Ajker Patrika

পাটুরিয়ায় ভোক্তা অধিকারে অভিযান, পরিবহনে ভাড়ার তালিকা না থাকায় জরিমানা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  
পাটুরিয়ায় ভোক্তা অধিকারে অভিযান, পরিবহনে ভাড়ার তালিকা না থাকায় জরিমানা
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তার নেতৃত্বে অভিযান। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে পরিবহন ও হোটেল থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

আজ মঙ্গলবার (৩ জুন) বিকেলে মানিকগঞ্জ ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা এ অভিযান পরিচালনা করেন। এ সময় র‌্যাব ও পুলিশের দুটি টিম সহযোগিতা করে।

জানা যায়, সেলফি ও নীলাচল পরিবহনে ভাড়ার তালিকা না থাকায় পাঁচ হাজার টাকা করে জরিমানা আদায় করেন। এ ছাড়া দুটি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রির অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম জানান, ঈদের আগে যাত্রীর অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে অভিযান চালায়। ঈদের আগপর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা আজকের পত্রিকাকে বলেন, ‘সেলফি ও নীলাচল পরিবহনে ঈদ সামনে রেখে দ্বিগুণ ভাড়া নিচ্ছে, আমাদের কাছে এ রকম লিখিত একটি অভিযোগ আসে। আমরা ঘটনাস্থলে গিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাই এবং পরিবহনে যাত্রীর ভাড়ার তালিকা না থাকায় জরিমানা করা হয়। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও খাবারের মূল্যতালিকা না থাকায় দুটি হোটেলকে জরিমানা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলপিজির কারসাজিতে অসহায় জনগণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত