মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর-৩ আসনে কালকিনির একটি ভোটকেন্দ্রে যাওয়ার কাঠের সেতু ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার দুপুরে সেতুটি ভাঙা দেখতে পান প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো এক সময় কে বা কারা সেতুটি ভেঙে দিয়েছে।
এ বিষয়ে ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটকেন্দ্রের কাছাকাছি খালের ওপরে কাঠের সেতুটি কে বা কারা ক্ষতিগ্রস্ত করেছে। তবে, ভোটারদের যাতায়াতের জন্য বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। কোন অসুবিধা হবে না।’
জানা যায়, উপজেলা থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে সরঞ্জামাদি বুঝে নিয়ে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যান প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা এ সময় দেখতে পান কেন্দ্রে যাওয়ার কাঠের সেতুটির বিভিন্ন স্থানে ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এ ছাড়া সেতুর ওপর থেকে কিছু কাঠও সরিয়ে নেওয়া হয়েছে। পরে তারা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা-পুলিশকে জানান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার ওই ভোটকেন্দ্রে মোট ভোটার দুই হাজার ৯ শ’। এর মধ্যে পুরুষ ভোটার এক হাজার ৫৪০ জন ও নারী ভোটার এক হাজার ৩৬০ জন। এই ভোটকেন্দ্রে চরফতে বাহাদুরপুর ও দক্ষিণ চরফতে বাহাদুরপুর মৌজার চার গ্রামের ভোটাররা ভোট দেবেন। এর মধ্যে ঝুরগাঁও, পাতাবালী, খলিশাডুবি ও নয়াকান্দি গ্রাম আছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ আজকের পত্রিকাকে বলেন, ‘নয়াকান্দির ভোটকেন্দ্রটিতে স্থায়ী ছয়টি ভোটকক্ষ ও অস্থায়ী আরও একটি কক্ষ রাখা আছে। যে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি মেরামতের কাজ চলছে। এ ছাড়া বিকল্প ব্যবস্থাও রাখা আছে। তাই ভোটারদের আসতে কোন বিঘ্ন হবে না।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ ও তার বিপক্ষে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) মোসা. তাহমিনা বেগম আছেন।
এ ছাড়া জাতীয় পার্টির মো. আব্দুল খালেক, তৃণমূল বিএনপির প্রবীণ হালদার, বাংলাদেশ সুপ্রিম পার্টির নিতাই চক্রবর্তী, কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রার্থী নকুল কুমার বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মাদারীপুর-৩ আসনে কালকিনির একটি ভোটকেন্দ্রে যাওয়ার কাঠের সেতু ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার দুপুরে সেতুটি ভাঙা দেখতে পান প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো এক সময় কে বা কারা সেতুটি ভেঙে দিয়েছে।
এ বিষয়ে ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটকেন্দ্রের কাছাকাছি খালের ওপরে কাঠের সেতুটি কে বা কারা ক্ষতিগ্রস্ত করেছে। তবে, ভোটারদের যাতায়াতের জন্য বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। কোন অসুবিধা হবে না।’
জানা যায়, উপজেলা থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে সরঞ্জামাদি বুঝে নিয়ে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যান প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা এ সময় দেখতে পান কেন্দ্রে যাওয়ার কাঠের সেতুটির বিভিন্ন স্থানে ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এ ছাড়া সেতুর ওপর থেকে কিছু কাঠও সরিয়ে নেওয়া হয়েছে। পরে তারা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা-পুলিশকে জানান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার ওই ভোটকেন্দ্রে মোট ভোটার দুই হাজার ৯ শ’। এর মধ্যে পুরুষ ভোটার এক হাজার ৫৪০ জন ও নারী ভোটার এক হাজার ৩৬০ জন। এই ভোটকেন্দ্রে চরফতে বাহাদুরপুর ও দক্ষিণ চরফতে বাহাদুরপুর মৌজার চার গ্রামের ভোটাররা ভোট দেবেন। এর মধ্যে ঝুরগাঁও, পাতাবালী, খলিশাডুবি ও নয়াকান্দি গ্রাম আছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ আজকের পত্রিকাকে বলেন, ‘নয়াকান্দির ভোটকেন্দ্রটিতে স্থায়ী ছয়টি ভোটকক্ষ ও অস্থায়ী আরও একটি কক্ষ রাখা আছে। যে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি মেরামতের কাজ চলছে। এ ছাড়া বিকল্প ব্যবস্থাও রাখা আছে। তাই ভোটারদের আসতে কোন বিঘ্ন হবে না।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ ও তার বিপক্ষে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) মোসা. তাহমিনা বেগম আছেন।
এ ছাড়া জাতীয় পার্টির মো. আব্দুল খালেক, তৃণমূল বিএনপির প্রবীণ হালদার, বাংলাদেশ সুপ্রিম পার্টির নিতাই চক্রবর্তী, কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রার্থী নকুল কুমার বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করছেন।

লক্ষ্মীপুরের কমলনগরে নিখোঁজের তিন দিন পর নুর আলম (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৯টায় উপজেলার মাতাব্বর হাট মেঘনার তীর রক্ষা বাঁধের ব্লকের মধ্যে থেকে লাশটি উদ্ধার করা হয়।
৩ মিনিট আগে
নৌ পুলিশ জানায়, রাতে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে তাঁরা মেঘনা নদীতে নিয়মিত টহল দিচ্ছিলেন। রাত ৩টার দিকে শান্তির বাজার এলাকায় নদীর পাড়ে লাশ দেখতে পেয়ে তা উদ্ধার করা হয়। পরে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৭ মিনিট আগে
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে যশোর ছাত্রদল ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে। এই মিনি ম্যারাথন শিক্ষার্থী ও তরুণদের স্বাস্থ্য সচেতন হতে সহায়তা করবে। এ ছাড়া বিশেষ মানুষদের কর্মময় জীবন থেকে অনুপ্রেরণা নিতে পারব, যাতে নিজেদের তৈরি করে দেশ গঠনে ভূমিকা রাখতে পারি।’
৩১ মিনিট আগে
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য (এমপি) মুশফিকুর রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ধানের শীষ প্রতীক বরাদ্দের চিঠি তিনি রোববার রাতে (১৮ জানুয়ারি)...
৪৩ মিনিট আগে