মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে পূর্বশত্রুতার জের ধরে হাতবোমা ফাটিয়ে দুটি বসতঘর ও ক্লাবে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ শুক্রবার দুপুরে মামলা হলে মূল আসামি জামাল খন্দকারকে (৪৫) গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদারীপুরের কালকিনি পৌরসভার চরঠেঙ্গামারা গ্রামের বাবুল ব্যাপারীর সঙ্গে প্রতিবেশী জামাল খন্দকারের নানা বিষয় নিয়ে বিরোধ চলছে। এরই জের ধরে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাবুল ব্যাপারীর পরিবারের ওপর হামলা চালান জামাল ও তাঁর লোকজন। এ সময় বাবুলের প্রতিবেশী মজিবর হাওলাদারের বাড়িতেও হামলা চালানো হয়।
এ সময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। ক্ষতিগ্রস্তদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। যাওয়ার সময় হামলাকারীরা পাশের শেখ রাসেল একতা সংঘ নামের একটি ক্লাবেও ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় আজ শুক্রবার সকালে ১৪ জনের বিরুদ্ধে কালকিনি থানায় মামলা করে ক্ষতিগ্রস্ত পরিবার। পরে দুপুরে অভিযান চালিয়ে মূল আসামি জামাল খন্দকারকে গ্রেপ্তার করে পুলিশ।
ক্ষতিগ্রস্ত বাবুল ব্যাপারীর ছোট ভাই আবুল হোসেন বলেন, ‘হঠাৎ করে দুই দিক দিয়ে অর্ধশত মানুষ বাড়িঘরে হামলা চালান। হাতবোমা ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে ঘরে লুটপাট করে পালিয়ে যান তাঁরা। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার আব্দুলাহ আল মামুন বলেন, বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে মামলা হলে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মাদারীপুরের কালকিনিতে পূর্বশত্রুতার জের ধরে হাতবোমা ফাটিয়ে দুটি বসতঘর ও ক্লাবে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ শুক্রবার দুপুরে মামলা হলে মূল আসামি জামাল খন্দকারকে (৪৫) গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদারীপুরের কালকিনি পৌরসভার চরঠেঙ্গামারা গ্রামের বাবুল ব্যাপারীর সঙ্গে প্রতিবেশী জামাল খন্দকারের নানা বিষয় নিয়ে বিরোধ চলছে। এরই জের ধরে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাবুল ব্যাপারীর পরিবারের ওপর হামলা চালান জামাল ও তাঁর লোকজন। এ সময় বাবুলের প্রতিবেশী মজিবর হাওলাদারের বাড়িতেও হামলা চালানো হয়।
এ সময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। ক্ষতিগ্রস্তদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। যাওয়ার সময় হামলাকারীরা পাশের শেখ রাসেল একতা সংঘ নামের একটি ক্লাবেও ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় আজ শুক্রবার সকালে ১৪ জনের বিরুদ্ধে কালকিনি থানায় মামলা করে ক্ষতিগ্রস্ত পরিবার। পরে দুপুরে অভিযান চালিয়ে মূল আসামি জামাল খন্দকারকে গ্রেপ্তার করে পুলিশ।
ক্ষতিগ্রস্ত বাবুল ব্যাপারীর ছোট ভাই আবুল হোসেন বলেন, ‘হঠাৎ করে দুই দিক দিয়ে অর্ধশত মানুষ বাড়িঘরে হামলা চালান। হাতবোমা ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে ঘরে লুটপাট করে পালিয়ে যান তাঁরা। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার আব্দুলাহ আল মামুন বলেন, বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে মামলা হলে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি–সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
১৭ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
২০ মিনিট আগে
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরের নিচতলায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে।
২৬ মিনিট আগে
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) অনুসন্ধান ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন এই শোকজের নোটিশ দেন।
২৯ মিনিট আগে