ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। গত রাতে তারা সার্বিয়াকে ২-০ গোলে হারিয়েছে। ব্রাজিলের এই জয়ে ঘিওর উপজেলাসহ মানিকগঞ্জের শহর থেকে গ্রামে জার্সি-পতাকা বিক্রি বেড়েছে। প্রিয় দলের জয়ে ছাদে, রাস্তায়, গাড়িতে পতাকা টাঙাচ্ছেন ভক্তরা।
আজ শুক্রবার উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ডে পতাকা বিক্রেতা আকাশ আহমেদ রফিক বলেন, ‘আর্জেন্টিনা হারার পর বেশির ভাগ ভক্তের মধ্যে হতাশা চলে আসে। ফলে আর্জেন্টিনার কয়েক শ পতাকা অবিক্রীত রয়ে গেছে। গতকাল ব্রাজিল জেতায় দেশটির পতাকা বিক্রি বেড়েছে। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত ৮০টির মতো ব্রাজিলের বড় পতাকা ও ২০০ ছোট স্টিকার পতাকা বিক্রি হয়েছে।’
ঘিওর সদর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ পতাকা বিক্রেতা নাজির মিয়া বলেন, ‘বিশ্বকাপ এলেই পতাকা বিক্রি করি। আকারভেদে ১০০-৩৫০ টাকা পর্যন্ত একেকটি পতাকা বিক্রি হচ্ছে।’
কোন দেশের জার্সি ও পতাকা বেশি বিক্রি হচ্ছে জানতে চাইলে একতা স্পোর্টসের মালিক শান্তনু বলেন, ‘ব্রাজিলের তুলনায় আর্জেন্টিনার জার্সি ও পতাকার চাহিদা বেশি। কিন্তু আর্জেন্টিনার হার এবং ব্রাজিলের জয়ে এবার প্রেক্ষাপট পাল্টে গেছে। ১৫ দিন আগে যে জার্সির দাম ছিল ৬০০ টাকা, সেই জার্সির দাম এখন ৮০০ টাকারও বেশি।’
সরকারি দেবেন্দ্র কলেজছাত্র ইকরামুল ইসলাম ইমন বলেন, ‘৬ ফুটের একটা ব্রাজিলের পতাকা কিনেছি ৪০০ টাকা দিয়ে। এটি বাড়ির গেটে টাঙিয়ে রাখব। এ ছাড়া ৩ ফুটের ১০টি পতাকা কিনলাম, রাস্তার মোড়ে মোড়ে টাঙানোর জন্য। এর সঙ্গে বাংলাদেশের পতাকাও কিনেছি।’

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। গত রাতে তারা সার্বিয়াকে ২-০ গোলে হারিয়েছে। ব্রাজিলের এই জয়ে ঘিওর উপজেলাসহ মানিকগঞ্জের শহর থেকে গ্রামে জার্সি-পতাকা বিক্রি বেড়েছে। প্রিয় দলের জয়ে ছাদে, রাস্তায়, গাড়িতে পতাকা টাঙাচ্ছেন ভক্তরা।
আজ শুক্রবার উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ডে পতাকা বিক্রেতা আকাশ আহমেদ রফিক বলেন, ‘আর্জেন্টিনা হারার পর বেশির ভাগ ভক্তের মধ্যে হতাশা চলে আসে। ফলে আর্জেন্টিনার কয়েক শ পতাকা অবিক্রীত রয়ে গেছে। গতকাল ব্রাজিল জেতায় দেশটির পতাকা বিক্রি বেড়েছে। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত ৮০টির মতো ব্রাজিলের বড় পতাকা ও ২০০ ছোট স্টিকার পতাকা বিক্রি হয়েছে।’
ঘিওর সদর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ পতাকা বিক্রেতা নাজির মিয়া বলেন, ‘বিশ্বকাপ এলেই পতাকা বিক্রি করি। আকারভেদে ১০০-৩৫০ টাকা পর্যন্ত একেকটি পতাকা বিক্রি হচ্ছে।’
কোন দেশের জার্সি ও পতাকা বেশি বিক্রি হচ্ছে জানতে চাইলে একতা স্পোর্টসের মালিক শান্তনু বলেন, ‘ব্রাজিলের তুলনায় আর্জেন্টিনার জার্সি ও পতাকার চাহিদা বেশি। কিন্তু আর্জেন্টিনার হার এবং ব্রাজিলের জয়ে এবার প্রেক্ষাপট পাল্টে গেছে। ১৫ দিন আগে যে জার্সির দাম ছিল ৬০০ টাকা, সেই জার্সির দাম এখন ৮০০ টাকারও বেশি।’
সরকারি দেবেন্দ্র কলেজছাত্র ইকরামুল ইসলাম ইমন বলেন, ‘৬ ফুটের একটা ব্রাজিলের পতাকা কিনেছি ৪০০ টাকা দিয়ে। এটি বাড়ির গেটে টাঙিয়ে রাখব। এ ছাড়া ৩ ফুটের ১০টি পতাকা কিনলাম, রাস্তার মোড়ে মোড়ে টাঙানোর জন্য। এর সঙ্গে বাংলাদেশের পতাকাও কিনেছি।’

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে