্ছে দাম আরও বাড়বে। গত হাটে পেঁয়াজের কেজি ছিল ৪০ টাকা আর রসুন ১০০ টাকা।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা বলেন, বাজার মনিটরিং করা হচ্ছে। কোনো সিন্ডিকেট তৈরি করতে দেওয়া হবে না। দ্রব্যমূল্য অতিরিক্ত নিলেই ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। কিছু অসাধু ব্যবসায়ীর জন্য বাজারের পরিস্থিতি খারাপ হয়। বাজার নিয়ন্ত্রণের সবার সহযোগিতা কামনা করছি।

মেহেরপুরের গাংনীতে আবারও গরম পেঁয়াজের বাজার। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। গত হাটেও পেঁয়াজের দাম কেজিপ্রতি ছিল ৪০ টাকা। রসুন ছিল ১০০ টাকা কেজি, এখন বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি। ক্রেতারা বলছেন, দাম কমার চেয়ে বাড়ে বেশি। দাম যখন কমে, তখন ৫ থেকে ১০ টাকা কমে। আর বেড়ে গেলে ২০ থেকে ৩০ টাকা। এর মূল কারণ সিন্ডিকেট ছাড়া আর কিছুই নয়।
ক্রেতারা বলছেন, বাজার মনিটরিং আরও বাড়াতে হবে, না হলে ক্রেতারা প্রতিনিয়ত ঠকছে। উপজেলা প্রশাসন বলছে, বাজার মনিটরিং আরও বাড়াতে হবে। কোনো অসাধু ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। সমস্ত সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে।
গতকাল শুক্রবার সকালে উপজেলার বামন্দী বাজারে দেখা গেছে, পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, রসুন ১২০ টাকা এবং আলু ১০০ টাকায় পাঁচ কেজি। আলুর দামে স্বস্তি রয়েছে ক্রেতাদের। সবজির দামও কিছুটা বেড়েছে। ব্যবসায়ী ও বাজার করতে আসা বিভিন্ন ক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
বাজার করতে আসা মো. ইলিয়াস হোসেন বলেন, ‘বাজারে এসে দেখি হঠাৎ পেঁয়াজের কেজি ৬০ টাকা। গত হাটেও পেঁয়াজের দাম ছিল ৪০ টাকা কেজি। রসুন ১৩০ টাকা কেজি, যা গত হাটে ছিল ১০০ টাকা কেজি। বাজারে আলু খুবই সস্তা—১০০ টাকায় পাঁচ কেজি। হঠাৎ পেঁয়াজ ও রসুনের দাম এত বেড়ে গেল কেন বুঝতে পারছি না।’
বাজার করতে আসা আক্কাস আলী বলেন, আমরা নিম্ন আয়ের মানুষ। মাঝে মাঝে কিছু জিনিসের দাম বাড়ে কেন জানি না। চাষিরা কোনো কিছু বিক্রি করতে গেলেই দাম থাকে না আর কিনতে গেলে দাম বেড়ে যায়। আজ বাজার করতে এসে দেখছি পেঁয়াজ ও রসুনের দাম বেড়েছে।
তেরাইল মাঠের পেঁয়াজচাষি আলফাজ উদ্দিন বলেন, আমার পেঁয়াজ বাড়ি থেকে গ্রামের মানুষ কিনে নিয়ে গেছে। ৪০ টাকা কেজি বিক্রি করেছি। এখন থাকলে দাম একটু বেশি পেতাম।
বামন্দী বাজারের ব্যবসায়ী ফারুক আহমেদ বলেন, বাজারে কেজিপ্রতি পেঁয়াজ ৬০ টাকা, রসুন ১৩০ টাকা, মরিচ ৬০ টাকা, আলু ১০০ টাকায় পাঁচ কেজি। আমরা বেশি দামে কিনলে বেশি দামে বিক্রি করি। মনে হচ্ছে দাম আরও বাড়বে। গত হাটে পেঁয়াজের কেজি ছিল ৪০ টাকা আর রসুন ১০০ টাকা।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা বলেন, বাজার মনিটরিং করা হচ্ছে। কোনো সিন্ডিকেট তৈরি করতে দেওয়া হবে না। দ্রব্যমূল্য অতিরিক্ত নিলেই ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। কিছু অসাধু ব্যবসায়ীর জন্য বাজারের পরিস্থিতি খারাপ হয়। বাজার নিয়ন্ত্রণের সবার সহযোগিতা কামনা করছি।

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা অনুষ্ঠিত না হওয়ায় টিকিটধারী দর্শকেরা রাজধানীর পল্লবীতে সড়ক অবরোধ করেছেন।
৬ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ডিবির দাখিল করা চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি দাখিলের পর মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নির্দেশ দেন।
১৪ মিনিট আগে
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের আওতাধীন একটি পৌরসভা ও তিনটি উপজেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৩ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা এখনো শনাক্ত হয়নি বলে দাবি করেছে মামলার বাদীপক্ষ। তারা বলছে, ডিবি পুলিশ তদন্ত করে একটি হাস্যকর প্রতিবেদন দিয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়নি। এ কারণে আরও তদন্ত প্রয়োজন।
২৯ মিনিট আগে