মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর-৩ আসনে কালকিনির একটি ভোটকেন্দ্রে যাওয়ার কাঠের সেতু ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার দুপুরে সেতুটি ভাঙা দেখতে পান প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো এক সময় কে বা কারা সেতুটি ভেঙে দিয়েছে।
এ বিষয়ে ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটকেন্দ্রের কাছাকাছি খালের ওপরে কাঠের সেতুটি কে বা কারা ক্ষতিগ্রস্ত করেছে। তবে, ভোটারদের যাতায়াতের জন্য বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। কোন অসুবিধা হবে না।’
জানা যায়, উপজেলা থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে সরঞ্জামাদি বুঝে নিয়ে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যান প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা এ সময় দেখতে পান কেন্দ্রে যাওয়ার কাঠের সেতুটির বিভিন্ন স্থানে ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এ ছাড়া সেতুর ওপর থেকে কিছু কাঠও সরিয়ে নেওয়া হয়েছে। পরে তারা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা-পুলিশকে জানান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার ওই ভোটকেন্দ্রে মোট ভোটার দুই হাজার ৯ শ’। এর মধ্যে পুরুষ ভোটার এক হাজার ৫৪০ জন ও নারী ভোটার এক হাজার ৩৬০ জন। এই ভোটকেন্দ্রে চরফতে বাহাদুরপুর ও দক্ষিণ চরফতে বাহাদুরপুর মৌজার চার গ্রামের ভোটাররা ভোট দেবেন। এর মধ্যে ঝুরগাঁও, পাতাবালী, খলিশাডুবি ও নয়াকান্দি গ্রাম আছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ আজকের পত্রিকাকে বলেন, ‘নয়াকান্দির ভোটকেন্দ্রটিতে স্থায়ী ছয়টি ভোটকক্ষ ও অস্থায়ী আরও একটি কক্ষ রাখা আছে। যে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি মেরামতের কাজ চলছে। এ ছাড়া বিকল্প ব্যবস্থাও রাখা আছে। তাই ভোটারদের আসতে কোন বিঘ্ন হবে না।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ ও তার বিপক্ষে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) মোসা. তাহমিনা বেগম আছেন।
এ ছাড়া জাতীয় পার্টির মো. আব্দুল খালেক, তৃণমূল বিএনপির প্রবীণ হালদার, বাংলাদেশ সুপ্রিম পার্টির নিতাই চক্রবর্তী, কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রার্থী নকুল কুমার বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মাদারীপুর-৩ আসনে কালকিনির একটি ভোটকেন্দ্রে যাওয়ার কাঠের সেতু ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার দুপুরে সেতুটি ভাঙা দেখতে পান প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো এক সময় কে বা কারা সেতুটি ভেঙে দিয়েছে।
এ বিষয়ে ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটকেন্দ্রের কাছাকাছি খালের ওপরে কাঠের সেতুটি কে বা কারা ক্ষতিগ্রস্ত করেছে। তবে, ভোটারদের যাতায়াতের জন্য বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। কোন অসুবিধা হবে না।’
জানা যায়, উপজেলা থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে সরঞ্জামাদি বুঝে নিয়ে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যান প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা এ সময় দেখতে পান কেন্দ্রে যাওয়ার কাঠের সেতুটির বিভিন্ন স্থানে ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এ ছাড়া সেতুর ওপর থেকে কিছু কাঠও সরিয়ে নেওয়া হয়েছে। পরে তারা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা-পুলিশকে জানান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার ওই ভোটকেন্দ্রে মোট ভোটার দুই হাজার ৯ শ’। এর মধ্যে পুরুষ ভোটার এক হাজার ৫৪০ জন ও নারী ভোটার এক হাজার ৩৬০ জন। এই ভোটকেন্দ্রে চরফতে বাহাদুরপুর ও দক্ষিণ চরফতে বাহাদুরপুর মৌজার চার গ্রামের ভোটাররা ভোট দেবেন। এর মধ্যে ঝুরগাঁও, পাতাবালী, খলিশাডুবি ও নয়াকান্দি গ্রাম আছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ আজকের পত্রিকাকে বলেন, ‘নয়াকান্দির ভোটকেন্দ্রটিতে স্থায়ী ছয়টি ভোটকক্ষ ও অস্থায়ী আরও একটি কক্ষ রাখা আছে। যে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি মেরামতের কাজ চলছে। এ ছাড়া বিকল্প ব্যবস্থাও রাখা আছে। তাই ভোটারদের আসতে কোন বিঘ্ন হবে না।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ ও তার বিপক্ষে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) মোসা. তাহমিনা বেগম আছেন।
এ ছাড়া জাতীয় পার্টির মো. আব্দুল খালেক, তৃণমূল বিএনপির প্রবীণ হালদার, বাংলাদেশ সুপ্রিম পার্টির নিতাই চক্রবর্তী, কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রার্থী নকুল কুমার বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়কের পদ থেকে সরে দাঁড়ালেন মিত্রজয় তঞ্চঙ্গ্যা।
২৩ মিনিট আগে
নওগাঁয় সেতু থেকে নিজের ১৬ মাস বয়সী শিশুকে নদীতে ছুড়ে ফেলে থানায় হাজির হয়েছেন এক নারী। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে পত্নীতলা উপজেলায় এ ঘটনা ঘটে। পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, ওই নারীর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন তাঁরা।
৩২ মিনিট আগে
দেশে আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে লাইটার জাহাজ সংকট নিরসনে কঠোর অবস্থান নিয়েছে সরকার। আমদানিকারকদের একটি অংশ কর্তৃক অভ্যন্তরীণ নৌপথে ব্যবহৃত লাইটার জাহাজগুলোকে অবৈধভাবে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করায় সৃষ্টি হওয়া সংকট মোকাবিলায় মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ফরিদপুরে নগরকান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের এক ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ককে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, জামায়েত করার কারণে গতকাল বুধবার রাতে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালিয়েছে।
১ ঘণ্টা আগে