ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

অসময়ে বাড়ছে মানিকগঞ্জের ঘিওরের ইছামতী, পুরাতন ধলেশ্বরী ও কালীগঙ্গা নদীর পানি। এসব নদীর পাড়ের মানুষের মধ্যে দেখা দিয়েছে ভাঙনের আতঙ্ক। বসতবাড়ি, ফসলি জমি যেকোনো সময় নদীগর্ভে হারিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন এলাকাবাসী।
সদ্যবিগত বর্ষায় ভাঙনের ফলে নদী গর্ভে চলে গেছে প্রায় অর্ধশত বসতভিটা, ব্রিজ, কালভার্ট, ফসলি জমি, শত বছরের ঐতিহ্যবাহী গরুর হাটসহ বেশ কয়েকটি স্থাপনা। ইছামতী শাখা নদীর ভাঙনের শিকার বড় রামকান্তপুর কুঠিবাড়ি এলাকার ২৬টি পরিবার। এর ফলে মানবেতর জীবনযাপন করছেন স্থানীয়রা। এর মধ্যেই নতুন করে বাড়ছে পানি।
সরেজমিনে দেখা যায়, ঘিওর সদর ইউনিয়নের পঞ্চরাস্তা এলাকায় পুরাতন ধলেশ্বরী নদীর উত্তর পাড়ে ভাঙনে কমপক্ষে ১৫টি বসতবাড়ি ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। বড় হুমকির মুখে আছে সরকারি খাদ্য গুদাম ও শ্মশানঘাট। শ্রীধরনগর, কুস্তা, মাইলাগী, ঘিওর পূর্বপাড়া, ঘিওর নদীর উত্তর পারের বাজার এবং ব্রিজসহ ১২-১৩টি প্রতিষ্ঠানও ঝুঁকিতে।
নদীর ভাঙনে শত বছরের ঐতিহ্যবাহী ঘিওর গরুর হাট অর্ধেক বিলীন হয়ে গেছে। ভাঙনের হুমকির মধ্যে রয়েছে কুস্তা কফিল উদ্দিন দরজি উচ্চবিদ্যালয়, কুস্তা ব্রিজ, ঘিওর-গোলাপনগরের রাস্তা, ব্যাপারীপাড়া কবরস্থান, রসুলপুর গ্রাম ও সেখানকার কবরস্থান।
জাবরা গ্রামের মো. আজিম মিয়া বলেন, ‘অসময়ে নতুন করে ভাঙনে আমার মতো আরও অনেকেই ফসলি জমি হারাচ্ছেন। ইতিমধ্যে কালীগঙ্গা নদীর ভাঙনে আমার ২ বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।’
ইছামতী নদীর ভাঙনের শিকার মহাদেব শীল, বক্কার মিয়া, মো. মোস্তফা কামাল ও পারুল আক্তার জানান, ‘পোলাপান লইয়া সব সময় ডরের মধ্যে থাকি। রাইত একটুও ঘুমাইতে পারি না। কহন না জানি নদী সব লইয়া যায়। আমাগো বসতবাড়ি ভাঙন রোধে সরকারের সাহায্য চাই।’
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান বলেন, ‘হঠাৎ পানি বাড়ার সঙ্গে নদী ভাঙন দেখা দিয়েছে। বিষয়টি পানি উন্নয়ন কর্মকর্তাদের বিষয়টি অবগত করেছি। ইতিমধ্যে ঘিওর হাট, কুস্তা ব্রিজ ও খাদ্য গুদাম, শ্মশান, মন্দির ভাঙনের কবল থেকে রক্ষায় জিও ব্যাগ ফেলা, বাঁধ ও সংস্কারসহ কয়েকটি প্রকল্পের মাধ্যমে কাজ করা হয়েছে।’
ভাঙন রোধের বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, ‘আপাতত সাড়ে আট হাজার জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর কাজ শুরু হয়েছে। এ ছাড়া কুস্তা বেইলী ব্রিজে গাইড ওয়ালসহ জিও ব্যাগ ফেলা হয়েছে। ইতিমধ্যে ২ কোটি ৫০ লাখ টাকার একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। ভাঙনরোধে তিনটি প্রকল্পের মাধ্যমে ধলেশ্বরী নদী পুনঃখনন কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে।’
সেপ্টেম্বরেও ঘিওর উপজেলার ইছামতী, পুরাতন ধলেশ্বরী ও কালীগঙ্গা নদীর পানি অসময়ে বৃদ্ধিতে ভাঙনের ঘটনা ঘটে।

অসময়ে বাড়ছে মানিকগঞ্জের ঘিওরের ইছামতী, পুরাতন ধলেশ্বরী ও কালীগঙ্গা নদীর পানি। এসব নদীর পাড়ের মানুষের মধ্যে দেখা দিয়েছে ভাঙনের আতঙ্ক। বসতবাড়ি, ফসলি জমি যেকোনো সময় নদীগর্ভে হারিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন এলাকাবাসী।
সদ্যবিগত বর্ষায় ভাঙনের ফলে নদী গর্ভে চলে গেছে প্রায় অর্ধশত বসতভিটা, ব্রিজ, কালভার্ট, ফসলি জমি, শত বছরের ঐতিহ্যবাহী গরুর হাটসহ বেশ কয়েকটি স্থাপনা। ইছামতী শাখা নদীর ভাঙনের শিকার বড় রামকান্তপুর কুঠিবাড়ি এলাকার ২৬টি পরিবার। এর ফলে মানবেতর জীবনযাপন করছেন স্থানীয়রা। এর মধ্যেই নতুন করে বাড়ছে পানি।
সরেজমিনে দেখা যায়, ঘিওর সদর ইউনিয়নের পঞ্চরাস্তা এলাকায় পুরাতন ধলেশ্বরী নদীর উত্তর পাড়ে ভাঙনে কমপক্ষে ১৫টি বসতবাড়ি ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। বড় হুমকির মুখে আছে সরকারি খাদ্য গুদাম ও শ্মশানঘাট। শ্রীধরনগর, কুস্তা, মাইলাগী, ঘিওর পূর্বপাড়া, ঘিওর নদীর উত্তর পারের বাজার এবং ব্রিজসহ ১২-১৩টি প্রতিষ্ঠানও ঝুঁকিতে।
নদীর ভাঙনে শত বছরের ঐতিহ্যবাহী ঘিওর গরুর হাট অর্ধেক বিলীন হয়ে গেছে। ভাঙনের হুমকির মধ্যে রয়েছে কুস্তা কফিল উদ্দিন দরজি উচ্চবিদ্যালয়, কুস্তা ব্রিজ, ঘিওর-গোলাপনগরের রাস্তা, ব্যাপারীপাড়া কবরস্থান, রসুলপুর গ্রাম ও সেখানকার কবরস্থান।
জাবরা গ্রামের মো. আজিম মিয়া বলেন, ‘অসময়ে নতুন করে ভাঙনে আমার মতো আরও অনেকেই ফসলি জমি হারাচ্ছেন। ইতিমধ্যে কালীগঙ্গা নদীর ভাঙনে আমার ২ বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।’
ইছামতী নদীর ভাঙনের শিকার মহাদেব শীল, বক্কার মিয়া, মো. মোস্তফা কামাল ও পারুল আক্তার জানান, ‘পোলাপান লইয়া সব সময় ডরের মধ্যে থাকি। রাইত একটুও ঘুমাইতে পারি না। কহন না জানি নদী সব লইয়া যায়। আমাগো বসতবাড়ি ভাঙন রোধে সরকারের সাহায্য চাই।’
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান বলেন, ‘হঠাৎ পানি বাড়ার সঙ্গে নদী ভাঙন দেখা দিয়েছে। বিষয়টি পানি উন্নয়ন কর্মকর্তাদের বিষয়টি অবগত করেছি। ইতিমধ্যে ঘিওর হাট, কুস্তা ব্রিজ ও খাদ্য গুদাম, শ্মশান, মন্দির ভাঙনের কবল থেকে রক্ষায় জিও ব্যাগ ফেলা, বাঁধ ও সংস্কারসহ কয়েকটি প্রকল্পের মাধ্যমে কাজ করা হয়েছে।’
ভাঙন রোধের বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, ‘আপাতত সাড়ে আট হাজার জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর কাজ শুরু হয়েছে। এ ছাড়া কুস্তা বেইলী ব্রিজে গাইড ওয়ালসহ জিও ব্যাগ ফেলা হয়েছে। ইতিমধ্যে ২ কোটি ৫০ লাখ টাকার একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। ভাঙনরোধে তিনটি প্রকল্পের মাধ্যমে ধলেশ্বরী নদী পুনঃখনন কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে।’
সেপ্টেম্বরেও ঘিওর উপজেলার ইছামতী, পুরাতন ধলেশ্বরী ও কালীগঙ্গা নদীর পানি অসময়ে বৃদ্ধিতে ভাঙনের ঘটনা ঘটে।

নৌ পুলিশ জানায়, রাতে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে তাঁরা মেঘনা নদীতে নিয়মিত টহল দিচ্ছিলেন। রাত ৩টার দিকে শান্তির বাজার এলাকায় নদীর পাড়ে লাশ দেখতে পেয়ে তা উদ্ধার করা হয়। পরে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৫ মিনিট আগে
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে যশোর ছাত্রদল ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে। এই মিনি ম্যারাথন শিক্ষার্থী ও তরুণদের স্বাস্থ্য সচেতন হতে সহায়তা করবে। এ ছাড়া বিশেষ মানুষদের কর্মময় জীবন থেকে অনুপ্রেরণা নিতে পারব, যাতে নিজেদের তৈরি করে দেশ গঠনে ভূমিকা রাখতে পারি।’
২৯ মিনিট আগে
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য (এমপি) মুশফিকুর রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ধানের শীষ প্রতীক বরাদ্দের চিঠি তিনি রোববার রাতে (১৮ জানুয়ারি)...
৪১ মিনিট আগে
প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের বলেন, জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও ব্যাপক হত্যাযজ্ঞ চলেছে। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন।
১ ঘণ্টা আগে