মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর-৩ আসনে কালকিনির একটি ভোটকেন্দ্রে যাওয়ার কাঠের সেতু ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার দুপুরে সেতুটি ভাঙা দেখতে পান প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো এক সময় কে বা কারা সেতুটি ভেঙে দিয়েছে।
এ বিষয়ে ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটকেন্দ্রের কাছাকাছি খালের ওপরে কাঠের সেতুটি কে বা কারা ক্ষতিগ্রস্ত করেছে। তবে, ভোটারদের যাতায়াতের জন্য বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। কোন অসুবিধা হবে না।’
জানা যায়, উপজেলা থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে সরঞ্জামাদি বুঝে নিয়ে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যান প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা এ সময় দেখতে পান কেন্দ্রে যাওয়ার কাঠের সেতুটির বিভিন্ন স্থানে ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এ ছাড়া সেতুর ওপর থেকে কিছু কাঠও সরিয়ে নেওয়া হয়েছে। পরে তারা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা-পুলিশকে জানান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার ওই ভোটকেন্দ্রে মোট ভোটার দুই হাজার ৯ শ’। এর মধ্যে পুরুষ ভোটার এক হাজার ৫৪০ জন ও নারী ভোটার এক হাজার ৩৬০ জন। এই ভোটকেন্দ্রে চরফতে বাহাদুরপুর ও দক্ষিণ চরফতে বাহাদুরপুর মৌজার চার গ্রামের ভোটাররা ভোট দেবেন। এর মধ্যে ঝুরগাঁও, পাতাবালী, খলিশাডুবি ও নয়াকান্দি গ্রাম আছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ আজকের পত্রিকাকে বলেন, ‘নয়াকান্দির ভোটকেন্দ্রটিতে স্থায়ী ছয়টি ভোটকক্ষ ও অস্থায়ী আরও একটি কক্ষ রাখা আছে। যে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি মেরামতের কাজ চলছে। এ ছাড়া বিকল্প ব্যবস্থাও রাখা আছে। তাই ভোটারদের আসতে কোন বিঘ্ন হবে না।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ ও তার বিপক্ষে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) মোসা. তাহমিনা বেগম আছেন।
এ ছাড়া জাতীয় পার্টির মো. আব্দুল খালেক, তৃণমূল বিএনপির প্রবীণ হালদার, বাংলাদেশ সুপ্রিম পার্টির নিতাই চক্রবর্তী, কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রার্থী নকুল কুমার বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মাদারীপুর-৩ আসনে কালকিনির একটি ভোটকেন্দ্রে যাওয়ার কাঠের সেতু ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার দুপুরে সেতুটি ভাঙা দেখতে পান প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো এক সময় কে বা কারা সেতুটি ভেঙে দিয়েছে।
এ বিষয়ে ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটকেন্দ্রের কাছাকাছি খালের ওপরে কাঠের সেতুটি কে বা কারা ক্ষতিগ্রস্ত করেছে। তবে, ভোটারদের যাতায়াতের জন্য বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। কোন অসুবিধা হবে না।’
জানা যায়, উপজেলা থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে সরঞ্জামাদি বুঝে নিয়ে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যান প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা এ সময় দেখতে পান কেন্দ্রে যাওয়ার কাঠের সেতুটির বিভিন্ন স্থানে ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এ ছাড়া সেতুর ওপর থেকে কিছু কাঠও সরিয়ে নেওয়া হয়েছে। পরে তারা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা-পুলিশকে জানান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার ওই ভোটকেন্দ্রে মোট ভোটার দুই হাজার ৯ শ’। এর মধ্যে পুরুষ ভোটার এক হাজার ৫৪০ জন ও নারী ভোটার এক হাজার ৩৬০ জন। এই ভোটকেন্দ্রে চরফতে বাহাদুরপুর ও দক্ষিণ চরফতে বাহাদুরপুর মৌজার চার গ্রামের ভোটাররা ভোট দেবেন। এর মধ্যে ঝুরগাঁও, পাতাবালী, খলিশাডুবি ও নয়াকান্দি গ্রাম আছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ আজকের পত্রিকাকে বলেন, ‘নয়াকান্দির ভোটকেন্দ্রটিতে স্থায়ী ছয়টি ভোটকক্ষ ও অস্থায়ী আরও একটি কক্ষ রাখা আছে। যে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি মেরামতের কাজ চলছে। এ ছাড়া বিকল্প ব্যবস্থাও রাখা আছে। তাই ভোটারদের আসতে কোন বিঘ্ন হবে না।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ ও তার বিপক্ষে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) মোসা. তাহমিনা বেগম আছেন।
এ ছাড়া জাতীয় পার্টির মো. আব্দুল খালেক, তৃণমূল বিএনপির প্রবীণ হালদার, বাংলাদেশ সুপ্রিম পার্টির নিতাই চক্রবর্তী, কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রার্থী নকুল কুমার বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৩ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে