মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুল রাজ্জাক রাজা বলেছেন, ‘আমরা যদি প্রশাসন, পুলিশ নির্ভরশীল হয়ে থাকি তা হলে কিন্তু আমাদের দল চলবে না। পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় তখন আমরা কোথায় পালাব।’
আজ বুধবার দুপুরে শহীদ রফিক সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক কর্মিসভায় তিনি একথা বলেন।
রাজা বলেন, বিএনপি-জামায়াত বিভিন্নভাবে তাদের দলকে সংগঠিত করার চেষ্টা করছে। তারা (বিএনপি) চেষ্টা করছে কীভাবে আওয়ামী-লীগের বিরুদ্ধে অপপ্রচার করা যায়। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার করা যায়। তারা আমাদের এমপি, মন্ত্রীদের উন্নয়নের বিরুদ্ধে অপপ্রচার করছে। আমরা নিজেরা যদি শক্তিশালী না হই, কমিটি গঠন না করি, কর্মিসভা না করি, কর্মীদের যদি উজ্জীবিত না করি। এই সুযোগে বিএনপি-জামায়াত আবার চাঙা হয়ে যাবে। তারা চাঙা হয়ে উঠলে তখন কিন্তু আমাদের পুলিশ নির্ভর হতে হবে। তখন যদি পুলিশ নিরপেক্ষ হয়ে যায় তখন আমরা কোথায় পালাব। কাজেই আমাদের না পালিয়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে। সে জন্য বেশি বেশি কর্মিসভা করতে হবে এবং দলের ত্যাগী নেতা-কর্মীদের সম্মানিত জায়গায় আনতে হবে।
রাজা আরও বলেন, আজকে দল ক্ষমতায় আছে বিদায় আমরা কিছু বুঝতেছিনা। আমরা গাঁ ভাসিয়ে চলছি জোয়ারের সঙ্গে। কিন্তু আমাদের জোয়ারের সঙ্গে গাঁ ভাসিয়ে চলা চলবে না। বড় বড় নেতাদের সঙ্গে ঘুইরা, গাড়ির দরজা খুলে, চামচামি কইরা যদি আমরা পদ নেই তা হলে আমরা সংগঠন চালাতে পারবো না।
এ সময় উপস্থিত ছিলেন- যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক কামরুল হাসান লিংকন, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, যুবলীগ যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনি প্রমুখ।

মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুল রাজ্জাক রাজা বলেছেন, ‘আমরা যদি প্রশাসন, পুলিশ নির্ভরশীল হয়ে থাকি তা হলে কিন্তু আমাদের দল চলবে না। পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় তখন আমরা কোথায় পালাব।’
আজ বুধবার দুপুরে শহীদ রফিক সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক কর্মিসভায় তিনি একথা বলেন।
রাজা বলেন, বিএনপি-জামায়াত বিভিন্নভাবে তাদের দলকে সংগঠিত করার চেষ্টা করছে। তারা (বিএনপি) চেষ্টা করছে কীভাবে আওয়ামী-লীগের বিরুদ্ধে অপপ্রচার করা যায়। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার করা যায়। তারা আমাদের এমপি, মন্ত্রীদের উন্নয়নের বিরুদ্ধে অপপ্রচার করছে। আমরা নিজেরা যদি শক্তিশালী না হই, কমিটি গঠন না করি, কর্মিসভা না করি, কর্মীদের যদি উজ্জীবিত না করি। এই সুযোগে বিএনপি-জামায়াত আবার চাঙা হয়ে যাবে। তারা চাঙা হয়ে উঠলে তখন কিন্তু আমাদের পুলিশ নির্ভর হতে হবে। তখন যদি পুলিশ নিরপেক্ষ হয়ে যায় তখন আমরা কোথায় পালাব। কাজেই আমাদের না পালিয়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে। সে জন্য বেশি বেশি কর্মিসভা করতে হবে এবং দলের ত্যাগী নেতা-কর্মীদের সম্মানিত জায়গায় আনতে হবে।
রাজা আরও বলেন, আজকে দল ক্ষমতায় আছে বিদায় আমরা কিছু বুঝতেছিনা। আমরা গাঁ ভাসিয়ে চলছি জোয়ারের সঙ্গে। কিন্তু আমাদের জোয়ারের সঙ্গে গাঁ ভাসিয়ে চলা চলবে না। বড় বড় নেতাদের সঙ্গে ঘুইরা, গাড়ির দরজা খুলে, চামচামি কইরা যদি আমরা পদ নেই তা হলে আমরা সংগঠন চালাতে পারবো না।
এ সময় উপস্থিত ছিলেন- যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক কামরুল হাসান লিংকন, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, যুবলীগ যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনি প্রমুখ।

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
২৯ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
৩১ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
৩৩ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে