মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ সদরে জেটি (জাপান টোব্যাকো) ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারখানায় শ্রমিকদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির নেতা আতাউর রহমান আতার অনুসারীদের বিরুদ্ধে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিবহন ও আউটসোর্সিং কর্মী নিয়োগের কাজ না পাওয়ায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা শ্রমিকদের বাধা দেন। আজ শনিবার সকাল ৯টায় গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় অর্ধশতাধিক শ্রমিক কাজের জন্য এসেও কারখানায় ঢুকতে পারেননি। পাশাপাশি ঢুকতে পারেননি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও।
বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেটি ইন্টারন্যাশনালের পরিবহন, আউটসোর্সিং কর্মী নিয়োগসহ ওয়্যারহাউস পরিচালনার যাবতীয় কাজ আওয়ামী লীগ সরকারের আমল থেকে করে আসছিল জাকির ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান। এর স্বত্বাধিকারী স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন। এখন এর সঙ্গে চুক্তি বাতিল করে চট্টগ্রামের এক প্রতিষ্ঠান দিয়ে কাজ করানো হচ্ছে। তবে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের দাবি, তাঁদের প্রতিষ্ঠান এমএস ট্রেডার্স দিয়ে কাজ করাতে হবে। এ নিয়ে জেটি ইন্টারন্যাশনালের কর্মকর্তাদের সঙ্গে আজ তর্কবিতর্কের পর তাঁরা শ্রমিকদের ওয়্যারহাউসে ঢুকতে বাধা দেন।
এ সময় কারখানার সামনে জেলা বিএনপির নেতা আবুল কালাম, সদর উপজেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মোহাম্মদ জহির, জাগীর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বাবু, সদর কৃষক দলের সহসভাপতি সাইদুল ইসলাম সাজলু, জেলা বিএনপির সদস্য ফরিদুজ্জামান ফরিদ, সাবেক ছাত্রদল নেতা মাহফুজুর রহমান রবিনসহ ২০ থেকে ২৫ জন উপস্থিত ছিলেন। সবাই জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আতাউর রহমান আতার অনুসারী।
এ নিয়ে কথা হলে আতাউর রহমান বলেন, ‘কোম্পানির লোকদের সঙ্গে আগেই কথাবার্তা ছিল, ফ্যাক্টরিতে চলমান কাজগুলো স্থানীয় নেতা-কর্মীদের দিয়ে করানো হবে। কোম্পানি সেটার ব্যত্যয় করলে স্থানীয় ইউনিয়নের নেতা-কর্মীরা শ্রমিকদের ফ্যাক্টরিতে ঢুকতে বাধা দিয়েছে। পরে কোম্পানির সিকিউরিটি ইনচার্জ সাইদুজ্জামান নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করে নিয়েছেন বলে জানতে পেরেছি।’
সাইদুজ্জামান বলেন, ‘লেবারদের ওয়্যারহাউসে ঢুকতে না দেওয়া স্থানীয় যাঁরা ছিলেন, তাঁদের সঙ্গে কথা বলেছি। তাঁরা আউটসোর্সিংয়ের ঠিকাদারি, ট্রান্সপোর্ট ব্যবসা করতে আগ্রহী। আমরা তাঁদের নিয়মমাফিক অফিশিয়াল প্রক্রিয়া মেনে টেন্ডার লাইসেন্স জমা দিতে বলেছি। তাঁরা কাজ করলে আমাদের প্রতিষ্ঠানের দিক থেকে কোনো সমস্যা নেই। তবে প্রতিষ্ঠানে শ্রমিকদের ঢুকতে না দেওয়ার মতো ঘটনা কাম্য নয়।’
যোগাযোগ করা হলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‘ঘটনা জানার পর পুলিশ পাঠানো হয়েছিল। দুই পক্ষের সঙ্গে কথা বলে আমরা দ্রুত এ সংকট সমাধানের চেষ্টা করছি।’

মানিকগঞ্জ সদরে জেটি (জাপান টোব্যাকো) ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারখানায় শ্রমিকদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির নেতা আতাউর রহমান আতার অনুসারীদের বিরুদ্ধে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিবহন ও আউটসোর্সিং কর্মী নিয়োগের কাজ না পাওয়ায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা শ্রমিকদের বাধা দেন। আজ শনিবার সকাল ৯টায় গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় অর্ধশতাধিক শ্রমিক কাজের জন্য এসেও কারখানায় ঢুকতে পারেননি। পাশাপাশি ঢুকতে পারেননি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও।
বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেটি ইন্টারন্যাশনালের পরিবহন, আউটসোর্সিং কর্মী নিয়োগসহ ওয়্যারহাউস পরিচালনার যাবতীয় কাজ আওয়ামী লীগ সরকারের আমল থেকে করে আসছিল জাকির ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান। এর স্বত্বাধিকারী স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন। এখন এর সঙ্গে চুক্তি বাতিল করে চট্টগ্রামের এক প্রতিষ্ঠান দিয়ে কাজ করানো হচ্ছে। তবে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের দাবি, তাঁদের প্রতিষ্ঠান এমএস ট্রেডার্স দিয়ে কাজ করাতে হবে। এ নিয়ে জেটি ইন্টারন্যাশনালের কর্মকর্তাদের সঙ্গে আজ তর্কবিতর্কের পর তাঁরা শ্রমিকদের ওয়্যারহাউসে ঢুকতে বাধা দেন।
এ সময় কারখানার সামনে জেলা বিএনপির নেতা আবুল কালাম, সদর উপজেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মোহাম্মদ জহির, জাগীর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বাবু, সদর কৃষক দলের সহসভাপতি সাইদুল ইসলাম সাজলু, জেলা বিএনপির সদস্য ফরিদুজ্জামান ফরিদ, সাবেক ছাত্রদল নেতা মাহফুজুর রহমান রবিনসহ ২০ থেকে ২৫ জন উপস্থিত ছিলেন। সবাই জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আতাউর রহমান আতার অনুসারী।
এ নিয়ে কথা হলে আতাউর রহমান বলেন, ‘কোম্পানির লোকদের সঙ্গে আগেই কথাবার্তা ছিল, ফ্যাক্টরিতে চলমান কাজগুলো স্থানীয় নেতা-কর্মীদের দিয়ে করানো হবে। কোম্পানি সেটার ব্যত্যয় করলে স্থানীয় ইউনিয়নের নেতা-কর্মীরা শ্রমিকদের ফ্যাক্টরিতে ঢুকতে বাধা দিয়েছে। পরে কোম্পানির সিকিউরিটি ইনচার্জ সাইদুজ্জামান নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করে নিয়েছেন বলে জানতে পেরেছি।’
সাইদুজ্জামান বলেন, ‘লেবারদের ওয়্যারহাউসে ঢুকতে না দেওয়া স্থানীয় যাঁরা ছিলেন, তাঁদের সঙ্গে কথা বলেছি। তাঁরা আউটসোর্সিংয়ের ঠিকাদারি, ট্রান্সপোর্ট ব্যবসা করতে আগ্রহী। আমরা তাঁদের নিয়মমাফিক অফিশিয়াল প্রক্রিয়া মেনে টেন্ডার লাইসেন্স জমা দিতে বলেছি। তাঁরা কাজ করলে আমাদের প্রতিষ্ঠানের দিক থেকে কোনো সমস্যা নেই। তবে প্রতিষ্ঠানে শ্রমিকদের ঢুকতে না দেওয়ার মতো ঘটনা কাম্য নয়।’
যোগাযোগ করা হলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‘ঘটনা জানার পর পুলিশ পাঠানো হয়েছিল। দুই পক্ষের সঙ্গে কথা বলে আমরা দ্রুত এ সংকট সমাধানের চেষ্টা করছি।’

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
৯ মিনিট আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে