সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

চতুর্থ ধাপে সাটুরিয়া উপজেলার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ ডিসেম্বর। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ভোটার ও প্রার্থীদের মধ্যে উৎকণ্ঠা ততই বাড়ছে। সুষ্ঠু ভোট গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রিটার্নিং কর্মকর্তারা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনী মাঠে ঠিকমতো কাজ করলে ভোট সুষ্ঠু হবে।
স্বতন্ত্র প্রার্থীরা অভিযোগ করে বলছেন, বিরোধীদের দমন করতে সব ধরনের কৌশল নিয়েছে নৌকার প্রার্থী ও সমর্থকেরা। পাল্টা অভিযোগও আছে। নৌকার প্রার্থীদের অভিযোগ, স্বতন্ত্র প্রার্থী ও তাঁদের সমর্থকেরা নৌকার নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দিয়েছে। থানা সূত্রে জানা গেছে, সাটুরিয়ায় তিনটি নৌকার ক্যাম্প পুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতে ফুকুরহাটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমানের সমর্থকেরা নৌকার নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন নৌকার প্রার্থী মো. আফাজ উদ্দিন। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ হয়েছে।
সাটুরিয়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আ. গফুর অভিযোগ করে বলেন, নৌকার প্রার্থী ও সমর্থকেরা তাঁদের কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছে। এমনকি বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। তবে হুমকি দেওয়ার কথা অস্বীকার করেছেন নৌকার প্রার্থী মো. আনেয়ার হোসেন পিন্টু।
রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার নয়টি ইউনিয়নে ৮১টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে ১৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে প্রশাসনের কাছে জমা দিয়েছে প্রার্থীরা। সাতটি ভোট কেন্দ্রকে অস্থায়ী ভোট কেন্দ্র দেখানো হয়েছে। এই সাতটি অস্থায়ী ভোট কেন্দ্রকেই বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে দেখানো হয়েছে। প্রতিদিনই এক প্রার্থী অপর প্রার্থীর বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তাদের কাছে অভিযোগ করছেন। অভিযোগগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে।
বালিয়াটি ইউপিতে আওয়ামী লীগের বহিষ্কৃত (স্বতন্ত্র) প্রার্থী নৌকার প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, নৌকার প্রার্থী ও সমর্থকেরা তাঁদের কর্মী ও ভোটারদের ডিবি পুলিশ দিয়ে হুমকি ধামকি দিচ্ছে। বহিরাগতদের দিয়ে মহড়া দিচ্ছে। তবে নৌকার প্রার্থী মো. রহুল আমিন ডিবি দিয়ে হুমকি ধামকির বিষয়টি অস্বীকার করেছেন।
রিটার্নিং অফিসার মো. লুৎফার রহমান জানান, সকল প্রার্থীকেই বার্তা পাঠানো হয়েছে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ হবে। কেউ কোনো বিশৃঙ্খলার চেষ্টা করলে বা ব্যালট পেপারে হাত দেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নৌকার প্রার্থী হারুন আর রশিদ বলেন, বিদ্রোহী প্রার্থীরা নৌকার নেতা-কর্মী ও সমর্থকদের হুমকি দিচ্ছে। আবার তারাই অভিযোগ করছে।
সাটুরিয়া থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অর্জনের লক্ষ্যে ভোটের দিন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। আশা করা যাচ্ছে সাটুরিয়া উপজেলায় একটি রোল মডেল নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ নির্বাচনে প্রভাব খাটালে তা কঠোর হাতে প্রতিহত করা হবে।

চতুর্থ ধাপে সাটুরিয়া উপজেলার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ ডিসেম্বর। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ভোটার ও প্রার্থীদের মধ্যে উৎকণ্ঠা ততই বাড়ছে। সুষ্ঠু ভোট গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রিটার্নিং কর্মকর্তারা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনী মাঠে ঠিকমতো কাজ করলে ভোট সুষ্ঠু হবে।
স্বতন্ত্র প্রার্থীরা অভিযোগ করে বলছেন, বিরোধীদের দমন করতে সব ধরনের কৌশল নিয়েছে নৌকার প্রার্থী ও সমর্থকেরা। পাল্টা অভিযোগও আছে। নৌকার প্রার্থীদের অভিযোগ, স্বতন্ত্র প্রার্থী ও তাঁদের সমর্থকেরা নৌকার নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দিয়েছে। থানা সূত্রে জানা গেছে, সাটুরিয়ায় তিনটি নৌকার ক্যাম্প পুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতে ফুকুরহাটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমানের সমর্থকেরা নৌকার নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন নৌকার প্রার্থী মো. আফাজ উদ্দিন। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ হয়েছে।
সাটুরিয়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আ. গফুর অভিযোগ করে বলেন, নৌকার প্রার্থী ও সমর্থকেরা তাঁদের কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছে। এমনকি বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। তবে হুমকি দেওয়ার কথা অস্বীকার করেছেন নৌকার প্রার্থী মো. আনেয়ার হোসেন পিন্টু।
রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার নয়টি ইউনিয়নে ৮১টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে ১৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে প্রশাসনের কাছে জমা দিয়েছে প্রার্থীরা। সাতটি ভোট কেন্দ্রকে অস্থায়ী ভোট কেন্দ্র দেখানো হয়েছে। এই সাতটি অস্থায়ী ভোট কেন্দ্রকেই বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে দেখানো হয়েছে। প্রতিদিনই এক প্রার্থী অপর প্রার্থীর বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তাদের কাছে অভিযোগ করছেন। অভিযোগগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে।
বালিয়াটি ইউপিতে আওয়ামী লীগের বহিষ্কৃত (স্বতন্ত্র) প্রার্থী নৌকার প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, নৌকার প্রার্থী ও সমর্থকেরা তাঁদের কর্মী ও ভোটারদের ডিবি পুলিশ দিয়ে হুমকি ধামকি দিচ্ছে। বহিরাগতদের দিয়ে মহড়া দিচ্ছে। তবে নৌকার প্রার্থী মো. রহুল আমিন ডিবি দিয়ে হুমকি ধামকির বিষয়টি অস্বীকার করেছেন।
রিটার্নিং অফিসার মো. লুৎফার রহমান জানান, সকল প্রার্থীকেই বার্তা পাঠানো হয়েছে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ হবে। কেউ কোনো বিশৃঙ্খলার চেষ্টা করলে বা ব্যালট পেপারে হাত দেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নৌকার প্রার্থী হারুন আর রশিদ বলেন, বিদ্রোহী প্রার্থীরা নৌকার নেতা-কর্মী ও সমর্থকদের হুমকি দিচ্ছে। আবার তারাই অভিযোগ করছে।
সাটুরিয়া থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অর্জনের লক্ষ্যে ভোটের দিন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। আশা করা যাচ্ছে সাটুরিয়া উপজেলায় একটি রোল মডেল নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ নির্বাচনে প্রভাব খাটালে তা কঠোর হাতে প্রতিহত করা হবে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৪ ঘণ্টা আগে