Ajker Patrika

মুজিবনগরের সীমান্ত দিয়ে ৩০ জনকে ঠেলে দিয়েছে বিএসএফ

মেহেরপুর প্রতিনিধি
মুজিবনগরের সীমান্ত দিয়ে ৩০ জনকে ঠেলে দিয়েছে বিএসএফ
মেহেরপুরের মুজিবনগরের আনন্দবাস সীমান্ত দিয়ে ভারত থেকে ঠেলে দেওয়া নারী-পুরুষ। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্ত দিয়ে ৩০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে (পুশ ইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা এসব নারী, পুরুষ ও শিশুদের নেওয়া হয়েছে মুজিবনগর থানা-পুলিশের হেফাজতে। আজ মঙ্গলবার ভোরে সীমান্তের কাঁটাতারের গেট খুলে তাঁদের ঠেলে দেওয়া হয়।

আটক হওয়াদের মধ্যে ৭ জন পুরুষ, ৮ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে। তাঁদের দাবি তাঁরা সবাই বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে।

আটক কয়েকজন জানান, অবৈধভাবে তাঁরা বিভিন্ন সময়ে ভারতে যান। কিছুদিন আগে ভারতীয় পুলিশ তাঁদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে তাঁদের সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়। তাঁদের অধিকাংশই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

মুজিবনগর থানার তদন্ত অফিসার জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ ৩০ জনকে সীমান্তের কাঁটাতার পার করে দেয়। পরে বিজিবি তাঁদের আটক করে মুজিবনগর থানায় হস্তান্তর করে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলপিজির কারসাজিতে অসহায় জনগণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত