সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় চিরকুট লিখে এক স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের জান্না দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে স্কুলছাত্রীর নানা গতকাল রাতেই সাটুরিয়া থানায় বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার একটি মামলা দায়ের করেছেন।
স্কুলছাত্রীর মায়ের অভিযোগ, ফেসবুকে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ায় তার মেয়ে অভিমান করে আত্মহত্যা করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আত্মহত্যা আগে ওই স্কুলছাত্রী একটি চিরকুট লিখে গেছে। চিরকুটে সে লিখেছে, ‘ওরা আমাকে বাঁচতে দিল না, তুমি ভালো থেকো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ মা।’
নিহত স্কুলছাত্রীর মা বলেন, তিনি গার্মেন্টসে কাজ করেন। প্রতিদিনের মতো শনিবার সকালে কাজের উদ্দেশ্যে তিনি বের হয়ে যান। সন্ধ্যায় কাজ শেষে ঘরে এসে ঘরের দরজা-জানালা বন্ধ দেখে মেয়েকে ডাকাডাকি করেন। দরজা না খুললে আশপাশের মানুষের সহায়তায় দরজা ভেঙে ঘরে ঢুকে একমাত্র মেয়ের নিথর দেহ বিছানায় অর্ধেক আর মেঝেতে অর্ধেক পড়ে থাকতে দেখেন।
শিক্ষার্থীর মা আরও বলেন, ‘আমার সুন্দর মেয়ের ঠোঁট দুটো কালো ছিল, আর ওড়নাও গলায় প্যাঁচানো ছিল। ওরা ফেসবুকে মেয়ের আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ায় আমার মেয়ে অভিমান করে আত্মহত্যা করেছে। ওদের জন্য আমার মেয়ে মারা গেছে। আমি এর বিচার চাই।’
সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মো. ফরিদ আহমেদ বলেন, ‘এ ব্যাপারে স্কুলছাত্রীর নানা গতকাল শনিবার রাতে বাদী হয়ে হত্যা প্ররোচনার একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মানিকগঞ্জের সাটুরিয়ায় চিরকুট লিখে এক স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের জান্না দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে স্কুলছাত্রীর নানা গতকাল রাতেই সাটুরিয়া থানায় বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার একটি মামলা দায়ের করেছেন।
স্কুলছাত্রীর মায়ের অভিযোগ, ফেসবুকে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ায় তার মেয়ে অভিমান করে আত্মহত্যা করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আত্মহত্যা আগে ওই স্কুলছাত্রী একটি চিরকুট লিখে গেছে। চিরকুটে সে লিখেছে, ‘ওরা আমাকে বাঁচতে দিল না, তুমি ভালো থেকো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ মা।’
নিহত স্কুলছাত্রীর মা বলেন, তিনি গার্মেন্টসে কাজ করেন। প্রতিদিনের মতো শনিবার সকালে কাজের উদ্দেশ্যে তিনি বের হয়ে যান। সন্ধ্যায় কাজ শেষে ঘরে এসে ঘরের দরজা-জানালা বন্ধ দেখে মেয়েকে ডাকাডাকি করেন। দরজা না খুললে আশপাশের মানুষের সহায়তায় দরজা ভেঙে ঘরে ঢুকে একমাত্র মেয়ের নিথর দেহ বিছানায় অর্ধেক আর মেঝেতে অর্ধেক পড়ে থাকতে দেখেন।
শিক্ষার্থীর মা আরও বলেন, ‘আমার সুন্দর মেয়ের ঠোঁট দুটো কালো ছিল, আর ওড়নাও গলায় প্যাঁচানো ছিল। ওরা ফেসবুকে মেয়ের আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ায় আমার মেয়ে অভিমান করে আত্মহত্যা করেছে। ওদের জন্য আমার মেয়ে মারা গেছে। আমি এর বিচার চাই।’
সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মো. ফরিদ আহমেদ বলেন, ‘এ ব্যাপারে স্কুলছাত্রীর নানা গতকাল শনিবার রাতে বাদী হয়ে হত্যা প্ররোচনার একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
৩৩ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
৩৪ মিনিট আগে
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে সড়কে গাছ ফেলে একটি ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ভবানীপুর এলাকার তেঁতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে