মাদারীপুর প্রতিনিধি

ইউপি নির্বাচনে হেরে গেলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর মামা সালাউদ্দিন আহমেদ। তার মামা মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে লড়েছেন। আর সেখানে বিজয়ী হয়েছেন রাব্বানীর ওপর হামলার ঘটনায় জড়িত দাবি করা আরেক স্বতন্ত্র প্রার্থী মোশারফ মোল্লা।
গতকাল রোববার রাত ১০টার দিকে রাজৈর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা নাননী খান বেসরকারিভাবে ইশিবপুর ইউপিতে মোশারফ মোল্লাকে বিজয়ী ঘোষণা করেন। মোশারফ মোল্লা ৩ হাজার ২৬২ ভোটে পান আর রাব্বানীর মামা সালাউদ্দিন আহমেদ পান ২ হাজার ৫০৫ ভোট। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৪ জন প্রার্থী।
জানা যায়, রোববার ইউপি নির্বাচনে ইশিবপুর ইউনিয়নে গোলাম রব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট চলাকালীন ৭ নম্বর ওয়ার্ডের গাংকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষ মোশারফ মোল্লার লোকজন ভোট কেটে নেওয়ার চেষ্টা করছে। এ খবর শুনে গোলাম রব্বানী সেখানে গেল মোশারফ মোল্লার ছেলে তাঁর ওপর চড়াও হন। একপর্যায়ে গোলাম রব্বানীকে ছুড়ে গিয়ে কোপ দেন। এ সময় রব্বানী ফেরাতে গেলে তাঁর ডান হাতের দুইটি আঙুল কেটে যায়। পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ ঘটনায় উভয় পক্ষের আরও পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা গোলাম রব্বানীসহ আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে সাংবাদিকদের গোলাম রাব্বানী বলেন, ‘প্রকাশ্যে ভোট নেওয়ার অভিযোগে ওই কেন্দ্রের বাইরে আমি গেলে মোশারফ মোল্লার নির্দেশে তাঁর ছেলে সোহেল মোল্লা আমার ওপর হামলা চালায়। এতে আমার কয়েকটি আঙুল কেটে গেছে। আমি এ ঘটনার বিচার দাবি করি। আর হার জিত থাকতেই পারে। এ বিষয় কিছু বলতে চাই না।
আর বিজয়ের পর মোশারফ মোল্লা বলেন, ‘গোলাম রাব্বানী তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ভোট কেন্দ্র দখল করতে গিয়েছিল। পরে সেখানের উত্তেজিত জনতা তাদের ধাওয়া গেয়। সেখানে থেকে তারা একটি ঘরে আশ্রয় নিলে আমি ও আমার ছেলে গিয়ে তাঁকে উদ্ধার করি। আর জনগণ যে আমার সাথে আছে, এ বিজয়ই তার প্রমাণ। এত কিছুর পরেও আমার বিজয়কে থামাতে পারেনি। আমি জনগণের সেবক হিসেবে থাকব আজীবন।’
আর জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান আহত রাব্বানীকে হাসপাতালে দেখতে গিয়ে সাংবাদিকদের বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। যারা ঘটিয়েছে, তাদের বিচারের আওতায় আনা উচিত। নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়েছে। কোনো কারচুপি বা জালিয়াতির ঘটনা ঘটেনি।’

ইউপি নির্বাচনে হেরে গেলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর মামা সালাউদ্দিন আহমেদ। তার মামা মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে লড়েছেন। আর সেখানে বিজয়ী হয়েছেন রাব্বানীর ওপর হামলার ঘটনায় জড়িত দাবি করা আরেক স্বতন্ত্র প্রার্থী মোশারফ মোল্লা।
গতকাল রোববার রাত ১০টার দিকে রাজৈর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা নাননী খান বেসরকারিভাবে ইশিবপুর ইউপিতে মোশারফ মোল্লাকে বিজয়ী ঘোষণা করেন। মোশারফ মোল্লা ৩ হাজার ২৬২ ভোটে পান আর রাব্বানীর মামা সালাউদ্দিন আহমেদ পান ২ হাজার ৫০৫ ভোট। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৪ জন প্রার্থী।
জানা যায়, রোববার ইউপি নির্বাচনে ইশিবপুর ইউনিয়নে গোলাম রব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট চলাকালীন ৭ নম্বর ওয়ার্ডের গাংকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষ মোশারফ মোল্লার লোকজন ভোট কেটে নেওয়ার চেষ্টা করছে। এ খবর শুনে গোলাম রব্বানী সেখানে গেল মোশারফ মোল্লার ছেলে তাঁর ওপর চড়াও হন। একপর্যায়ে গোলাম রব্বানীকে ছুড়ে গিয়ে কোপ দেন। এ সময় রব্বানী ফেরাতে গেলে তাঁর ডান হাতের দুইটি আঙুল কেটে যায়। পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ ঘটনায় উভয় পক্ষের আরও পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা গোলাম রব্বানীসহ আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে সাংবাদিকদের গোলাম রাব্বানী বলেন, ‘প্রকাশ্যে ভোট নেওয়ার অভিযোগে ওই কেন্দ্রের বাইরে আমি গেলে মোশারফ মোল্লার নির্দেশে তাঁর ছেলে সোহেল মোল্লা আমার ওপর হামলা চালায়। এতে আমার কয়েকটি আঙুল কেটে গেছে। আমি এ ঘটনার বিচার দাবি করি। আর হার জিত থাকতেই পারে। এ বিষয় কিছু বলতে চাই না।
আর বিজয়ের পর মোশারফ মোল্লা বলেন, ‘গোলাম রাব্বানী তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ভোট কেন্দ্র দখল করতে গিয়েছিল। পরে সেখানের উত্তেজিত জনতা তাদের ধাওয়া গেয়। সেখানে থেকে তারা একটি ঘরে আশ্রয় নিলে আমি ও আমার ছেলে গিয়ে তাঁকে উদ্ধার করি। আর জনগণ যে আমার সাথে আছে, এ বিজয়ই তার প্রমাণ। এত কিছুর পরেও আমার বিজয়কে থামাতে পারেনি। আমি জনগণের সেবক হিসেবে থাকব আজীবন।’
আর জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান আহত রাব্বানীকে হাসপাতালে দেখতে গিয়ে সাংবাদিকদের বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। যারা ঘটিয়েছে, তাদের বিচারের আওতায় আনা উচিত। নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়েছে। কোনো কারচুপি বা জালিয়াতির ঘটনা ঘটেনি।’

একের পর এক বিতর্ক পিছু ছাড়ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এক শিক্ষকের টাঙানো ব্যানার খুলে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করেন রাকসুর এই নেতা।
৫ মিনিট আগে
রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
৪১ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে