ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী জহিরুল আলম রুবেলের এক কর্মীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনুমতি না নিয়ে বর্ধিত সভার আয়োজন করা এবং নির্বাচনী ক্যাম্পে ভোটারদের জন্য খাবার রান্না করায় তাঁকে এই জরিমানা করা হয়।
একই সঙ্গে প্রায় দুই হাজার লোকের জন্য রান্না করা খাবার (খিচুড়ি) জব্দ করে পাঠানো হয়েছে স্থানীয় চারটি এতিমখানায়। আজ শনিবার দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. ফয়েজ উদ্দিন আহমেদ এ অভিযানে নেতৃত্ব দেন।
জরিমানাপ্রাপ্ত মো. আব্দুল জলিল লাঙ্গল প্রতীকের কর্মী ও বৈণ্যা গ্রামের বাসিন্দা।
দৌলতপুর পাইলট উচ্চবালিকা বিদ্যালয়ের মাঠে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ বিশেষ বর্ধিত সভার আয়োজন করে। সেই সভার বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে অনুমতি না নেওয়া ও নির্বাচনী ক্যাম্পে খাবার বিতরণ করার ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।
এ বিষয়ে জিয়নপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার অনুমতির দায়িত্ব একজনকে দেওয়া হয়েছিল। কিন্তু আবেদনটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে না পৌঁছানোর কারণে ঘটনাটি ঘটেছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. ফয়েজ উদ্দিন আহমেদ জানান, নির্বাচনী আচরণবিধি ১০ (চ) ধারা অনুযায়ী নির্বাচনী ক্যাম্পে কোমল পানীয় ও খাদ্যসামগ্রী পরিবেশন করা যাবে না। কিন্তু জলিল এই আইন ভঙ্গ করেছেন। যে কারণে তাঁকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে খাবার জব্দ করে স্থানীয় চারটি এতিমখানায় পাঠানো হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মানিকগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী জহিরুল আলম রুবেলের এক কর্মীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনুমতি না নিয়ে বর্ধিত সভার আয়োজন করা এবং নির্বাচনী ক্যাম্পে ভোটারদের জন্য খাবার রান্না করায় তাঁকে এই জরিমানা করা হয়।
একই সঙ্গে প্রায় দুই হাজার লোকের জন্য রান্না করা খাবার (খিচুড়ি) জব্দ করে পাঠানো হয়েছে স্থানীয় চারটি এতিমখানায়। আজ শনিবার দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. ফয়েজ উদ্দিন আহমেদ এ অভিযানে নেতৃত্ব দেন।
জরিমানাপ্রাপ্ত মো. আব্দুল জলিল লাঙ্গল প্রতীকের কর্মী ও বৈণ্যা গ্রামের বাসিন্দা।
দৌলতপুর পাইলট উচ্চবালিকা বিদ্যালয়ের মাঠে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ বিশেষ বর্ধিত সভার আয়োজন করে। সেই সভার বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে অনুমতি না নেওয়া ও নির্বাচনী ক্যাম্পে খাবার বিতরণ করার ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।
এ বিষয়ে জিয়নপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার অনুমতির দায়িত্ব একজনকে দেওয়া হয়েছিল। কিন্তু আবেদনটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে না পৌঁছানোর কারণে ঘটনাটি ঘটেছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. ফয়েজ উদ্দিন আহমেদ জানান, নির্বাচনী আচরণবিধি ১০ (চ) ধারা অনুযায়ী নির্বাচনী ক্যাম্পে কোমল পানীয় ও খাদ্যসামগ্রী পরিবেশন করা যাবে না। কিন্তু জলিল এই আইন ভঙ্গ করেছেন। যে কারণে তাঁকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে খাবার জব্দ করে স্থানীয় চারটি এতিমখানায় পাঠানো হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
১৯ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
২২ মিনিট আগে
এবার প্রাণনাশের হুমকির কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি জানান, গতকাল শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
৪২ মিনিট আগে
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সুন্দর সমাজ চাইলে, নতুন প্রজন্মের সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। সংস্কারের পক্ষে থাকলেই দেশ বদলানো যাবে। দেশটাকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।
১ ঘণ্টা আগে