ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য অটোরিকশা চালককে মারধর করেছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পয়লা ইউনিয়নের শাইলকাই বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সন্ধ্যায় ঘিওর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী রিকশাচালক রাসেল মিয়া।
আহত অটোরিকশাচালক রাসেল মিয়ার বাড়ি পয়লা ইউনিয়নের বাঙ্গালা গ্রামে। আর অভিযুক্তের নাম মো. নাসির উদ্দিন। তিনি পয়লা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।
অভিযোগ সূত্রে জানা গেছে, অটোরিকশাচালক রাসেল পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার ধামশ্বর থেকে রিজার্ভ ট্রিপ নিয়ে ঘিওর বাজারে যাচ্ছিলেন। পথে বাঙ্গালা বাজার এলাকায় ইউপি সদস্য নাসির উদ্দিন জোর করে অটোরিকশাটি থামিয়ে উঠে বসেন। তাঁকে শাইলকাই বাজারে নামিয়ে দেওয়ার জন্য জোর জবরদস্তি করেন। চালক রাসেল রাজি না হওয়ায় জোর করে নিয়ে যান। পরে নাসির অটোরিকশা থেকে নেমে চালক রাসেলকে কিলঘুষি মারেন। পরে আরও কয়েকজনকে ডেকে এনে মারধর করেন।
আহত চালক রাসেল মিয়া বলেন, ‘স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের হাত থেকে আমাকে রক্ষা করেন।’
শাইলকাই বাজারের ব্যবসায়ী আইয়ুব বলেন, ‘মেম্বারের এমন কর্মকান্ডে আমরা হতবাক হয়ে গেছি। তিনি একজন দায়িত্বশীল লোক হয়ে রিকশাচালককে এভাবে মারাটা ঠিক হয়নি।’
এ ব্যাপারে ইউপি সদস্য নাসির উদ্দিন বলেন, ‘জরুরি কাজে অটোতে উঠি। অটোচালক বাজে ব্যবহার করায় দু-একটি চড় থাপ্পড় মারা হয়েছে।’
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানিকগঞ্জের ঘিওরে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য অটোরিকশা চালককে মারধর করেছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পয়লা ইউনিয়নের শাইলকাই বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সন্ধ্যায় ঘিওর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী রিকশাচালক রাসেল মিয়া।
আহত অটোরিকশাচালক রাসেল মিয়ার বাড়ি পয়লা ইউনিয়নের বাঙ্গালা গ্রামে। আর অভিযুক্তের নাম মো. নাসির উদ্দিন। তিনি পয়লা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।
অভিযোগ সূত্রে জানা গেছে, অটোরিকশাচালক রাসেল পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার ধামশ্বর থেকে রিজার্ভ ট্রিপ নিয়ে ঘিওর বাজারে যাচ্ছিলেন। পথে বাঙ্গালা বাজার এলাকায় ইউপি সদস্য নাসির উদ্দিন জোর করে অটোরিকশাটি থামিয়ে উঠে বসেন। তাঁকে শাইলকাই বাজারে নামিয়ে দেওয়ার জন্য জোর জবরদস্তি করেন। চালক রাসেল রাজি না হওয়ায় জোর করে নিয়ে যান। পরে নাসির অটোরিকশা থেকে নেমে চালক রাসেলকে কিলঘুষি মারেন। পরে আরও কয়েকজনকে ডেকে এনে মারধর করেন।
আহত চালক রাসেল মিয়া বলেন, ‘স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের হাত থেকে আমাকে রক্ষা করেন।’
শাইলকাই বাজারের ব্যবসায়ী আইয়ুব বলেন, ‘মেম্বারের এমন কর্মকান্ডে আমরা হতবাক হয়ে গেছি। তিনি একজন দায়িত্বশীল লোক হয়ে রিকশাচালককে এভাবে মারাটা ঠিক হয়নি।’
এ ব্যাপারে ইউপি সদস্য নাসির উদ্দিন বলেন, ‘জরুরি কাজে অটোতে উঠি। অটোচালক বাজে ব্যবহার করায় দু-একটি চড় থাপ্পড় মারা হয়েছে।’
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১৫ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
২৫ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
৩৩ মিনিট আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে