শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

ঘন কুয়াশার কারণে মাদারীপুর জেলার শিবচরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে আজ বুধবার সকালে যানবাহন চলাচলে ধীর গতি দেখা গেছে। দুর্ঘটনা এড়াতে গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। এ ছাড়া মহাসড়কে যানবাহন চলাচল তুলনামূলক কম রয়েছে স্বাভাবিক সময়ের চেয়ে।
বুধবার মধ্যরাত থেকেই ঘন কুয়াশা পড়তে থাকে। সকালে কুয়াশায় ঢেকে যায় চারপাশ। ঘন কুয়াশার কারণে দিক নির্ণয়ে বাধার সৃষ্টি হচ্ছে বলে যানবাহন চালকেরা জানান। ফলে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে পরিবহন। শিবচর উপজেলার সূর্যনগর, পাঁচ্চর বাস স্ট্যান্ড ঘুরে এ চিত্র দেখা যায়। এ ছাড়া শীতের তীব্রতার কারণে গাড়িগুলিতে যাত্রীদের উপস্থিতিও কম দেখা গেছে। এ ছাড়া ঢাকাগামী লোকাল পরিবহনও মহাসড়কে কম রয়েছে।
মো. আশরাফ নামের এক ট্রাকচালক বলেন, ‘প্রচুর কুয়াশা পড়েছে। মহাসড়কে কিছুই দেখা যায় না প্রায়। হেডলাইট জ্বালিয়ে, হর্ন দিয়ে কম গতিতে ঢাকা যাচ্ছি। তা ছাড়া সকাল থেকে মহাসড়কে পরিবহনও বেশ কম রয়েছে।’
শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, মহাসড়কে হাইওয়ে পুলিশের স্বাভাবিক ডিউটি রয়েছে। কুয়াশার কারণে পরিবহন চলাচল কিছুটা কম রয়েছে সকাল থেকে। দুর্ঘটনা এড়াতে গতিনিয়ন্ত্রণে রাখতে পুলিশের তৎপরতাও রয়েছে মহাসড়কে।
শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.শাকিল আহমেদ বলেন, ‘কুয়াশায় পরিবহন চলাচলে ধীর গতি রয়েছে। আমাদের পুলিশ বিভিন্ন স্থানে দায়িত্বরত রয়েছে। কোথাও কোনো যানবাহনের জটলা যাতে না হয়, মহাসড়কে যত্রতত্র যাত্রী ওঠা-নামা যাতে না করে সেদিকে বিশেষ নজর রয়েছে।’

ঘন কুয়াশার কারণে মাদারীপুর জেলার শিবচরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে আজ বুধবার সকালে যানবাহন চলাচলে ধীর গতি দেখা গেছে। দুর্ঘটনা এড়াতে গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। এ ছাড়া মহাসড়কে যানবাহন চলাচল তুলনামূলক কম রয়েছে স্বাভাবিক সময়ের চেয়ে।
বুধবার মধ্যরাত থেকেই ঘন কুয়াশা পড়তে থাকে। সকালে কুয়াশায় ঢেকে যায় চারপাশ। ঘন কুয়াশার কারণে দিক নির্ণয়ে বাধার সৃষ্টি হচ্ছে বলে যানবাহন চালকেরা জানান। ফলে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে পরিবহন। শিবচর উপজেলার সূর্যনগর, পাঁচ্চর বাস স্ট্যান্ড ঘুরে এ চিত্র দেখা যায়। এ ছাড়া শীতের তীব্রতার কারণে গাড়িগুলিতে যাত্রীদের উপস্থিতিও কম দেখা গেছে। এ ছাড়া ঢাকাগামী লোকাল পরিবহনও মহাসড়কে কম রয়েছে।
মো. আশরাফ নামের এক ট্রাকচালক বলেন, ‘প্রচুর কুয়াশা পড়েছে। মহাসড়কে কিছুই দেখা যায় না প্রায়। হেডলাইট জ্বালিয়ে, হর্ন দিয়ে কম গতিতে ঢাকা যাচ্ছি। তা ছাড়া সকাল থেকে মহাসড়কে পরিবহনও বেশ কম রয়েছে।’
শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, মহাসড়কে হাইওয়ে পুলিশের স্বাভাবিক ডিউটি রয়েছে। কুয়াশার কারণে পরিবহন চলাচল কিছুটা কম রয়েছে সকাল থেকে। দুর্ঘটনা এড়াতে গতিনিয়ন্ত্রণে রাখতে পুলিশের তৎপরতাও রয়েছে মহাসড়কে।
শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.শাকিল আহমেদ বলেন, ‘কুয়াশায় পরিবহন চলাচলে ধীর গতি রয়েছে। আমাদের পুলিশ বিভিন্ন স্থানে দায়িত্বরত রয়েছে। কোথাও কোনো যানবাহনের জটলা যাতে না হয়, মহাসড়কে যত্রতত্র যাত্রী ওঠা-নামা যাতে না করে সেদিকে বিশেষ নজর রয়েছে।’

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষে উপজেলা বিএনপির প্রচার সম্পাদকসহ দুই পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় বিএনপি সমর্থকদের চারটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। আজ সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা ও মুন্সিরহাট বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
২২ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
২৫ মিনিট আগে
পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা নদীর সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকার একটি টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। আজ সোমবার বেলা ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার গাজীর ঘাটে নদী পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
২৫ মিনিট আগে