হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে কালবৈশাখী ঝড়ে ভুট্টার ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার চালা, বয়ড়া, বলড়া, হারুকান্দি, রামকৃষ্ণপুর ও ধূলসুরা ইউনিয়নে এ ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গাফফার আজকের পত্রিকাকে বলেন, ‘চলতি বছর হরিরামপুর উপজেলায় ৩ হাজার ৩৪১ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। এর মধ্যে ঝড়ে পাঁচ ইউনিয়নের ভুট্টায় ব্যাপক ক্ষতি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আজ আমরা পাঁচটি ইউনিয়নের ৯২ হেক্টর জমির ভুট্টা ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পেয়েছি। এর মধ্যে আট হেক্টর জমির ভুট্টা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণের তালিকা প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। কোনো সহযোগিতা আসলে ক্ষতিগ্রস্ত কৃষকদের দেওয়া হবে।’
কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার বয়ড়া, চালা, রামকৃষ্ণপুর ও হারুকান্দি ইউনিয়নে ঝড়ে সবচেয়ে বেশি ভুট্টা খেতের ক্ষতি হয়েছে। পাঁচ ইউনিয়নের ৯২ হেক্টর জমির ভুট্টা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৮ হেক্টর জমির ভুট্টা পুরোপুরি নষ্ট হয়ে গেছে।
কৃষকেরা জানান, অনুকূল আবহাওয়া, কম খরচে অধিক ফলন, অন্য ফসলের চেয়ে পরিচর্যা খরচ ও রোগবালাই কম হওয়ায় ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। বিশেষ করে চরাঞ্চলের লেছড়াগঞ্জ, আজিমনগর ও সুতালড়ি ইউনিয়নে ভুট্টা চাষ কয়েক গুণ বেড়েছে। তবে এবার কালবৈশাখী ঝড়ে ক্ষতি হয়েছে অনেক।
বয়ড়া ইউনিয়নের ভুট্টাচাষি মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এক বিঘা ভুট্টা পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে। খরচের টাকাও উঠবে না।
ভুট্টাচাষি ফরমান আলী আজকের পত্রিকাকে বলেন, ঝড়ে পাঁচ বিঘা জমির ভুট্টা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ভুট্টা চাষে পানি দিতে অনেক খরচ, এরপর সারও দিতে হয় অনেক। লাভ দূরে থাক খরচের টাকাও উঠবে না।

মানিকগঞ্জের হরিরামপুরে কালবৈশাখী ঝড়ে ভুট্টার ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার চালা, বয়ড়া, বলড়া, হারুকান্দি, রামকৃষ্ণপুর ও ধূলসুরা ইউনিয়নে এ ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গাফফার আজকের পত্রিকাকে বলেন, ‘চলতি বছর হরিরামপুর উপজেলায় ৩ হাজার ৩৪১ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। এর মধ্যে ঝড়ে পাঁচ ইউনিয়নের ভুট্টায় ব্যাপক ক্ষতি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আজ আমরা পাঁচটি ইউনিয়নের ৯২ হেক্টর জমির ভুট্টা ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পেয়েছি। এর মধ্যে আট হেক্টর জমির ভুট্টা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণের তালিকা প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। কোনো সহযোগিতা আসলে ক্ষতিগ্রস্ত কৃষকদের দেওয়া হবে।’
কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার বয়ড়া, চালা, রামকৃষ্ণপুর ও হারুকান্দি ইউনিয়নে ঝড়ে সবচেয়ে বেশি ভুট্টা খেতের ক্ষতি হয়েছে। পাঁচ ইউনিয়নের ৯২ হেক্টর জমির ভুট্টা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৮ হেক্টর জমির ভুট্টা পুরোপুরি নষ্ট হয়ে গেছে।
কৃষকেরা জানান, অনুকূল আবহাওয়া, কম খরচে অধিক ফলন, অন্য ফসলের চেয়ে পরিচর্যা খরচ ও রোগবালাই কম হওয়ায় ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। বিশেষ করে চরাঞ্চলের লেছড়াগঞ্জ, আজিমনগর ও সুতালড়ি ইউনিয়নে ভুট্টা চাষ কয়েক গুণ বেড়েছে। তবে এবার কালবৈশাখী ঝড়ে ক্ষতি হয়েছে অনেক।
বয়ড়া ইউনিয়নের ভুট্টাচাষি মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এক বিঘা ভুট্টা পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে। খরচের টাকাও উঠবে না।
ভুট্টাচাষি ফরমান আলী আজকের পত্রিকাকে বলেন, ঝড়ে পাঁচ বিঘা জমির ভুট্টা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ভুট্টা চাষে পানি দিতে অনেক খরচ, এরপর সারও দিতে হয় অনেক। লাভ দূরে থাক খরচের টাকাও উঠবে না।

কেন্দ্রীয় বিএনপির দলীয় প্যাডে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুজ্জামান মতিনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
৪ মিনিট আগে
রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে