আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের আশা মনি ও উম্মে সুলতানা উষা নামে দুই বোন ৪১ তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্ত হয়েছেন। তাঁরা জেলার সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত ফার্মাসিস্ট মো. আনোয়ার হোসেন ও রহিমা আক্তার দম্পতির মেয়ে। গত বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, বড় বোন আশা মনি ধল্লা ইউনিয়নের জায়গীর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে লেখাপড়া শেষ সাভার রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০০৮ সালে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়ে এসএসসি পাস করেন। ২০১০ সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.৯০ পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেন।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের ১৮ তম ব্যাচের শিক্ষার্থী হিসেবে সম্মান ও স্নাতকোত্তর শেষ করেন। তিনি কাস্টমস কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। ব্যক্তিগত জীবনে এক কন্যা সন্তানের জননী আশা মনির স্বামী মওদুদ আহমেদও ৩১তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে বর্তমানে বিপিএসিটিসিতে ডেপুটি ডিরেক্টর হিসেবে কর্মরত।
অন্যদিকে উম্মে সুলতানা উষা একই স্কুল থেকে প্রাথমিক পর্যায়ের লেখাপড়া শেষ করে ২০১১ সালে সাভার রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ ৪.৫০ পেয়ে এসএসসি পাস করেন। ২০১৩ সালে সাভার মডেল কলেজের মানবিক বিভাগ থেকে জিপিএ ৫ পেয়ে উচ্চমাধ্যমিক পাস করেন। পরে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৩ তম ব্যাচের শিক্ষার্থী হিসেবে সম্মান ও স্নাতকোত্তর শেষ করেন।
এই প্রতিনিধির কাছে দুই বোন জানিয়েছেন, তাঁরা দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চান।

মানিকগঞ্জের আশা মনি ও উম্মে সুলতানা উষা নামে দুই বোন ৪১ তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্ত হয়েছেন। তাঁরা জেলার সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত ফার্মাসিস্ট মো. আনোয়ার হোসেন ও রহিমা আক্তার দম্পতির মেয়ে। গত বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, বড় বোন আশা মনি ধল্লা ইউনিয়নের জায়গীর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে লেখাপড়া শেষ সাভার রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০০৮ সালে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়ে এসএসসি পাস করেন। ২০১০ সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.৯০ পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেন।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের ১৮ তম ব্যাচের শিক্ষার্থী হিসেবে সম্মান ও স্নাতকোত্তর শেষ করেন। তিনি কাস্টমস কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। ব্যক্তিগত জীবনে এক কন্যা সন্তানের জননী আশা মনির স্বামী মওদুদ আহমেদও ৩১তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে বর্তমানে বিপিএসিটিসিতে ডেপুটি ডিরেক্টর হিসেবে কর্মরত।
অন্যদিকে উম্মে সুলতানা উষা একই স্কুল থেকে প্রাথমিক পর্যায়ের লেখাপড়া শেষ করে ২০১১ সালে সাভার রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ ৪.৫০ পেয়ে এসএসসি পাস করেন। ২০১৩ সালে সাভার মডেল কলেজের মানবিক বিভাগ থেকে জিপিএ ৫ পেয়ে উচ্চমাধ্যমিক পাস করেন। পরে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৩ তম ব্যাচের শিক্ষার্থী হিসেবে সম্মান ও স্নাতকোত্তর শেষ করেন।
এই প্রতিনিধির কাছে দুই বোন জানিয়েছেন, তাঁরা দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চান।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৫ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৫ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৫ ঘণ্টা আগে