মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরে ডাকাত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার আউনাড়া বাজারে গ্রেপ্তারের এই ঘটনা ঘটে। এ সময় তাঁদের দেওয়া স্বীকারোক্তিতে লুট হওয়া স্বর্ণালংকার জব্দ করে পুলিশ।
আটজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম। তিনি বলেন, ‘বিভিন্ন স্থানে ডাকাতির সঙ্গে যুক্ত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন গ্রেপ্তার ব্যক্তিরা। তাঁদের নামে মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
গ্রেপ্তাররা হলেন আউনাড়া গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা জুয়েল ওরফে রুবেল (৩১), আল আমিন (২০), দেলোয়ার (৩৪) সৌরভ মোল্লা (২২), মোহাম্মদ আজিজুল (২০), মো. রাজা মিয়া (২১), মো. আবু তালেব মোল্লা (২৫) ও জালাল উদ্দীন (৩০)।
জানা গেছে, গত ১৭ জুন রাতে মহম্মদপুর উপজেলার আউনাড়া গ্রামে প্রহল্লাদ মণ্ডলের বাড়িতে ডাকাতি হয়। এই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা জড়িত ছিলেন বলে জানায় পুলিশ। তাঁদের মধ্যে তিনজন পৃথক কয়েকটি ডাকাতি মামলার আসামি।
মামলার তদন্ত কর্মকর্তা অসিত কুমার রায় জানান, একদল ডাকাত আউনাড়া বাজারে ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে গতকাল রাত সাড়ে ১১টার দিকে মহম্মদপুর থানার পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় চারজনকে গ্রেপ্তার করে। পরে তাঁদের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে ওই রাতেই আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া স্বীকারোক্তিতে ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ।

মাগুরার মহম্মদপুরে ডাকাত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার আউনাড়া বাজারে গ্রেপ্তারের এই ঘটনা ঘটে। এ সময় তাঁদের দেওয়া স্বীকারোক্তিতে লুট হওয়া স্বর্ণালংকার জব্দ করে পুলিশ।
আটজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম। তিনি বলেন, ‘বিভিন্ন স্থানে ডাকাতির সঙ্গে যুক্ত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন গ্রেপ্তার ব্যক্তিরা। তাঁদের নামে মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
গ্রেপ্তাররা হলেন আউনাড়া গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা জুয়েল ওরফে রুবেল (৩১), আল আমিন (২০), দেলোয়ার (৩৪) সৌরভ মোল্লা (২২), মোহাম্মদ আজিজুল (২০), মো. রাজা মিয়া (২১), মো. আবু তালেব মোল্লা (২৫) ও জালাল উদ্দীন (৩০)।
জানা গেছে, গত ১৭ জুন রাতে মহম্মদপুর উপজেলার আউনাড়া গ্রামে প্রহল্লাদ মণ্ডলের বাড়িতে ডাকাতি হয়। এই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা জড়িত ছিলেন বলে জানায় পুলিশ। তাঁদের মধ্যে তিনজন পৃথক কয়েকটি ডাকাতি মামলার আসামি।
মামলার তদন্ত কর্মকর্তা অসিত কুমার রায় জানান, একদল ডাকাত আউনাড়া বাজারে ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে গতকাল রাত সাড়ে ১১টার দিকে মহম্মদপুর থানার পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় চারজনকে গ্রেপ্তার করে। পরে তাঁদের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে ওই রাতেই আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া স্বীকারোক্তিতে ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ।

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
৪ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৬ মিনিট আগে
শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
৩২ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
৩৫ মিনিট আগে