গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

রমজানের আগের দিন সোমবার (১১ মার্চ) উপজেলার বামন্দীর সবজিবাজারে ছিল সবকিছুরই আকাশছোঁয়া দাম। এর মধ্যে শজনে ডাঁটা বিক্রি হয়েছে কেজিপ্রতি ৪৪০ টাকা। আর কাঁচা কাঁঠাল ১২০ টাকা কেজি।
এ ছাড়া পটোল ১০০ টাকা কেজি, করলা ১০০ টাকা ও শসা ৮০ টাকা। অন্যান্য সবজির দামও কিছুটা বেড়েছে।
রমজানে বাড়তি চাহিদা থাকায় দাম বাড়ছে বলে জানান ব্যবসায়ীরা। এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব জিনিসের দাম বেড়েছে। তবে বাজার নিয়ন্ত্রণে এরই মধ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার উপজেলার বামন্দী বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি সবজির দাম গত সপ্তাহের চেয়ে বেড়েছে। আর আকাশছোঁয়া দামে বিক্রি হয়েছে শজনে ডাঁটা।
সোমবার বামন্দী বাজারে সবজির দাম ছিল কেজিপ্রতি: শজনে ডাঁটা ৪৪০, বেগুন ৪০ থেকে ৫০, শসা ৮০, পটোল ১০০, টমেটো ৪০, উস্তে ১০০, মিষ্টি কুমড়া ৪০ টাকা, গাজর ৩০, শিম ৩০ থেকে ৪০, লাউ প্রতি পিস ৩০, পুঁইশাক ২৫ টাকা।
বাজার করতে আসা হাবিবুল বাশার বলেন, রমজান সামনে রেখে আবার প্রতিটা সবজির দাম বাড়তে শুরু করেছে। এখনই যদি এভাবে দাম বাড়তে থাকে, পুরো রমজান মাস তো পড়েই রয়েছে!
তিনি আরও বলেন, ‘আমরা নিম্ন আয়ের মানুষ। সংসার চালাতে হিমশিম খেতে হয়। প্রতিদিন যা আয় হয় তার সংসার খরচ, ওষুধ কিনতে গিয়ে ফুরিয়ে যায়। সবকিছুর দাম বাড়লে আমরা হিসাব মেলাতে পারি না।’
বাজার করতে আসা কাজল আলী বলেন, গত সপ্তাহেও সবজির দাম একটু কম ছিল। আজ বেড়েছে। খুচরা ব্যবসায়ী মহন আলী বলেন, আমাদের কিছু করার নেই, বেশি দামে কিনে আনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করছি। আমদানি কম হওয়ার কারণে দাম বেড়েছে।
আরেক ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, সব সবজির দামি গত হাটের চেয়ে কিছুটা বেড়েছে। বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে শজনে ডাঁটা।
ব্যবসায়ী ফারুক আহমেদ বলেন, আলু ৩৫ টাকা কেজি, পেঁয়াজ ১০০, নতুন রসুন ১৪০, শুকনো রসুন ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শুকনো রসুন বাজারে পাওয়া যাচ্ছে খুব কম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা বলেন, রমজান মাস সামনে রেখে আমরা এরই মধ্য বাজার মনিটরিং শুরু করেছি। অতি দ্রুত বাজার মনিটরিং আরও বাড়ানো হবে। কোনো সিন্ডিকেট তৈরি করতে দেওয়া হবে না। অতিরিক্ত দাম নিলেই ব্যবস্থা নেওয়া হবে।

রমজানের আগের দিন সোমবার (১১ মার্চ) উপজেলার বামন্দীর সবজিবাজারে ছিল সবকিছুরই আকাশছোঁয়া দাম। এর মধ্যে শজনে ডাঁটা বিক্রি হয়েছে কেজিপ্রতি ৪৪০ টাকা। আর কাঁচা কাঁঠাল ১২০ টাকা কেজি।
এ ছাড়া পটোল ১০০ টাকা কেজি, করলা ১০০ টাকা ও শসা ৮০ টাকা। অন্যান্য সবজির দামও কিছুটা বেড়েছে।
রমজানে বাড়তি চাহিদা থাকায় দাম বাড়ছে বলে জানান ব্যবসায়ীরা। এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব জিনিসের দাম বেড়েছে। তবে বাজার নিয়ন্ত্রণে এরই মধ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার উপজেলার বামন্দী বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি সবজির দাম গত সপ্তাহের চেয়ে বেড়েছে। আর আকাশছোঁয়া দামে বিক্রি হয়েছে শজনে ডাঁটা।
সোমবার বামন্দী বাজারে সবজির দাম ছিল কেজিপ্রতি: শজনে ডাঁটা ৪৪০, বেগুন ৪০ থেকে ৫০, শসা ৮০, পটোল ১০০, টমেটো ৪০, উস্তে ১০০, মিষ্টি কুমড়া ৪০ টাকা, গাজর ৩০, শিম ৩০ থেকে ৪০, লাউ প্রতি পিস ৩০, পুঁইশাক ২৫ টাকা।
বাজার করতে আসা হাবিবুল বাশার বলেন, রমজান সামনে রেখে আবার প্রতিটা সবজির দাম বাড়তে শুরু করেছে। এখনই যদি এভাবে দাম বাড়তে থাকে, পুরো রমজান মাস তো পড়েই রয়েছে!
তিনি আরও বলেন, ‘আমরা নিম্ন আয়ের মানুষ। সংসার চালাতে হিমশিম খেতে হয়। প্রতিদিন যা আয় হয় তার সংসার খরচ, ওষুধ কিনতে গিয়ে ফুরিয়ে যায়। সবকিছুর দাম বাড়লে আমরা হিসাব মেলাতে পারি না।’
বাজার করতে আসা কাজল আলী বলেন, গত সপ্তাহেও সবজির দাম একটু কম ছিল। আজ বেড়েছে। খুচরা ব্যবসায়ী মহন আলী বলেন, আমাদের কিছু করার নেই, বেশি দামে কিনে আনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করছি। আমদানি কম হওয়ার কারণে দাম বেড়েছে।
আরেক ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, সব সবজির দামি গত হাটের চেয়ে কিছুটা বেড়েছে। বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে শজনে ডাঁটা।
ব্যবসায়ী ফারুক আহমেদ বলেন, আলু ৩৫ টাকা কেজি, পেঁয়াজ ১০০, নতুন রসুন ১৪০, শুকনো রসুন ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শুকনো রসুন বাজারে পাওয়া যাচ্ছে খুব কম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা বলেন, রমজান মাস সামনে রেখে আমরা এরই মধ্য বাজার মনিটরিং শুরু করেছি। অতি দ্রুত বাজার মনিটরিং আরও বাড়ানো হবে। কোনো সিন্ডিকেট তৈরি করতে দেওয়া হবে না। অতিরিক্ত দাম নিলেই ব্যবস্থা নেওয়া হবে।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
২৭ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৬ ঘণ্টা আগে