মাগুরা প্রতিনিধি

মাগুরা শহরে রোস্তম মল্লিক নামের এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে আটক করেছে মাগুরা সদর থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাঁদের আটক করা হয়। তবে তাঁদের পরিচয় বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
রোস্তম মল্লিক মাগুরা পৌর এলাকার পারলা গ্রামের প্রয়াত ঈমান উদ্দিন মল্লিকের ছেলে। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার বার্তা সম্পাদক বলে তিনি জানিয়েছেন। সুস্থ হয়ে মাগুরা ফিরে থানায় মামলা করবেন বলে জানিয়েছেন রোস্তম মল্লিক।
জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে মাগুরা সরকারি কলেজের উত্তর পাশের সড়কে তিনি হামলার শিকার হন। এ সময় এগিয়ে গেলে হামলার শিকার হন সঙ্গে থাকা তাঁর মেয়ে এবং স্ত্রীও। স্থানীয়রা তাঁদের মাগুরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঢাকায় পাঠানো হয়।
ঢাকায় চিকিৎসাধীন রোস্তম মল্লিক বলেন, অনেক দিন পর ঈদে তিনি পরিবারের সদস্যদের নিয়ে মাগুরায় আসেন। গতকাল মঙ্গলবার কলেজ মসজিদের কাছে একদল কিশোর হকিস্টিক, দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তাঁর শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। এ সময় তাঁর মেয়ে এবং স্ত্রীও হামলার শিকার হন।
মোবাইল ফোনে তিনি বলেন, ‘আমি বিভিন্ন সময় এলাকার নানা অনিয়ম-দুর্নীতি নিয়ে পত্রিকা ও ফেসবুকে লেখালেখি করি। এসব কারণে আগেও আমি ডিজিটাল মামলার শিকার হয়েছি। পরিবারসহ হামলার শিকার হব ভাবতে পারিনি। হামলাকারীরা সবাই বয়সে কিশোর। আমার ধারণা, আমাকে হত্যার উদ্দেশ্যে কেউ তাদের পাঠিয়েছিল।’
এ বিষয়ে জানতে চাইলে মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কলিমুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পর থেকে পুলিশ তৎপর রয়েছে। ইতিমধ্যে সাতজনকে আটক করা হয়েছে।

মাগুরা শহরে রোস্তম মল্লিক নামের এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে আটক করেছে মাগুরা সদর থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাঁদের আটক করা হয়। তবে তাঁদের পরিচয় বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
রোস্তম মল্লিক মাগুরা পৌর এলাকার পারলা গ্রামের প্রয়াত ঈমান উদ্দিন মল্লিকের ছেলে। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার বার্তা সম্পাদক বলে তিনি জানিয়েছেন। সুস্থ হয়ে মাগুরা ফিরে থানায় মামলা করবেন বলে জানিয়েছেন রোস্তম মল্লিক।
জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে মাগুরা সরকারি কলেজের উত্তর পাশের সড়কে তিনি হামলার শিকার হন। এ সময় এগিয়ে গেলে হামলার শিকার হন সঙ্গে থাকা তাঁর মেয়ে এবং স্ত্রীও। স্থানীয়রা তাঁদের মাগুরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঢাকায় পাঠানো হয়।
ঢাকায় চিকিৎসাধীন রোস্তম মল্লিক বলেন, অনেক দিন পর ঈদে তিনি পরিবারের সদস্যদের নিয়ে মাগুরায় আসেন। গতকাল মঙ্গলবার কলেজ মসজিদের কাছে একদল কিশোর হকিস্টিক, দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তাঁর শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। এ সময় তাঁর মেয়ে এবং স্ত্রীও হামলার শিকার হন।
মোবাইল ফোনে তিনি বলেন, ‘আমি বিভিন্ন সময় এলাকার নানা অনিয়ম-দুর্নীতি নিয়ে পত্রিকা ও ফেসবুকে লেখালেখি করি। এসব কারণে আগেও আমি ডিজিটাল মামলার শিকার হয়েছি। পরিবারসহ হামলার শিকার হব ভাবতে পারিনি। হামলাকারীরা সবাই বয়সে কিশোর। আমার ধারণা, আমাকে হত্যার উদ্দেশ্যে কেউ তাদের পাঠিয়েছিল।’
এ বিষয়ে জানতে চাইলে মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কলিমুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পর থেকে পুলিশ তৎপর রয়েছে। ইতিমধ্যে সাতজনকে আটক করা হয়েছে।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
২১ মিনিট আগে
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজশিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সা
২৪ মিনিট আগে
ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
৩৭ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
৪০ মিনিট আগে