মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে সরকারি বহুতল ভবন নির্মাণে অনিয়ম, কাজ না করে অতিরিক্ত বিল উত্তোলনসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে গণপূর্ত অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার অভিযানে নেতৃত্ব দেন দুদকের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান।
দুদক সূত্রে জানা গেছে, অতিরিক্ত ব্যয়ে মাদারীপুর সরকারি সমন্বিত ১০ তলা ভবন নির্মাণের অভিযোগ পায় দুদক। এ ছাড়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল নির্মাণ ও মালামাল ক্রয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সেই সঙ্গে জেলার বেশ কয়েকটি সরকারি ভবনে বার্ষিক মেরামত না করে অতিরিক্ত বিল উত্তোলন করে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। গণপূর্তে কর্মরত ব্যক্তিরা নিজেদের ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে লাইসেন্স করে এই দপ্তরের কাজ বাস্তবায়ন করে বিল তুলে নেন বলেও অভিযোগ রয়েছে। এসব ঘটনায় দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে গণপূর্তের মাদারীপুর কার্যালয়ে অভিযান চালানো হয়।
দুদক সূত্র আরও জানায়, অনিয়মে সরাসরি জড়িত ছিলেন সাবেক নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম খান ও তৎকালীন উপবিভাগীয় প্রকৌশলী শাহরিয়ার হোসেন (বর্তমানে নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে)। বিশেষ সুবিধা দিতে ঠিকাদারদের সঙ্গে যোগসাজশে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছেন এই দুই কর্মকর্তা। এসব অভিযোগ থাকায় তাঁদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ সংগ্রহ করছে দুদক। এ ছাড়া এই কার্যালয় থেকে সংশ্লিষ্ট কাজের নথিও জব্দ করা হয়েছে। যাচাই–বাছাই শেষে দুদকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হবে। পরে প্রধান কার্যালয়ের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে দুদক।
সহকারী পরিচালক আক্তারুজ্জামান বলেন, গণপূর্ত অধিদপ্তরে একাধিক অভিযোগে এই অভিযান চালানো হয়। অভিযানে মাদারীপুর দুদক অফিসের সাত সদস্যের টিম কাজ করে। অভিযোগ যাচাই–বাছাই করা হচ্ছে। তথ্যপ্রমাণ সংগ্রহ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মাদারীপুরে সরকারি বহুতল ভবন নির্মাণে অনিয়ম, কাজ না করে অতিরিক্ত বিল উত্তোলনসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে গণপূর্ত অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার অভিযানে নেতৃত্ব দেন দুদকের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান।
দুদক সূত্রে জানা গেছে, অতিরিক্ত ব্যয়ে মাদারীপুর সরকারি সমন্বিত ১০ তলা ভবন নির্মাণের অভিযোগ পায় দুদক। এ ছাড়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল নির্মাণ ও মালামাল ক্রয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সেই সঙ্গে জেলার বেশ কয়েকটি সরকারি ভবনে বার্ষিক মেরামত না করে অতিরিক্ত বিল উত্তোলন করে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। গণপূর্তে কর্মরত ব্যক্তিরা নিজেদের ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে লাইসেন্স করে এই দপ্তরের কাজ বাস্তবায়ন করে বিল তুলে নেন বলেও অভিযোগ রয়েছে। এসব ঘটনায় দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে গণপূর্তের মাদারীপুর কার্যালয়ে অভিযান চালানো হয়।
দুদক সূত্র আরও জানায়, অনিয়মে সরাসরি জড়িত ছিলেন সাবেক নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম খান ও তৎকালীন উপবিভাগীয় প্রকৌশলী শাহরিয়ার হোসেন (বর্তমানে নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে)। বিশেষ সুবিধা দিতে ঠিকাদারদের সঙ্গে যোগসাজশে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছেন এই দুই কর্মকর্তা। এসব অভিযোগ থাকায় তাঁদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ সংগ্রহ করছে দুদক। এ ছাড়া এই কার্যালয় থেকে সংশ্লিষ্ট কাজের নথিও জব্দ করা হয়েছে। যাচাই–বাছাই শেষে দুদকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হবে। পরে প্রধান কার্যালয়ের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে দুদক।
সহকারী পরিচালক আক্তারুজ্জামান বলেন, গণপূর্ত অধিদপ্তরে একাধিক অভিযোগে এই অভিযান চালানো হয়। অভিযানে মাদারীপুর দুদক অফিসের সাত সদস্যের টিম কাজ করে। অভিযোগ যাচাই–বাছাই করা হচ্ছে। তথ্যপ্রমাণ সংগ্রহ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
১১ মিনিট আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে