হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ১২ জন বিদ্রোহী প্রার্থীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় নির্দেশনা অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাঁদের বহিষ্কার করা হয়। আজ সোমবার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বহিষ্কারের একটি চিঠিটি সাংবাদিকদের দেওয়া হয়।
এর আগে গত ৩১ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. গোলাম মহীউদ্দীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। এতে বলা হয়, দলীয় গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ড জড়িত থাকায় গঠনতন্ত্রের ৪৭ / ১১ ধারা মোতাবেক স্ব স্ব সংগঠনের কার্যনির্বাহী পদ ও সাধারণ পদ হতে তাঁদের বহিষ্কার করা হলো।
বহিষ্কারকৃতরা হলেন, গালা ইউনিয়নে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক সদস্য ও স্বতন্ত্র প্রার্থী মো. মিঠু মোল্লা, চালা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও বর্তমান চেয়ারম্যান শামসুল আলম বিশ্বাস, একই ইউনিয়নে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. সেলিম মোল্লা, বলড়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শেখ মো. আইয়ুব আলী, হারুকান্দি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান চুন্নু, রামকৃষ্ণপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান মো. কামাল হোসেন, গোপীনাথপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. মিলন বিশ্বাস, কাঞ্চনপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল শফি, সহসভাপতি আফজাল হোসেন ভোলা, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আমির হোসেন, সুতালড়ী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সিকান্দার বিশ্বাস ও আজিমনগর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী যুবলীগের সদস্য আরব আলী।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. গোলাম মহীউদ্দীন সোমবার সকালে মুঠোফোনে বলেন, ‘দলীয় সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দলীয় গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে অংশগ্রহণ করায় তাঁদের বহিষ্কার করা হয়েছে।’
প্রসঙ্গত, আগামী ৫ জানুয়ারি হরিরামপুরে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

মানিকগঞ্জের হরিরামপুরে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ১২ জন বিদ্রোহী প্রার্থীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় নির্দেশনা অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাঁদের বহিষ্কার করা হয়। আজ সোমবার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বহিষ্কারের একটি চিঠিটি সাংবাদিকদের দেওয়া হয়।
এর আগে গত ৩১ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. গোলাম মহীউদ্দীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। এতে বলা হয়, দলীয় গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ড জড়িত থাকায় গঠনতন্ত্রের ৪৭ / ১১ ধারা মোতাবেক স্ব স্ব সংগঠনের কার্যনির্বাহী পদ ও সাধারণ পদ হতে তাঁদের বহিষ্কার করা হলো।
বহিষ্কারকৃতরা হলেন, গালা ইউনিয়নে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক সদস্য ও স্বতন্ত্র প্রার্থী মো. মিঠু মোল্লা, চালা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও বর্তমান চেয়ারম্যান শামসুল আলম বিশ্বাস, একই ইউনিয়নে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. সেলিম মোল্লা, বলড়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শেখ মো. আইয়ুব আলী, হারুকান্দি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান চুন্নু, রামকৃষ্ণপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান মো. কামাল হোসেন, গোপীনাথপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. মিলন বিশ্বাস, কাঞ্চনপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল শফি, সহসভাপতি আফজাল হোসেন ভোলা, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আমির হোসেন, সুতালড়ী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সিকান্দার বিশ্বাস ও আজিমনগর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী যুবলীগের সদস্য আরব আলী।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. গোলাম মহীউদ্দীন সোমবার সকালে মুঠোফোনে বলেন, ‘দলীয় সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দলীয় গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে অংশগ্রহণ করায় তাঁদের বহিষ্কার করা হয়েছে।’
প্রসঙ্গত, আগামী ৫ জানুয়ারি হরিরামপুরে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
৯ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
৩৫ মিনিট আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে