অরূপ রায়, সাভার

খাড়া দুপুর। সরকারি অফিসে শুনশান নিরবতা। ফ্যানের বাতাসে ঘুমিয়ে-ঘুমিয়ে অফিস করছেন অনেক কর্মকর্তারা-কর্মচারীরা। অনেকে সময় কাটাচ্ছিলেন গল্প করে। আবার অনেকের কক্ষে ঝুলছিল তালা।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গিয়ে দেখা যায় এমন চিত্র।
রিকশা থেকে নেমে হাসপাতালে প্রবেশ করতেই দেখা যায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইমরান হোসেনের আর ভেটেরিনারি সার্জন খোকন হোসেনের কক্ষ বন্ধ। ওই দুই কর্মকর্তার নাম ও পদবী নোট করার সময় পাশের অফিস কক্ষ থেকে বের হয়ে আসেন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা খন্দকার শাকিয়াল রাজী দিপু। তিনি কোনো কথা না বলে বারান্দায় কয়েক মিনিট পায়চারি করে আবার তাঁর কক্ষে ঢুকে পড়েন। তাঁর পিছু নিয়ে ওই কক্ষে গিয়ে অফিস সহায়ক নাজিম উদ্দিনকে বেঞ্চের ওপরে শুয়ে ঘুমাতে দেখা যায়। আর টেবিলে মাথা দিয়ে ঘুমের মধ্যে নাক ডাকছিলেন অপর উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা জালাল উদ্দিন। ছবি তুলতেই তাঁদের ডেকে তুলেন খন্দকার শাকিয়াল রাজী।
ঘুম ভাঙার পর হাতে চোখ মুছতে মুছতে জালাল উদ্দিন বলেন, ‘একদিকে গরম অন্যদিকে লোকজন নেই। তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম।’ জালাল উদ্দিনের সঙ্গে সুর মিলিয়ে নাজিম উদ্দিনও একই রকম কথা বলে অফিসে বসে ঘুমানোর বিষয়টিকে হালকা করার চেষ্টা করেন।
তবে খন্দকার শাকিয়াল রাজী দিপু বলেন, ‘আপনারা যত যুক্তি দেন না কেন, অফিসে ঘুমানো ঠিক হয়নি।’
অফিস কক্ষ থেকে বের হয়ে পাশের কক্ষে গিয়ে পাওয়া যায় ডাটা এন্ট্রি অপারেটর আবু সাঈদ ও ভেটেরিনারি ফিল্ড অ্যাসিসটেন্ট মুক্তা রানী সরকাকে। তাঁরাও বসে বসে গল্প করছিলেন।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জনের কক্ষে তালা ঝুলার কারণ জানতে চাইলে আবু সাঈদ বলেন, ‘ভেটেরিনারি সার্জন খোকন হোসেন ছয় মাসের জন্য প্রশিক্ষণে আছেন। তাই কক্ষটি বন্ধ করে রাখা হয়েছে। আর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইমরান হোসেনের দুর্ঘটনায় আহত হয়ে ছুটিতে আছেন। তাই তাঁর কক্ষটিও বন্ধ করে রাখা হয়েছে।’
মোবাইল ফোনে যোগাযোগ করা হলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি কয়েকদিন আগে দুর্ঘটনার শিকার হয়ে পায়ে ব্যাথা পেয়েছি। তাই আজ সোমবার অফিসে যাইনি। কিন্তু ছুটি নেইনি। কাল মঙ্গলবার অফিসে এলে আমাকে পাবেন।’

খাড়া দুপুর। সরকারি অফিসে শুনশান নিরবতা। ফ্যানের বাতাসে ঘুমিয়ে-ঘুমিয়ে অফিস করছেন অনেক কর্মকর্তারা-কর্মচারীরা। অনেকে সময় কাটাচ্ছিলেন গল্প করে। আবার অনেকের কক্ষে ঝুলছিল তালা।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গিয়ে দেখা যায় এমন চিত্র।
রিকশা থেকে নেমে হাসপাতালে প্রবেশ করতেই দেখা যায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইমরান হোসেনের আর ভেটেরিনারি সার্জন খোকন হোসেনের কক্ষ বন্ধ। ওই দুই কর্মকর্তার নাম ও পদবী নোট করার সময় পাশের অফিস কক্ষ থেকে বের হয়ে আসেন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা খন্দকার শাকিয়াল রাজী দিপু। তিনি কোনো কথা না বলে বারান্দায় কয়েক মিনিট পায়চারি করে আবার তাঁর কক্ষে ঢুকে পড়েন। তাঁর পিছু নিয়ে ওই কক্ষে গিয়ে অফিস সহায়ক নাজিম উদ্দিনকে বেঞ্চের ওপরে শুয়ে ঘুমাতে দেখা যায়। আর টেবিলে মাথা দিয়ে ঘুমের মধ্যে নাক ডাকছিলেন অপর উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা জালাল উদ্দিন। ছবি তুলতেই তাঁদের ডেকে তুলেন খন্দকার শাকিয়াল রাজী।
ঘুম ভাঙার পর হাতে চোখ মুছতে মুছতে জালাল উদ্দিন বলেন, ‘একদিকে গরম অন্যদিকে লোকজন নেই। তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম।’ জালাল উদ্দিনের সঙ্গে সুর মিলিয়ে নাজিম উদ্দিনও একই রকম কথা বলে অফিসে বসে ঘুমানোর বিষয়টিকে হালকা করার চেষ্টা করেন।
তবে খন্দকার শাকিয়াল রাজী দিপু বলেন, ‘আপনারা যত যুক্তি দেন না কেন, অফিসে ঘুমানো ঠিক হয়নি।’
অফিস কক্ষ থেকে বের হয়ে পাশের কক্ষে গিয়ে পাওয়া যায় ডাটা এন্ট্রি অপারেটর আবু সাঈদ ও ভেটেরিনারি ফিল্ড অ্যাসিসটেন্ট মুক্তা রানী সরকাকে। তাঁরাও বসে বসে গল্প করছিলেন।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জনের কক্ষে তালা ঝুলার কারণ জানতে চাইলে আবু সাঈদ বলেন, ‘ভেটেরিনারি সার্জন খোকন হোসেন ছয় মাসের জন্য প্রশিক্ষণে আছেন। তাই কক্ষটি বন্ধ করে রাখা হয়েছে। আর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইমরান হোসেনের দুর্ঘটনায় আহত হয়ে ছুটিতে আছেন। তাই তাঁর কক্ষটিও বন্ধ করে রাখা হয়েছে।’
মোবাইল ফোনে যোগাযোগ করা হলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি কয়েকদিন আগে দুর্ঘটনার শিকার হয়ে পায়ে ব্যাথা পেয়েছি। তাই আজ সোমবার অফিসে যাইনি। কিন্তু ছুটি নেইনি। কাল মঙ্গলবার অফিসে এলে আমাকে পাবেন।’

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে