Ajker Patrika

মানিকগঞ্জে ঘরমুখী মানুষের নিরাপত্তায় তৎপর সেনাবাহিনী

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  
মানিকগঞ্জে ঘরমুখী মানুষের নিরাপত্তায় তৎপর সেনাবাহিনী
মানিকগঞ্জে ঘরমুখী মানুষের নিরাপত্তায় তৎপর সেনাবাহিনী। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের ঘরমুখী মানুষের নিরাপত্তা ও যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার মহাসড়কের শিবালয়ের উথুলী মোড়ে ও দুই ঘাটে মেজর রাফীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এ ছাড়া পাটুরিয়া ও আরিচা ঘাটে লঞ্চ-স্পিডবোটে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পারাপার না করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এ বিষয়ে মেজর কাফী বলেন, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা থেকে আসা ঘরমুখী মানুষদের কাছ থেকে যানবাহনে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কি না সে বিষয়ে বাস থামিয়ে চালকদের জিজ্ঞেস করা হয়। যাত্রীদের ভাড়া নিয়ে অভিযোগ থাকলে উভয়ের কথা শুনে বাড়তি ভাড়া ফেরত দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। অপর দিকে পাটুরিয়া ও আরিচা ঘাটে ফেরি, লঞ্চ ও স্পিডবোটে অতিরিক্ত ভাড়া এবং নৌযানে ধারণ ক্ষমতার বাইরে যাত্রী নেওয়া হচ্ছে কি না, তা তদারকি করা হচ্ছে।

এদিকে কয়েকজন যাত্রী জানান, এবার ঈদে অনেকটাই স্বস্তিতে বাড়ি ফিরছি। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সেনাবাহিনী সড়কে ও ঘাট এলাকায় তদারকি করায় সিন্ডিকেটরা অতিরিক্ত টাকা নিতে পারছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত